The Mango (আম)
The mango is a tasteful fruit. It grows in hot countries. It does not grow in cold countries. It grows in plenty in our country. Many fruits grow in our country. But no fruit is so good as the mango. There are various shapes, colours and names of mangoes. Among them Fazli, Langra, Himsagor, Gopalbhog are mentionable. Ripe mangoes are juicy and very tasteful.
অনুবাদ : আম একটি সুস্বাদু ফল। এটি গ্রীষ্মপ্রধান দেশে জন্মে। এটি শীতপ্রধান দেশে জন্মে না। আমাদের দেশে এটি প্রচুর পরিমাণে জন্মে। আমাদের দেশে অনেক ফলই জন্মে থাকে। কিন্তু কোনো ফলই আমের মতো এত ভালো নয়। বিভিন্ন আকার, রং এবং নামের আম রয়েছে। এদের মধ্যে ফজলী, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ উল্লেখযোগ্য। পাকা আম রসালো এবং সুস্বাদু।