মূলভাব : সভ্যতার উন্নতি ও অগ্রগতি মানুষের জীবনকে সহজসাধ্য করলেও স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাচ্ছন্দ্য বিনষ্ট করেছে।
সম্প্রসারিত ভাব : নগর সভ্যতার বিকাশে মানুষ হারিয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মানুষের জীবনে এসেছে অনাকাঙ্ক্ষিত জটিলতা। আজ মানুষ জয় করেছে সাগর, মাটি, আকাশ এমনকি মহাশূন্যও। মানুষ প্রকৃতিকে ইচ্ছেমতো ব্যবহার ও পরিবর্তন করে গড়ে তুলছে সভ্যতা । এজন্য মানুষ পাহাড় কেটে করছে সমতল ভূমি, জলাভূমিকে করছে ভরাট, বন উজাড় করে গড়ছে বসত, নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করেছে বাঁধ দিয়ে।
কিন্তু প্রকৃতির সম্পদকে এমনভাবে ব্যবহার করায় মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। জীব পরিবেশকে বিপন্ন করছে। দূষিত হচ্ছে বায়ু, মাটি, পানি। তবে সৌভাগ্যের কথা মানুষ এই সংকট সম্পর্ক সচেতন হয়ে উঠেছে। তাই প্রকৃতির সাথে বন্ধুত্বের পথ গড়ে তুলছে আজ মানুষ। বন ধ্বংসের পরিবর্তে বর্তমানে মানুষ বেশি বেশি বৃক্ষরোপণ করছে। মাটির কাছাকাছি জীবনে ফিরে যেতে আজ মানুষ ব্যাকুল হয়ে উঠেছে। কেননা মাটি ও পরিবেশই মানুষের মানসিক প্রশান্তির আশ্রয়স্থল ।
মন্তব্য: শহরের কৃত্রিমতা মানুষের স্বাভাবিক জীবনমান বিনষ্ট করেছে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় মানুষের উচিত প্রাকৃতিক সম্পদের সহায়ক ব্যবহারের মাধ্যমে জীব ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা।