★★Write a paragraph about ‘Your Parents‘, Include the following things in your paragraph. (‘তোমার পিতামাতা’ সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর )।
- The name of your father (তোমার পিতার নাম) ।
- His age (তাঁর বয়স) ।
- His profession (তাঁর পেশা) ।
- The name of your mother (তোমার মায়ের নাম)
- Her occupation (তাঁর পেশা) ।
- Their taking care of family (পরিবারের প্রতি তাঁদের যত্ন) ।
★★ Or, Write a paragraph about ‘Your Parents! Answer the following questions in your paragraph. (‘তোমার মাতাপিতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
(a) Who are the dearest ones to you? (কে কে তোমার কাছে সবচেয়ে প্রিয়জন?)
(b) What is the name of your father? (তোমার পিতার নাম কী?)
(c) How old is he? (তাঁর বয়স কত?)
(d) What is he? (তিনি কী করেন?)
(e) What is the name of your mother? (তোমার মায়ের নাম কী?)
(f) What is she? (তিনি কী করেন?)
(g) How do they take care of you? (তাঁরা কীভাবে তোমাদের যত্ন নেন? )
My Parents (আমার পিতামাতা)
Ans. My parents are the most dear ones to me. They are my well-wishers. My father’s name is Mohammed Arshed Ali. He is about 40 years old. He is a teacher of a Govt. Primary School. My mother’s name is Hena Begum. She is a housewife. She serves our whole family like a shadow. Both of my parents take care of the family. They are rearing me very well.
অনুবাদ : আমার মাতাপিতা আমার কাছে সবচেয়ে প্রিয়জন। তাঁরা আমার শুভাকাঙ্ক্ষী। আমার বাবার নাম মোঃ আরশেদ আলী । তাঁর বয়স ৪০ বছর। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমার মায়ের নাম হেনা বেগম। তিনি একজন গৃহিণী। তিনি ছায়ার মতো আমাদের পুরো পরিবারকে সেবা প্রদান করেন। আমার মা-বাবা উভয়েই পরিবারের যত্ন নিয়ে থাকেন।তাঁরা আমাকে খুব ভালোভাবে লালন-পালন করছেন।