বিশেষ্য,বিশেষণ পদের উদাহরণ বাক্য। বিশেষ্য থেকে বিশেষণ তালিকা

সংজ্ঞা : যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যথা- মাহিন, মিনা, গরু, ছাগল, ঢাকা, কুমিল্লা, সমিতি, দল, সততা ইত্যাদি ।

বিশেষ্য পদের উদাহরণ বাক্য :

মাহিন ভালো ছেলে। গরু ঘাস খায়। বই নিয়ে পড়তে বস। ঢাকা বাংলাদেশের রাজধানী। মুসলমানেরা সাহসী জাতি। শুক্রবার স্কুল ছুটি। সততা একটি মহৎ গুণ ইত্যাদি।

সংজ্ঞা : যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন-ভালো, মন্দ, বড়, ছোট, সামান্য, কিছু, দুটি, তিনটি ইত্যাদি বিশেষণ পদ ৷

বিশেষণ পদের উদাহরণ বাক্য

মাহিন ভালো ছেলে (গুণ) ৷ মিনা খুব দুষ্ট মেয়ে (দোষ)৷ গাছে পাকা পাকা আম ঝুলছে (অবস্থা)। আমার দুটি জামা আছে (সংখ্যা)। পুকুরে অনেক মাছ আছে (পরিমাণ)।

