হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

বিশেষ্য,বিশেষণ পদের উদাহরণ বাক্য। বিশেষ্য থেকে বিশেষণ তালিকা

সংজ্ঞা : যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যথা- মাহিন, মিনা, গরু, ছাগল, ঢাকা, কুমিল্লা, সমিতি, দল, সততা ইত্যাদি ।

বিশেষ্য পদের উদাহরণ বাক্য :

মাহিন ভালো ছেলে। গরু ঘাস খায়। বই নিয়ে পড়তে বস। ঢাকা বাংলাদেশের রাজধানী। মুসলমানেরা সাহসী জাতি। শুক্রবার স্কুল ছুটি। সততা একটি মহৎ গুণ ইত্যাদি।

সংজ্ঞা : যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন-ভালো, মন্দ, বড়, ছোট, সামান্য, কিছু, দুটি, তিনটি ইত্যাদি বিশেষণ পদ ৷

বিশেষণ পদের উদাহরণ বাক্য

মাহিন ভালো ছেলে (গুণ) ৷ মিনা খুব দুষ্ট মেয়ে (দোষ)৷ গাছে পাকা পাকা আম ঝুলছে (অবস্থা)। আমার দুটি জামা আছে (সংখ্যা)। পুকুরে অনেক মাছ আছে (পরিমাণ)।

