My reading room paragraph (Class 3 – 10) বাংলা অর্থ সহ

My Reading Room (আমার পড়ার ঘর)

I am a student. So, I have a reading room. My reading room is small but nice. It is in the south and east corner of our house. My reading room has one door and two windows. There are also two chairs, a table, a bookshelf, an almirah and a small bed. I put my books and my Quran in the bookshelf and pens in the drawer of the table. I keep a calendar and my routine on the wall in front of my table. It is a fine picture calendar. I enjoy sound sleep when I go to bed at night after completing my daily study. I have decorated my reading room nicely. I feel proud to have a fine reading room.

অনুবাদ : আমি একজন ছাত্র। তাই আমার একটি পাঠকক্ষ রয়েছে। আমার পাঠকক্ষটি ছোট কিন্তু সুন্দর। এটি আমাদের বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। আমার পাঠকক্ষে একটি দরজা এবং দুটি জানালা রয়েছে । সেখানে আরো রয়েছে দুটি চেয়ার, একটি টেবিল, একটি বুকসেলফ, একটি আলমারি এবং একটি ছোট বিছানা। আমি আমার বইপত্র, কুরআন বুকসেলফে এবং কলমসমূহ টেবিলের ড্রয়ারে রাখি। আমার টেবিলের সামনের দেয়ালে দেয়ালপঞ্জিকা এবং পড়ার রুটিন রাখি। এটি একটি সুন্দর, ছবিওয়ালা দেয়ালপঞ্জিকা। আমি প্রতিদিনের পড়া শেষে রাতে ঘুমাতে গিয়ে সুনিদ্রা উপভোগ করি। আমি সুন্দরভাবে আমার পাঠকক্ষটি সাজিয়েছি। আমি আমার সুন্দর পাঠকক্ষটির জন্য গর্বিত ।

See More : our classroom paragraph for (class 3 – 10 )

Write a paragraph about your reading room. Your paragraph should include the answers to the following questions. (তোমার পড়ার ঘর সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে।)

(a) What is the location of your reading room in your house? (তোমার পড়ার কক্ষটির অবস্থান কি?)

(b) What is the size of the room? (কক্ষটির আকার কি?)

(c) What furniture do you have in your reading room? (তোমার পাঠকক্ষে কি কি আসবাবপত্র আছে?)

(d) Describe the environment of your reading room. (তোমার পাঠকক্ষের পরিবেশ বর্ণনা কর ।)

(e) What is your feeling about your reading room? (পাঠকক্ষ সম্পর্কে তোমার অনুভূতি কি?)

(f) Do you keep it neat and clean? (তুমি কি তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখ?)

My Reading Room (আমার পাঠকক্ষ)

I am a student. So I have a reading room. It is small but very nice. It faces to the south. It has two doors and four windows. So plenty of light and air can easily enter into the room. It is an well furnished room. It has a table, two chairs and a book-shelf. I sit on the chair and keep my books on the table. Most of the books are kept on the shelf. I also have a fan and a table clock in my reading room. Additionally, I keep a desk diary and follow my daily routine. My class routing and a nice calendar are hanged on the wall before me. A flower garden is situated in front of my reading room. It adds the beauty of the room. When I enter into the room. I feel really happy for it. I alsways keep it neat and clean.

