উপস্থাপনা : কুফর হচ্ছে ঈমানের বিপরীত। এটা মানুষকে তার মনুষ্যত্বের সীমারেখা থেকে হিংস্রতা, অকৃতজ্ঞতা ও জাহেলিয়াতের অন্ধকারে নিক্ষেপ করে। কুফর মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। আর সৃষ্টিকর্তাকে অস্বীকার করার মনোভাব সত্যিই ভ্রান্ত। মানুষ যেহেতু বিবেকসম্পন্ন প্রাণী, তাই তার মধ্যে এ গুণের সঞ্চার কাম্য নয়।
কুফর শব্দের আভিধানিক অর্থ :
الكفر শব্দটি বাবেنصر -এর মাসদার । যা ك -ف – ر এ মাদ্দাহ থেকে গৃহীত। জিনসে صحيح; এর আভিধানিক অর্থ হচ্ছে –
- ১. جحود الاحسان তথা অনুগ্রহের অস্বীকার করা।
- ২. جحود النعمه তথা নেয়ামতের অস্বীকার করা ।
- ৩. الستر তথা আবৃত করা ।
- ৪. التغطيه তথা ঢেকে ফেলা ।
- ৫. ستر الحق তথা সত্যকে গোপন করা ।
- ৬. الاختفاء তথা লুকিয়ে ফেলা।
- ৭. الظلمه তথা অন্ধকার।
- ৮. نقيض ألإيمان তথা ঈমানের বিপরীত।
- ৯. نقيض الشكر তথা কৃতজ্ঞতার বিপরীত।
- ১০. البغض তথা হিংসা।
- ১১. الانكار অস্বীকার করা।
- ১২. الاقتناع তথা বিরত থাকা ।
- ১৩. العصيان তথা অবাধ্যতা ইত্যাদি ।
সংজ্ঞা :- ইসলামি পরিভাষায় আল্লাহ পাকের অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে।
অনুরূপভাবে ইসলামের যেসব মূল বিষয়ের প্রতি বিশ্বাস করা একান্ত জরুরি সেগুলোকে অবিশ্বাস করাও কুফর।
আরও পড়ুন :- ঈমান কাকে বলে? ঈমান অর্থ কি? ঈমানের মূল বিষয় কয়টি ও কি কি
কুফর – এর প্রকারভেদ :
কুফর প্রথমত পাঁচ প্রকার। যথা-
অন্তর ও মৌখিক স্বীকৃতি উভয় দিক থেকে আল্লাহর একত্ববাদ ও রাসূলের রিসালাতের অস্বীকার করাকে كفر إنكار বলা হয়।
অন্তরে দৃঢ়বিশ্বাস থাকার পরও মৌখিকভাবে তাওহীদ ও রিসালাতের অস্বীকৃতি জ্ঞাপনকে كفر جحود বলা হয় ।
অন্তরের বিশ্বাস ও মৌখিক স্বীকৃতির পরও ব্যক্তিস্বার্থে বা অন্য কোনো কারণে তাওহীদ ও রিসালাতের অস্বীকৃতি জ্ঞাপন করাকে كفر عناد বলা হয়।
মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে অন্তরে অস্বীকৃতি জ্ঞাপন করাকে এ كفر نفاق বলা হয়।
ইসলামের মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করা থেকে নিজেকে বিরত রাখা।
স্বীকৃতি ও বাস্তবতার নিরিখে কুফর আবার দু’প্রকার। যথা-
যেমন তাওহীদ ও রিসালাতকে অস্বীকার করা। ধর্মত্যাগী এবং মিথ্যা নবুয়তের দাবিদারগণ এ প্রকারের অন্তর্ভুক্ত।
যেমন নামায না পড়া, যাকাত না দেয়া, রোযা না রাখা ইত্যাদি। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতে, এ জাতীয় কুফরী বিদ্রোহের শামিল। তবে এরা কাফের নয়; কিন্তু ইসলামের কোনো অকাট্য বিধান পালন না করার পাশাপাশি অস্বীকার করলে তারা কাফের হিসেবে সাব্যস্ত হবে।