👉Write a paragraph about 'A Garment Worker'. Include the following things in your paragraph. ('একজন পোশাক কর্মী' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।)
- - Seen available (সচরাচর দেখা যায়)
- - Hardworking (কঠোর পরিশ্রমী)
- - Miserable life (শোচনীয় জীবনযাপন)
- - Sympathetic environment (সহানুভূতিশীল পরিবেশ)
- - Economy (অর্থনীতি)
👉Or, Write a paragraph about 'A Garment Worker'. Answer the following questions in your paragraph. ('একজন পোশাক কর্মী' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
(a) Who is garment worker? (পোশাক কর্মী কে?)
(b) How does he/she lead his or her life? (সে কী ধরনের জীবিকা/জীবনযাপন করে?)
(c) What problems does he or she face? (সে কী কী সমস্যার সম্মুখীন হয়?)
(d) How much does a garment worker earn?(একজন পোশাক কর্মী কত টাকা আয় করে?)
(e) What should we do for them? (তাদের জন্য আমাদের কী করা উচিত?)
A Garment Worker (একজন পোশাককর্মী)
Ans. The person who works in a garment factory is called a garment worker. He or She is seen available in towns. He or She is very hardworking. He or She leads a miserable life. He or She is ill- paid. A female garment worker becomes victim of gender discrimination and teasing.
He or She suffers from the want of food, sanitation, medical treatment and recreations. We should grow a sympathetic environment for the garments workers. They work for our economy. We should pay them for their due respect.
অনুবাদ : যিনি পোশাক কারখানায় কাজ করে তাকে পোশাককর্মী বলা হয়। সচরাচর তাকে শহরে দেখা যায়। সে খুবই কঠোর পরিশ্রমী হয়। সে শোচনীয় জীবনযাপন করে। সে নিম্ন বেতন পায়। একজন নারী গার্মেন্ট কর্মী লিঙ্গ বৈষম্য এবং যৌন হয়রানির শিকার হয়।
একজন পোশাককর্মী কষ্ট ভোগ করে কারণ সে যথাযথ খাদ্য, স্বাস্থ্যসম্মত পরিবেশ, চিকিৎসা ও বিনোদন পায় না। পোশাককর্মীদের জন্য আমাদের একটা সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা উচিত। তারা আমাদের অর্থনীতির জন্যে কাজ করে। আমাদের উচিত তাদেরকে প্রাপ্য সম্মান দেয়া।