আরও পড়ুন : বিশেষণ পদ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত

বিশেষ্য থেকে বিশেষণ তালিকা

বিশেষ্য বিশেষণ
অগ্নি আগ্নেয়
অরণ্য আরণ্য
অনুরাগ অনুরক্ত
অভ্যাস অভ্যস্ত
অনুমান অনুমিত
অধুনা আধুনিক
অভিশাপ অভিশপ্ত
অপসারণ অপসারিত
অধ্যাত্ম আধ্যাত্মিক
অবসান অবসিত
অবসাদ অবসন্ন
অভিধা অভিধেয়
অভিধান আভিধানিক
অভ্যন্তর অভধেয়/অভ্যন্তরস্থ
অঙ্গ আঙ্গিক
অণু আণবিক
অনুবাদ অনুবাদিত/অনূদিত
অর্থ আর্থিক
অবজ্ঞা অবজ্ঞেয়
অধ্যয়ন অধীত
অবশেষ অবশিষ্ট
অনাদর অনাদৃত
অভিষেক অভিষিক্ত
আদি আদিম
আক্রমণ আক্রান্ত
আদর আদরে/আদৃত
আঘাত আহত
আশ্রয় আশ্রিত
আতঙ্ক আতঙ্কিত
আহ্লাদ আহ্লাদিত
আহ্বান আহুত
আরোহণ আরূহ
আসক্তি আসক্ত
আহরণ আহূত
আনন্দ আনন্দিত
আমোদ আমোদিত
আসন আসীন
আশ্বাস আশ্বস্ত
আনুগত্য অনুগত
আভিজাত্য অভিজাত
আলোড়ন আলোড়িত
ইচ্ছা ঐচ্ছিক/ইচ্ছুক
ইতরামি ইতর
ইন্দ্রজাল ইন্দ্রজালিক/ঐন্দ্রজালিক
ঈশান ঈশানদার
ঈর্ষা ঈর্ষান্বিত
উক্তি উক্ত
উগ্রতা উগ্র
উচ্চতা উচ্চ
উচ্চারণ উচ্চারিত/উচ্চার্য
উচ্ছৃঙ্খলতা উচ্ছৃঙ্খল
উচ্ছেদ উচ্ছেদ্য/উচ্ছেদনীয়
উচ্ছ্বাস উচ্ছ্বাসিত
উজ্জ্বলতা উজ্জ্বল
উজ্জীবন উজ্জীবিত
উড্ডয়ন উড্ডীন/উড্ডীয়মান
উৎকণ্ঠা উৎকণ্ঠিত
উৎকর্ষ উৎকৃষ্ট
উত্তাপ উত্তপ্ত
উত্তোলন উত্তোলিত
উদ্বেগ উদ্বিগ্ন
উন্মাদ উন্মত্ত
উপকার উপকৃত
উল্লাস উল্লসিত
উদয় উদিত/উদীয়মান
উদ্ধৃতি উদ্ধৃত
উদ্যম উদ্যমী
উন্নয়ন উন্নীত
ঊর্ধ্ব ঊর্ধ্বতন
উপমা উপমেয়/উপমিত
ঋণী ঋণ
ঐতিহ্য ঐতিহ্যশালী
ঐশ্বর্য ঐশ্বর্যশালী/ঐশ্বরিক
ওষ্ঠ ওষ্ঠ্য
ঔজ্জ্বল্য উজ্জ্বল
ঔচিত্য উচিত
ঔৎসুক্য উৎসুক
ঔদার্য উদার
ঔদাসীন্য উদাসীন
ঔদ্ধত্য উদ্ধৃত
কণ্ঠ কণ্ঠ্য
কপটতা কপট
কামনা কাম্য
কার্পণ্য কৃপণ
কাজ কেজো
কায় কায়িক
কর্ম কর্মঠ
কুটিলতা কুটিল
কুঁড়েমি কুঁড়ে
কৈশোর কিশোর
কৃশতা কৃশ
কৌতূহল কৌতূহলী
ক্ষণ ক্ষণিক
ক্ষমা ক্ষমার্হ
ক্ষয় ক্ষয়ী/ক্ষয়িত
ক্ষিপ্রতা ক্ষিপ
ক্ষীণতা ক্ষীণ
ক্ষুধা ক্ষুধার্ত
ক্ষোভ ক্ষুব্ধ
খণ্ড খণ্ডিত
খেয়াল খেয়ালি
গাঁ গেঁয়ো
গ্রাম গ্রাম্য
গাছ গেছো
গো গব্য
গঙ্গা গাঙ্গেয়
গান গীত/গেয়
গৌরব গৌরবান্বিত
গ্রন্থ গ্রন্থিত
গ্রহণ গ্রাহ্য/গ্রহণীয়
গাম্ভীর্য গম্ভীর
গিরি গৈরিক
গুরুত্ব গ্রাহ্য
গৃহ গৃহী
ঘর ঘরোয়া
ঘনত্ব ঘন
ঘৃণা ঘৃণ্য
চন্দ্র চান্দ্র
চক্ষু চাক্ষুষ
চতুরতা চতুর
চরিত্র চারিত্রিক
চিত্র চিত্রিত
চিহ্ন চিহ্নিত
চোর চোরাই
ছেদ ছিন্ন
জন্তু জান্তব
জন্ম জাত
জয় জেয়/জিত
জল জলীয়
জাতি জাতীয়
জীবন জীবন্ত
জাঁক জাঁকালো
জটা জটিল
জ্ঞান জ্ঞানী
ঝগড়া ঝগড়াটে
ঝংকার ঝংকৃত
ঝড় ঝড়ো
ঝলক ঝলকিত
টাক টেকো
ডুব ডুবন্ত
ঢাকা ঢাকাই
তত্ত্ব তাত্ত্বিক
তর্ক তার্কিক
তালু তালব্য
ত্যাগ ত্যাজ্য
তারল্য তরল
তারুণ্য তরুণ
তিরস্কার তিরস্কৃত
তেজ তেজি/তেজস্বী
তিরোধান তিরোহিত
তরঙ্গ তরঙ্গিত