আরও পড়ুন : বিশেষণ পদ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত

বিশেষ্য থেকে বিশেষণ তালিকা

বিশেষ্যবিশেষণ
অগ্নিআগ্নেয়
অরণ্যআরণ্য
অনুরাগঅনুরক্ত
অভ্যাসঅভ্যস্ত
অনুমানঅনুমিত
অধুনাআধুনিক
অভিশাপঅভিশপ্ত
অপসারণঅপসারিত
অধ্যাত্মআধ্যাত্মিক
অবসানঅবসিত
অবসাদঅবসন্ন
অভিধাঅভিধেয়
অভিধানআভিধানিক
অভ্যন্তরঅভধেয়/অভ্যন্তরস্থ
অঙ্গআঙ্গিক
অণুআণবিক
অনুবাদঅনুবাদিত/অনূদিত
অর্থআর্থিক
অবজ্ঞাঅবজ্ঞেয়
অধ্যয়নঅধীত
অবশেষঅবশিষ্ট
অনাদরঅনাদৃত
অভিষেকঅভিষিক্ত
আদিআদিম
আক্রমণআক্রান্ত
আদরআদরে/আদৃত
আঘাতআহত
আশ্রয়আশ্রিত
আতঙ্কআতঙ্কিত
আহ্লাদআহ্লাদিত
আহ্বানআহুত
আরোহণআরূহ
আসক্তিআসক্ত
আহরণআহূত
আনন্দআনন্দিত
আমোদআমোদিত
আসনআসীন
আশ্বাসআশ্বস্ত
আনুগত্যঅনুগত
আভিজাত্যঅভিজাত
আলোড়নআলোড়িত
ইচ্ছাঐচ্ছিক/ইচ্ছুক
ইতরামিইতর
ইন্দ্রজালইন্দ্রজালিক/ঐন্দ্রজালিক
ঈশানঈশানদার
ঈর্ষাঈর্ষান্বিত
উক্তিউক্ত
উগ্রতাউগ্র
উচ্চতাউচ্চ
উচ্চারণউচ্চারিত/উচ্চার্য
উচ্ছৃঙ্খলতাউচ্ছৃঙ্খল
উচ্ছেদউচ্ছেদ্য/উচ্ছেদনীয়
উচ্ছ্বাসউচ্ছ্বাসিত
উজ্জ্বলতাউজ্জ্বল
উজ্জীবনউজ্জীবিত
উড্ডয়নউড্ডীন/উড্ডীয়মান
উৎকণ্ঠাউৎকণ্ঠিত
উৎকর্ষউৎকৃষ্ট
উত্তাপউত্তপ্ত
উত্তোলনউত্তোলিত
উদ্বেগউদ্বিগ্ন
উন্মাদউন্মত্ত
উপকারউপকৃত
উল্লাসউল্লসিত
উদয়উদিত/উদীয়মান
উদ্ধৃতিউদ্ধৃত
উদ্যমউদ্যমী
উন্নয়নউন্নীত
ঊর্ধ্বঊর্ধ্বতন
উপমাউপমেয়/উপমিত
ঋণীঋণ
ঐতিহ্যঐতিহ্যশালী
ঐশ্বর্যঐশ্বর্যশালী/ঐশ্বরিক
ওষ্ঠওষ্ঠ্য
ঔজ্জ্বল্যউজ্জ্বল
ঔচিত্যউচিত
ঔৎসুক্যউৎসুক
ঔদার্যউদার
ঔদাসীন্যউদাসীন
ঔদ্ধত্যউদ্ধৃত
কণ্ঠকণ্ঠ্য
কপটতাকপট
কামনাকাম্য
কার্পণ্যকৃপণ
কাজকেজো
কায়কায়িক
কর্মকর্মঠ
কুটিলতাকুটিল
কুঁড়েমিকুঁড়ে
কৈশোরকিশোর
কৃশতাকৃশ
কৌতূহলকৌতূহলী
ক্ষণক্ষণিক
ক্ষমাক্ষমার্হ
ক্ষয়ক্ষয়ী/ক্ষয়িত
ক্ষিপ্রতাক্ষিপ
ক্ষীণতাক্ষীণ
ক্ষুধাক্ষুধার্ত
ক্ষোভক্ষুব্ধ
খণ্ডখণ্ডিত
খেয়ালখেয়ালি
গাঁগেঁয়ো
গ্রামগ্রাম্য
গাছগেছো
গোগব্য
গঙ্গাগাঙ্গেয়
গানগীত/গেয়
গৌরবগৌরবান্বিত
গ্রন্থগ্রন্থিত
গ্রহণগ্রাহ্য/গ্রহণীয়
গাম্ভীর্যগম্ভীর
গিরিগৈরিক
গুরুত্বগ্রাহ্য
গৃহগৃহী
ঘরঘরোয়া
ঘনত্বঘন
ঘৃণাঘৃণ্য
চন্দ্র চান্দ্র
চক্ষুচাক্ষুষ
চতুরতাচতুর
চরিত্রচারিত্রিক
চিত্রচিত্রিত
চিহ্নচিহ্নিত
চোরচোরাই
ছেদছিন্ন
জন্তুজান্তব
জন্মজাত
জয়জেয়/জিত
জলজলীয়
জাতিজাতীয়
জীবনজীবন্ত
জাঁকজাঁকালো
জটাজটিল
জ্ঞানজ্ঞানী
ঝগড়াঝগড়াটে
ঝংকারঝংকৃত
ঝড়ঝড়ো
ঝলকঝলকিত
টাকটেকো
ডুবডুবন্ত
ঢাকাঢাকাই
তত্ত্বতাত্ত্বিক
তর্কতার্কিক
তালুতালব্য
ত্যাগত্যাজ্য
তারল্যতরল
তারুণ্যতরুণ
তিরস্কারতিরস্কৃত
তেজতেজি/তেজস্বী
তিরোধানতিরোহিত
