সংজ্ঞা :- অল্প কথায় কোষের সকল কাজ নিয়ন্ত্রণকারী কেন্দ্রে অবস্থিত সুস্পষ্ট অঙ্গটি হলো নিউক্লিয়াস । একে এভাবেও বলা যায় যে, প্রতিটি জীবকোষের প্রোটোপ্লাজমে যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গটি বিদ্যমান তাকে কোষের নিউক্লিয়াস (Nucleous) বলে।
নিউক্লিয়াস এর চিত্র:-
নিউক্লিয়াসের গঠন :-
নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত।
⧉ অংশগুলো হলো:-
- (ক) নিউক্লিয়ার মেমব্রেন (Neucleor Membrane)
- (খ) নিউক্লিওপ্লাজম (Neucleoplasm)
- (গ) নিউক্লিওলাস (Neucleolus) এবং
- (ঘ) ক্রোমোসোম (Chromosome) ।
নিম্নে এদের গঠন ও কাজ বর্ণনা করা হলো :-
গঠন :-
- দ্বি-স্তর বিশিষ্ট কোষের স্বচ্ছ ঝিল্লীবৎ বহিরাবরণীই হলো নিউক্লিয়ার মেমব্রেন ।
- উপরের স্তরটি ছিদ্রযুক্ত এবং ভিতরের স্তরটি ছিদ্রবিহীন এবং
- রাসায়নিকভাবে ইহা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত ।
কাজ :-
১। এর প্রধান কাজ হচ্ছে সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকাকে পৃথক করা ও সংরক্ষণ করা ।
২। এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সাথে যুক্ত হয় নিউক্লিয়াস এর অবস্থানটিকে মজবুত করে।
আরও পড়ুন :– নিউক্লিওলাস সংজ্ঞা, গঠন, কাজ। নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য
(খ) নিউক্লিওপ্লাজম (Neucleoplasm)
গঠন :
১। রাসায়নিকভাবে ইহা প্রোটিন, নিউক্লিয়িক অ্যাসিড ও কিছু এনজাইম দিয়ে গঠিত ।
২। এরা নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস। নিউক্লিয়াস, নিউক্লিওলাস ও ক্রোমোসোম এতে অবস্থান করে।
কাজ :
১। ক্রোমোসোম ধারণ করা।
২। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করা।
৩। নিউক্লিয়াসের প্রয়োজনীয় এনজাইমের আধার হিসেবে কাজ করা।
(গ) নিউক্লিওলাস (Neucleolus)
গঠন :
১। নিউক্লিয়াসের মধ্যে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় নিউক্লিওলাস।
২। নিউক্লিওলাস সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা- (i) তন্তুময় (ii) দানাদার (iii) ম্যাট্রিক্স ।
৩। রাসায়নিকভাবে প্রোটিন, RNA এবং DNA দ্বারা গঠিত ।
কাজ :
১। এরা বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ করে।
2। বিভিন্ন সময়ে প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে থাকে।
(ঘ) ক্রোমোসোম : (Chromosome)
গঠন :
১। প্রত্যেক নিউক্লিয়াসেই সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে ।
২। প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমা, পেলিক্যাল, ধাত্র এবং কখনও স্যাটেলাইট ও গৌণকুঞ্জন থাকে । এবং
৩। রাসায়নিকভাবে ইহা DNA, RNA, হিস্টোন ও ননহিস্টোন প্রোটিন দ্বারা গঠিত ।
কাজ :
১। ক্রোমোসোম বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ ও বহন করে ।
২। DNA-এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে ।
৩। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে ।
আরও পড়ুন :- মাইটোকন্ড্রিয়া কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার, গঠন, কাজ,ও গুরুত্ব
নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণ কেন্দ্র বলা হয় ?
নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়। কারণ :-
১। ইহা কোষের যাবতীয় বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে।
২। এর অপসারণে কোষের মৃত্যু ঘটে ।
৩। ইহা কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করে ।
৪। নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোসোমের মাধ্যমেই জীবের বৈশিষ্ট্যাবলি বংশ পরস্পরায় সঞ্চারিত হয়। এ কারণেই নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়।
নিউক্লিয়াস এর কাজ :
- নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে কোষকে সজীব রাখে। এজন্য একে কোষের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করা হয়।
- এটি মাইটোসিস ও মিয়োসিস বিভাজনে সক্রিয় অংশগ্রহণ করে।
- জীবের বংশগতি নিয়ন্ত্রণ নিউক্লিয়াসের মাধ্যমেই ঘটে।
- এতে ক্রোমোসোম থাকে যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়।
- এরা RNA ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে।
FAQs
২। কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
উত্তরঃ লোহিত রক্তকণিকা।
৪। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তরঃ পেশি কোষে।
উত্তরঃ যে নিক্লিয়াসে উইকেরিওটিক নিউক্লিয়াসের মত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু তথা ক্রোমোজোম ও এতে পূর্ণাঙ্গ বেস জোড় থাকে তাকে সুগঠিত নিউক্লিয়াস বলে।