Biology-র সমস্ত বাইরের আবরণের নাম,সাংখ্যিক মান ও উপাদান সমূহ

Biology -র সমস্ত বাইরের আবরণ

নাম আবরণ
প্রাণী কোষ প্লাজমালেমা বা প্লাজমামেমব্রেন
নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন
অস্থি পেরিঅষ্টিয়াম
তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম
পেশীকলা সারকোলেমা
পৌষ্টিকনালী পেরিটোনিয়াম
হৃৎপিন্ড পেরিকার্ডিয়াম
ফুসফুস
প্লুরা
কিডনী/বৃক্ক ক্যাপসুল/ পেরিটোনিয়াম
মস্তিষ্ক মেনিনজেস
কোষ গহ্বর
টনোপ্লাস্ট
জরায়ু পেরিমেট্রিয়াম

আরও পড়ুন : উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গের নাম(রেচন,চলন,শ্বসন ও শ্রবণ অঙ্গ)

Biology- এর সমস্ত সাংখ্যিক মান সমূহ:

১। উদ্ভিদকোষের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ৩০০ – ৪০০ টি
২। প্রাণীকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ২০০ – ৩০০ টি
৩। মানুষের দেহের প্রতিকোষে জীন থাকে ১,০০,০০০ টি
৪। ব্যাকটেরিয়া, ঈষ্ট ও ইউক্যারিওটিক কোষ প্রতি প্লাজমিড থাকে
১-১০০০ টি
৫। জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে
৩৫০০ টি
৬। প্রতি মিনিটে মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের সংখ্যা ৭০-৮০ গড়ে ৭৫ বার
৭। মানুষের লালা গ্রন্থির সংখ্যা ৩ জোড়া/ ৬টি
৮। মানুষের বৃত্তে মালপিজিয়ান বডির সংখ্যা ২০ লক্ষ
৯। পূর্নবয়স্ক মানুষের অ্যালভিওলির সংখ্যা ৭০ কোটি/৭০০ মিলিয়ন
১০। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে শ্বসনের হার ১৪-১৮ বার
১১। শিশুদের প্রতিমিনিটে শ্বসনের হার (বিশ্রামরত অবস্থায়) ৪০ বার
১২। মানুষের দেহে ফুসফুসের সংখ্যা ২টি
১৩। মানুষের বাম ফুসফুসের খন্ডের সংখ্যা ৩টি
১৪। মানুষের বাম ফুসফুসের লোবিওলগুলোর সংখ্যা ৮ টি
১৫। মানুষের বাম ফুসফুসের লোবিওলগুলোর সংখ্যা ১০ টি
১৬। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া/ ২৪ টি
১৭। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া
১৮। উচ্চ শ্রেণীর উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্টের সংখ্যা ১০-৪০ টি
১৯। মানুষের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ থাকে ৪ টি

আরও পড়ুন :  জীববিজ্ঞানের কোনটিতে কি বলে,কি নামে পরিচিত,কোথায় পাওয়া যায়

বিভিন্ন রাসায়নিক উপাদান/রাসায়নিক গঠন-

১। নিউক্লিয়াসের প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন + RNA
২। নিউক্লিওটাইডের গাঠনিক উপাদান ফসফেট + পেন্টোজ সুগার + নাইট্রোজেন বেস
৩। নিউক্লিওসাইডের গাঠনিক উপাদান পেন্টোজ সুগার + নাইট্রোজেন বেস
৪। হিপনোটক্সিন এর রাসায়নিক উপাদান প্রোটিন + ফেনল
৫। ভাইরাসের দেহ কী দ্বারা গঠিত প্রোটিন + নিউক্লিক এসিড
৬। ভাইরাস কণার কেন্দ্রীয় অংশটি কী দিয়ে গঠিত নিউক্লিক এসিড
৭। ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয় কাইটিন নামক কার্বোহাইড্রেট
৮। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমিক মেমব্রেন কী দিয়ে গঠিত প্রোটিন ও লিপিড
৯। ঈষ্টের (Yeast) কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয় কাইটিন
১১। ভিরিয়ন কী দ্বারা গঠিত হয় প্রোটিন + নিউক্লিক এসিড
১২। প্রিয়ন কি দিয়ে গঠিত শূন্য প্রোটিন আবরণ
১৩। প্রোটিন কী দ্বারা গঠিত হয় অ্যামাইনো এসিড
১৩। জীন কী দ্বারা গঠিত নিউক্লিক এসিড
১৪। HIV কী দ্বারা গঠিত হয় গ্লাইকোপ্রোটিন = রিভার্স ট্রান্সক্রিপ্টাস
১৬। ক্লোরোপ্লাষ্টের ঝিল্লী কী দিয়ে গঠিত লিপিড + প্রোটিন
১৬। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ
১৭। চায়ের রাসায়নিক গঠনে থাকে- প্রোটিন + পেকটিন + পলিমার
১৮। ডিমের আবরণ কী দ্বারা গঠিত হয় কাইটিন
১৯। সাইফন দ্বারা কোনটির দেহ গঠিত হয় Polysyphonia

আরও পড়ুন : মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ,হাড়,গ্রন্থি,অস্থি,পেশী,কোষ ইত্যাদি সমূহ

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!