তরঙ্গতরঙ্গিত
তামাতামাটে
দাঁতদাঁতাল/ঘেঁতো
দারিদ্র্য, দরিদ্রতাদরিদ্র
দাহদগ্ধ/দাহ্য
দত্ত দন্ত্য
দিনদৈনিক
দরদদরদি
দেবদৈব
দেশদেশীয়
দেহদৈহিক
দৈন্য, দীনতাদীন
দৈর্ঘ্যদীর্ঘ
দর্শনদার্শনিক
ধর্মধার্মিক
ধাতুধাতব
ধ্যানধ্যানী
ধূর্তামিধূর্ত
ধৈর্যধীর
ন্যায়ন্যায্য
নবনাব্য
নীতিনৈতিক
নিশানৈশ
নাস্তিকতানাস্তিক
নিদ্রানিদ্রালু, নিদ্রিত
পরিবারপারিবারিক
পঙ্কপঙ্কিল
পশমপশমি
পরাভবপরাভূত
পরিচয়পরিচিত
পার্থক্যপৃথক
পানিপানীয়
পাণ্ডিত্যপণ্ডিত
পাহাড়পাহাড়ি
পর্বতপার্বত্য
পশ্চাৎপাশ্চাত্য
পাঠপাঠ্য, পঠিত, পঠিতব্য
পাথরপাথুরে
পিতাপৈত্রিক
পিশাচপৈশাচিক
পুরপৌর
পুষ্টিপুষ্টিকর
পুষ্পপুষ্পিত
পৃথিবীপার্থিব
প্রকৃতিপ্রাকৃতিক/প্রাকৃত
প্রত্যহপ্রাত্যহিক
প্রজ্ঞাপ্রাজ্ঞ
প্রমাণপ্রামাণ্য/প্রমাণিত
প্রতিষ্ঠাপ্রতিষ্ঠিত
প্রত্যয়প্রতীত
প্রাচীপ্রাচ্য
প্রাচুর্যপ্রচুর
প্রসঙ্গপ্রাসঙ্গিক
ফেনফেনিল
ফুলফুলেল
ফলফলবান/ফলিত
বনবন্য/বুনো
বরণবরণীয়
বর্ষবার্ষিক
বস্তুবাস্তব
বাঙ্বাঙ্ময়
বায়ুবায়বীয়
ব্যাকরণবৈয়াকরণ
বিদ্যাবিদ্বান
বিদ্যুৎবৈদ্যুতিক
বিধানবিহিত, বিধেয়
বিধিবিধেয়
বসন্তবাসন্তী
বিশ্বাসবিশ্বস্ত
বিলাতবিলাতি
বিষাদবিষাদগ্রস্ত
বিপ্লববিপ্লবী/বৈপ্লবিক
বিবাহবৈবাহিক
বিশ্রামবিশ্রান্ত
বীরত্ব, বীর্যবীর
বেহায়াপনাবেহায়া
বৈদগ্ধবিদগ্ধ
বৈচিত্র্যবিচিত্র
বৈশিষ্ট্যবিশিষ্ট
ভঙ্গভঙ্গুর
ভূতভৌতিক
ভেদভিন্ন
ভাতভেতো
ভূগোলভৌগোলিক
ভোগভোগ্য
ভীতভয়
মঙ্গলমাঙ্গলিক
মনমরমি
মাঠমেঠো
মাছমেছো
মেয়েমেয়েলি
মধুমধুর
মহত্ত্ব, মহিমামহৎ
মাংসমাংসল
মাধুর্য, মধুরতামধুর
মুখমুখ্য, মুখর, মৌখিক
মূলমৌলিক
মোগলমোগলাই
মৃৎমৃন্ময়
মৃদুতামৃদু
মোহমুগ্ধ
যন্ত্রযান্ত্রিক
যশযশস্বী
রক্তরক্তিম, রক্তাক্ত
রক্ষারক্ষিত
রঞ্জনরঞ্জিত
রংরঙিন
রোগরুগ্‌ণ
রেশমরেশমি
লক্ষণলাক্ষণিক
লঘিমালঘু, লঘিষ্ঠ
লবণলবণাক্ত
লাবণ্যলাবণ্যময়
লালিমালাল
লালনলালিত
লাভলভ্য, লব্ধ
লাজলাজুক
লোকলৌকিক
লোভলুব্ধ
শব্দশাব্দিক
শখশৌখিন
শঙ্কাশঙ্কিত
শঠতাশঠ
শত্রুশত্রুঘ্ন
শহরশহুরে
শাস্ত্রশাস্ত্রীয়
শিক্ষাশিক্ষিত
শিল্পশৈল্পিক
শীতলতাশীতল
শোকশোকার্ত
শ্রদ্ধাশ্রদ্ধেয়
শ্রবণশ্রাব্য, শ্রবণীয়, শ্রুত
শ্যামলিমাশ্যামল
সময়সাময়িক
সময়সাময়িক
সততাসৎ
সংখ্যাসাংখ্য
সংগ্রামসংগ্রামী
সংবাদসাংবাদিক
সমুদ্রসামুদ্রিক
সমগ্রতাসমগ্র, সামগ্রিক
সর্বাঙ্গসর্বাঙ্গীণ
সন্ধ্যাসান্ধ্য
সামর্থ্যসমর্থ
স্বাস্থ্যসুস্থ
স্ত্রীস্ত্রৈণ
সুতোসুতি
সৌজন্যসুজন
সৌন্দর্যসুন্দর
স্থৈর্যস্থির
সূর্যসৌর
সৌষ্ঠবসুষ্ঠু
হত্যাহস্তা, হত
হেমন্ত হৈমন্ত, হৈমন্তিক

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment