Write a paragraph about ‘Your School‘, Include the following things in paragraph. (‘তোমার বিদ্যালয়’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর ।
- Name of your school (তোমার বিদ্যালয়ের নাম)
- Its situation (এর অবস্থান)
- Number of students (ছাত্রছাত্রীর সংখ্যা)
- Number of teachers (শিক্ষক-শিক্ষিকার সংখ্যা)
- Its look like (এর অবয়ব)
- Standard of education (শিক্ষার মান)
★★ Or, Write a paragraph about ‘Your School’. Answer the following questions in your paragraph. (‘তোমার বিদ্যালয়’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
(a) What is the name of your school? (তোমার বিদ্যালয়ের নাম কী?)
(b) Where is it situated? (এটি কোথায় অবস্থিত?)
(c) How many students are there in the school? (বিদ্যালয়ে কয়জন ছাত্রছাত্রী আছে?)
(d) How many teachers are there in the school? (বিদ্যালয়ে কয়জন শিক্ষক-শিক্ষিকা আছেন?)
(e) What is your school look like? (তোমার বিদ্যালয়টি দেখতে কেমন?)
(f) What do you like in your school? (তুমি তোমার বিদ্যালয়ের কী পছন্দ কর?)
(g) How is the standard of education of your school? (তোমার বিদ্যালয়ের পড়াশুনার মান কেমন?)
■ Our School (আমাদের বিদ্যালয়)
Ans. The name of our school is Sirajpur Govt. Primary School. There are five hundred students in the school. There are seven teachers in the school. Our school looks very beautiful. It has brick-walls with a tin-roof. I like the playground of our school. The standard of education of our school is satisfactory. Every year many students from our school get scholarship. Mr Masud Khan is our headmaster. He is a BA, B ED.
অনুবাদ : আমাদের বিদ্যালয়ের নাম সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পাঁচশ ছাত্র-ছাত্রী আছে। বিদ্যালয়ে সাতজন শিক্ষক-শিক্ষিকা আছেন। আমাদের বিদ্যালয়টি দেখতে বেশ সুন্দর। এর আছে ইটের দেয়াল এবং টিনের চালা। আমি আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি পছন্দ করি। আমাদের বিদ্যালয়ের পড়াশুনার মান সন্তোষজনক। প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী বৃত্তি পায়। জনাব মাসুদ খান আমাদের প্রধান শিক্ষক। তিনি একজন বিএ, বিএড।