অনুবাদ : আমি একজন ছাত্র। তাই আমার একটি পাঠকক্ষ আছে। এটি ছোট কিন্তু খুব সুন্দর। এটি দক্ষিণমুখী। এর দুটি দরজা এবং চারটি জানালা আছে। তাই পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস সহজেই কক্ষে প্রবেশ করতে পারে। এটি একটি সুসজ্জিত কক্ষ। এতে একটি চেবিল, দুটি চেয়ার এবং একটি বইরে তাক রয়েছে। আমি চেয়ারে বসি এবং চেবিলের উপর বইপত্র রাখি। অধিকাংশই বই সেলফের উপর রাখা হয়। আমার পাঠ কক্ষে একটি পাখা ও টেবিল ঘড়িও আছে। আমি একটি ডেক্স ডায়েরীও রাখি এবং দৈনিক রুটিন মেনে চলি । আমার ক্লাস রুটিন এবং একটি সুন্দর পঞ্জিকা আমার সম্মুখে দেয়ালে ঝুলানো আছে। আমার পাঠকক্ষের সামনে একটি ফুলের বাগান আছে। এটি কক্ষের সৌন্দর্য বর্ধন করে। আমি যখন কক্ষে প্রবেশ করি, এর জন্য সত্যিই সুখানুভব করি। আমি সর্বদা এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

See More : My first day at a new school paragraph for class 6, 7, 8, 9, 10

Write a paragraph in about 100-125 words abo ut ‘Your Reading Room’ with the help of the following questions.

a. Where is your reading room? (তোমার পড়ার কক্ষ কোথায়?)

b. How many doors and windows are there in your reading room? (তোমার পড়ার কক্ষে কয়টি দরজা ও জানালা আছে?)

C. How have you furnished your reading room? ( কিভাবে তুমি তোমার পড়ার কক্ষ সাজিয়েছ?)

d. What are there beside your reading room? ( তোমার পড়ার কক্ষের পাশে কী আছে?)

e. How do you feel in your reading room? ( তুমি তোমার পড়ার পক্ষে কেমন বোধ কর?)

My Reading Room (আমার পড়ার কক্ষ)

Every student should have a nicely decorated reading room. I am a student. I have my own reading room. It is in the south east corner of our home. It faces the south. The room is spacious. It is fifteen feet long and twelve feet broad. My reading room is well ventilated having two doors and four windows. It gets sufficient air and light. There is a spacious veranda in front of my reading room. There is a flower garden beside it. The flower garden add extra beauty to my reading room. The room is well-furnished. I always keep my pen, pencils, books, instrument boxes and other necessary articles in an orderly fashion. There is a bookshelf to keep my books. There is an alarming time piece on my table. I have a table fan and a table lamp. Whenever I enter my reading room, I feel comfort and relief. I have decorated it with some painting and calendars. If my friends come to my reading room they praise it. I take great pride in my reading room.

অনুবাদ : প্রতিটি ছাত্রেরই সুসজ্জিত পড়ার কক্ষ থাকা উচিত। আমি একজন ছাত্র। আমার নিজের একটি পড়ার কক্ষ আছে। আমাদের ঘরে দক্ষিণ পূর্ব কোণায় এটি অবস্থিত। এটা দক্ষিণমুখী। কক্ষটি বড়। এটি ১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্ত। আমার কক্ষটিতে বায়ু চলাচলের পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যাতে দুটি দরজা ও চারটি জানালা আছে। এতে পর্যাপ্ত আলো ও বাতাস আছে। পড়ার কক্ষের সামনে একটি বড় বারান্দা আছে। পাশে একটি ফুলের বাগানও আছে। ফুলের বাগানটি আমার কক্ষের সৌন্দর্য বৃদ্ধি করেছে। কক্ষটি সুন্দরভাবে গোছানো আছে। আমি সর্বদা আমার বই, খাতা, কলম ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখি। বই রাখার জন্য একটি বুকসেলফ আছে। এছাড়া টেবিলের উপর একটি এলার্ম ঘড়ি আছে। একটি টেবিল ফ্যান ও বাতি আছে। যখনই আমি আমার পড়ার টেবিলে প্রবেশ করি তখনই আমি আরামবোধ করি। কিছু সুন্দর ছবি ও ক্যালেন্ডার দিয়ে আমি আমার কক্ষটি সাজিয়েছি। যদি আমার বন্ধুরা আমার পড়ার কক্ষে আসে তাহলে তারা খুব প্রশংসা করে। আমি আমার পড়ার কক্ষ নিয়ে অত্যন্ত গর্বিত ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!