তামা তামাটে
দাঁত দাঁতাল/ঘেঁতো
দারিদ্র্য, দরিদ্রতা দরিদ্র
দাহ দগ্ধ/দাহ্য
দত্ত দন্ত্য
দিন দৈনিক
দরদ দরদি
দেব দৈব
দেশ দেশীয়
দেহ দৈহিক
দৈন্য, দীনতা দীন
দৈর্ঘ্য দীর্ঘ
দর্শন দার্শনিক
ধর্ম ধার্মিক
ধাতু ধাতব
ধ্যান ধ্যানী
ধূর্তামি ধূর্ত
ধৈর্য ধীর
ন্যায় ন্যায্য
নব নাব্য
নীতি নৈতিক
নিশা নৈশ
নাস্তিকতা নাস্তিক
নিদ্রা নিদ্রালু, নিদ্রিত
পরিবার পারিবারিক
পঙ্ক পঙ্কিল
পশম পশমি
পরাভব পরাভূত
পরিচয় পরিচিত
পার্থক্য পৃথক
পানি পানীয়
পাণ্ডিত্য পণ্ডিত
পাহাড় পাহাড়ি
পর্বত পার্বত্য
পশ্চাৎ পাশ্চাত্য
পাঠ পাঠ্য, পঠিত, পঠিতব্য
পাথর পাথুরে
পিতা পৈত্রিক
পিশাচ পৈশাচিক
পুর পৌর
পুষ্টি পুষ্টিকর
পুষ্প পুষ্পিত
পৃথিবী পার্থিব
প্রকৃতি প্রাকৃতিক/প্রাকৃত
প্রত্যহ প্রাত্যহিক
প্রজ্ঞা প্রাজ্ঞ
প্রমাণ প্রামাণ্য/প্রমাণিত
প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত
প্রত্যয় প্রতীত
প্রাচী প্রাচ্য
প্রাচুর্য প্রচুর
প্রসঙ্গ প্রাসঙ্গিক
ফেন ফেনিল
ফুল ফুলেল
ফল ফলবান/ফলিত
বন বন্য/বুনো
বরণ বরণীয়
বর্ষ বার্ষিক
বস্তু বাস্তব
বাঙ্ বাঙ্ময়
বায়ু বায়বীয়
ব্যাকরণ বৈয়াকরণ
বিদ্যা বিদ্বান
বিদ্যুৎ বৈদ্যুতিক
বিধান বিহিত, বিধেয়
বিধি বিধেয়
বসন্ত বাসন্তী
বিশ্বাস বিশ্বস্ত
বিলাত বিলাতি
বিষাদ বিষাদগ্রস্ত
বিপ্লব বিপ্লবী/বৈপ্লবিক
বিবাহ বৈবাহিক
বিশ্রাম বিশ্রান্ত
বীরত্ব, বীর্য বীর
বেহায়াপনা বেহায়া
বৈদগ্ধ বিদগ্ধ
বৈচিত্র্য বিচিত্র
বৈশিষ্ট্য বিশিষ্ট
ভঙ্গ ভঙ্গুর
ভূত ভৌতিক
ভেদ ভিন্ন
ভাত ভেতো
ভূগোল ভৌগোলিক
ভোগ ভোগ্য
ভীত ভয়
মঙ্গল মাঙ্গলিক
মন মরমি
মাঠ মেঠো
মাছ মেছো
মেয়ে মেয়েলি
মধু মধুর
মহত্ত্ব, মহিমা মহৎ
মাংস মাংসল
মাধুর্য, মধুরতা মধুর
মুখ মুখ্য, মুখর, মৌখিক
মূল মৌলিক
মোগল মোগলাই
মৃৎ মৃন্ময়
মৃদুতা মৃদু
মোহ মুগ্ধ
যন্ত্র যান্ত্রিক
যশ যশস্বী
রক্ত রক্তিম, রক্তাক্ত
রক্ষা রক্ষিত
রঞ্জন রঞ্জিত
রং রঙিন
রোগ রুগ্‌ণ
রেশম রেশমি
লক্ষণ লাক্ষণিক
লঘিমা লঘু, লঘিষ্ঠ
লবণ লবণাক্ত
লাবণ্য লাবণ্যময়
লালিমা লাল
লালন লালিত
লাভ লভ্য, লব্ধ
লাজ লাজুক
লোক লৌকিক
লোভ লুব্ধ
শব্দ শাব্দিক
শখ শৌখিন
শঙ্কা শঙ্কিত
শঠতা শঠ
শত্রু শত্রুঘ্ন
শহর শহুরে
শাস্ত্র শাস্ত্রীয়
শিক্ষা শিক্ষিত
শিল্প শৈল্পিক
শীতলতা শীতল
শোক শোকার্ত
শ্রদ্ধা শ্রদ্ধেয়
শ্রবণ শ্রাব্য, শ্রবণীয়, শ্রুত
শ্যামলিমা শ্যামল
সময় সাময়িক
সততা সৎ
সংখ্যা সাংখ্য
সংগ্রাম সংগ্রামী
সংবাদ সাংবাদিক
সমুদ্র সামুদ্রিক
সমগ্রতা সমগ্র, সামগ্রিক
সর্বাঙ্গ সর্বাঙ্গীণ
সন্ধ্যা সান্ধ্য
সামর্থ্য সমর্থ
স্বাস্থ্য সুস্থ
স্ত্রী স্ত্রৈণ
সুতো সুতি
সৌজন্য সুজন
সৌন্দর্য সুন্দর
স্থৈর্য স্থির
সূর্য সৌর
সৌষ্ঠব সুষ্ঠু
হত্যা হস্তা, হত
হেমন্ত হৈমন্ত, হৈমন্তিক

Leave a Comment

error: Content is protected !!