Paragraph Myself For Class 3,4,5(বাংলা অর্থ সহ)- Very Easy

★★ Write a paragraph about ‘Yourself. the following things in your paragraph. (‘তোমার নিজের’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর ) ।

  • Your name  (তোমার নাম) 
  • Your age  (তোমার বয়স)
  • The class you read in  (যে শ্রেণিতে তুমি পড়) 
  • Profession of your parents  (তোমার পিতামাতার পেশা) 
  • The number of your brother and sister  (তোমার ভাইবোনের সংখ্যা) 
  • Your friends  (তোমার বন্ধু-বান্ধব)
  • The pet you have  (তোমার পোষা প্রাণী)

Or, Write a paragraph about ‘Yourself’, Answer the following questions in your paragraph. (‘তোমার নিজের’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।) 

(a) What is your name? (তোমার নাম কী?)

(b) How old are you? (তোমার বয়স কত?)

(c) What class do you read in? (তুমি কোন শ্রেণিতে পড়?)

(d) What is your father? (তোমার পিতা কী করেন?)

(e) What is your mother? (তোমার মা কী করেন?) 

(f) How many sisters and brothers  do you have? (তোমার ভাই বোন কতজন আছে?)

(g) Do you have friends? (তোমার কি কোনো বন্ধু- বান্ধব আছে?)

(h) What do you do at leisure? (তুমি অবসর সময়ে কী কর?)

(i) Do you have any pet? (তোমার কি কোনো পোষা প্রাণী আছে?)

■ Myself (আমি নিজে)

Ans. I am Rafi. I am nine years old. I read in class four. My father is a doctor. My mother is a teacher. I have one brother and one sister. They both go to school. I have some friends. I like them very much. We play together at tiffin time. I have a pet. It is a cat. Its name is ‘Sundori’. She loves fish and milk.

অনুবাদ : আমি রাফি। আমার বয়স নয় বছর। আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। আমার বাবা একজন ডাক্তার। আমার মা একজন শিক্ষিকা। আমার একটি ভাই ও একটি বোন আছে। তারা উভয়েই বিদ্যালয়ে যায়। আমার কিছু বন্ধু-বান্ধব আছে। আমি তাদেরকে খুব ভালোবাসি। আমরা অবসরে এক সাথে খেলাধুলা করি। আমার একটি পোষা প্রাণী আছে। এটি একটি বিড়াল। এর নাম ‘সুন্দরী’। এটি মাছ এবং দুধ পছন্দ করে ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!