Our Classroom (আমাদের শ্রেণিকক্ষ)
A class room is a room where classes are held for teaching the students. I am a student. I read in class five in a Forkania Madrasah. Our classroom is very nice. It is well decorated. There are two doors and four windows in the classroom. There are forty benches divided into two rows. We sit on these benches. There is a chair for the teacher. There is a table in front of the teacher’s chair. There is a blackboard behind the teacher’s chair.
অনুবাদ : শ্রেণিকক্ষ হচ্ছে এমন একটি কক্ষ যেখানে ছাত্রদের পাঠদানের জন্য ক্লাস নেওয়া হয়। আমি একজন ছাত্র। আমি একটি ফোরকানিয়া মাদরাসায় ৫ম শ্রেণিতে পড়ি। আমাদের শ্রেণিকক্ষ খুব সুন্দর। এটি সুসজ্জিত। শ্রেণিকক্ষে দুটি দরজা এবং চারটি জানালা আছে । দুই সারিতে চল্লিশটি বেঞ্চ রয়েছে। আমরা এসব বেঞ্চে বসি। শিক্ষকদের জন্য একটি চেয়ার আছে। শিক্ষকের চেয়ারের সামনে একটি টেবিল আছে। শিক্ষকের চেয়ারের পেছনে একটি ব্ল্যাকবোর্ড আছে।
Write a paragraph on ‘Your Classroom’ by answering the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ‘তোমার শ্রেণিকক্ষ’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।)
(a) What is a classroom? (শ্রেণিকক্ষ কি?)
(b) How is your classroom? (তোমার শ্রেণীকক্ষ কেমন?)
(c) How many students can sit in your classroom? (তোমার শ্রেণিকক্ষে কতজন ছাত্রছাত্রী বসতে পারে?
(d) What things are there in your classroom? (তোমার শ্রেণিকক্ষে কি কি জিনিস আছে?)
(e) How do you feel in your classroom? (শ্রেণিকক্ষে তুমি কেমন বোধ কর?)
MY CLASSROOM (আমার শ্রেণিকক্ষ)
The room used to hold classes is called a classroom. My classroom is located on the second floor of our school. It is a big room. Almost sixty students can sit there at a time. It has two wide doors and four windows in our classroom. So it is well ventilated (আলো-বাতাস চলাচল উপযোগী). There are thirty desks in three rows in my classroom. Two persons sit in a desk. There is enough space between rows of seats. There are four fans, four tube-lights, a black board in the classroom. There is also a raised platform with a chair and a table for the teacher. All these things make my classroom excellent. I feel comfortable (আরামদায়ক) in my class room.