মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ,হাড়,গ্রন্থি,অস্থি,পেশী,কোষ ইত্যাদি সমূহ

সর্বাপেক্ষা বড়/সর্বাপেক্ষা ছোট, সবচেয়ে বড়/সবচেয়ে ছোট বিষয়ের নাম
১। মানবদেহের সর্বাপেক্ষা বড় বা সনাল গ্রন্থি যকৃত (Liver)
২। মানবদেহের লসিকা তন্ত্রের সর্বাপেক্ষা বড় গ্রন্থি প্লীহা
৩। মানবদেহের সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড
৪। মানবদেহের সর্বাপেক্ষা ছোট গ্রন্থি পিটুইটারী গ্রন্থি
৫। মানবদেহের যকৃতের সবচেয়ে বড় খন্ড ডান খন্ড
৬। মানবদেহের সর্বাপেক্ষা বড়/দীর্ঘতম অস্থি ফিমার
৭। মানবদেহের দীর্ঘ ষষ্টির মতো অস্থি ফিবুলা
৮। মানবদেহের সর্বাপেক্ষা ছোট/ক্ষুদ্রতম অস্থি স্টেপিস
৯। মানবদেহের অস্থিতে সর্বাপেক্ষা বেশী পরিমাণে যে উপাদানটি থাকে ক্যালসিয়াম ফসফেট
১০। মানবদেহের বৃহত্তম অঙ্গতন্ত্র অন্তঃক্ষরা গ্রন্থি
১১। মানবদেহের সর্বাপেক্ষা কঠিনতম বস্তু দাঁতের এনামেল
১২। মানবদেহের একমাত্র নড়নক্ষম হাড়ের নাম ম্যান্ডিবল
১৩। মানবদেহের সর্বাপেক্ষা সুদৃঢ় কলা অস্থি
১৪। মানবদেহের দীর্ঘতম পেশী সারটোরিয়াস
১৫। মানবদেহের ক্ষুদ্রতম পেশী স্টেপিডিয়াস
১৬। মানবদেহে সবচেয়ে বেশী লিম্ফগ্রন্থি থাকে ঘাড়ে
১৭। মানবদেহের সর্বাপেক্ষা বড় স্নায়ু ট্রাইজেমিনাল
১৮। মানবদেহের সর্বাপেক্ষা ছোট স্নায় অলফ্যাক্টরী স্নায়ু
১৯। মানবদেহের সর্বাপেক্ষা বিস্তৃত স্নায়ু ভেগাস স্নায়ু
২০। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম
২০। মানুষের মস্তিস্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম
২১। মানবদেহের সর্বাপেক্ষা বড় কশেরুকা কটিদেশীয় কশেরুকা
২২। মানবদেহের সর্বাপেক্ষা সরল ও ক্ষুদ্র পশুকা ১১ ও ১২ তম পর্শুকা
২৩। মানুষের পশ্চাৎ মস্তিস্কের সবচেয়ে বড় অংশ সেরেবেলাম
২৪। মানবদেহের সর্বাপেক্ষা বেশী সচল বা সঞ্চালনক্ষম অস্থিসন্ধি সাইনোভিয়াল অস্থি সন্ধি/ গহ্বরযুক্ত সন্ধি
২৫। মানবদেহের নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন অংশ নিউক্লিওলাস
২৬। মানবদেহের সর্বাপেক্ষা বড় রক্ত কণিকা শ্বেত রক্তকণিকা
২৭। মানবদেহের সর্বাপেক্ষা বড় শ্বেত রক্ত কণিকা মনোসাইট
২৮। মানবদেহে সর্বাপেক্ষা রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে কম থাকে যাদের পূর্ণ বয়স্ক স্ত্রীলোক
২৯। মানবদেহের হাঁড়ের সবচেয়ে শক্ত ও কঠিন অংশ নিরেটঅস্থি
৩০। মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘতম কোষ স্নায়ু কোষ/নিউরন
৩১। স্ত্রীলোকের জরায়ুর সর্বাপেক্ষা বাইরের স্তর পেরিমেট্রিয়াম
৩২। স্ত্রীলোকের জরায়ুর সর্বাপেক্ষা ভিতরের স্তর এন্ডোমেট্রিয়াম
৩৩। মানুষের মস্তিস্কের সর্বাপেক্ষা বাইরের আবরণ ডুরা ম্যাটার
৩৪। মানুষের হৃৎপিন্ডের সর্বাপেক্ষা বাইরের আবরণ ফাইব্রাস পেরিকার্ডিয়াম
৩৫। মানুষের ধমনী বা শিরা সর্বাপেক্ষা বাইরের আবরণ টিউনিকা অ্যাডভেন্টিসিয়া
৩৬। মানুষের অক্ষিগোলকের সর্বাপেক্ষা বাইরের আবরণ স্কেরা (Sclera)
৩৭। পুরুষ মানুষের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন
৩৮। স্ত্রীলোকের/নারীর ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হরমোন ইস্ট্রোজেন

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!