আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্যে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করি । এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জন কিংবা কখনো বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয় । সাধারণত কোনো সামাজিক, রাজনীতিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের প্রাক্কালে এসব পত্র রচনা করা হয় । এখান থেকে আমরা শিখবো নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা।
সংজ্ঞা : কোন বিশেষ অনুষ্ঠানে কাউকে উপস্থিত হবার জন্য তাকে অনুরোধ জানিয়ে পত্রের মাধ্যমে যে নিমন্ত্রণ করা হয় তাকে নিমন্ত্রণপত্র বলে।
নিমন্ত্রণ পত্রের প্রকারভেদ :
আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র বিভিন্ন ধরনের হতে পারে। যেমন : বিয়ে, জন্মদিন, পহেলা বৈশাখ, বর্ষবরণ, সাহিত্যসভা, সাংস্কৃতিক, সপ্তাহ, শিক্ষাসপ্তাহ, বইমেলা, কুলখানি, রবীন্দ্র-নজরুল জয়ন্তী, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, বার্ষিক ক্রীড়া, শোকসভা, নাগরিক সংবর্ধনা, সুবর্ণজয়ন্তী, নাট্য উৎসব, লোকউৎসব, সাংস্কৃতিক উৎসব ইত্যাদি নানা উপলক্ষে।
নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম :
নিমন্ত্রণপত্র লিখতে গেলে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে :
১। নিমন্ত্রণপত্রে পত্রপ্রাপকের উদ্দেশে কোনো বিশেষ অনুষ্ঠানের মূল তথ্য জানিয়ে আমন্ত্রণ করা হয় বলে এ ধরনের চিঠির আকার হবে সংক্ষিপ্ত।
২। প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ এ ধরনের চিঠিতে নেই। তাই সর্বক্ষেত্রে বাহুল্য বর্জনীয়।
৩। নিমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিষয় বা কী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের দিন, তারিখ, স্থান উল্লেখ থাকতে হবে।
৪। নিমন্ত্রণপত্র রচনার সময় ভাষা ব্যবহারের দিকে লক্ষ রাখতে হবে। সহজ-সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করাই উত্তম। ভাষা হবে মার্জিত এবং আবেদন হবে বিনীত।
৫। নিমন্ত্রণপত্রে অনুষ্ঠানসূচি সন্নিবেশিত করতে হবে। চিঠিতে যে ঠিকানা বা স্থানের কথা উল্লেখ থাকবে তা যেন নিমন্ত্রিত ব্যক্তি সহজেই চিনতে পারেন সেদিকে লক্ষ রাখতে হবে।
আরো পড়ুন : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র ও আমন্ত্রণপত্র
নিমন্ত্রণ পত্র নমুনা :
একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র
সুধী,
আসছে একুশে ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় আমাদের বিদ্যালয়ে মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস)উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করি ।
নিবেদক
সিলোনীয়া উচ্চ বিদ্যালয়
আবু মানজির
সাহিত্য সম্পাদক
ছাত্র সংসদ।
তারিখ : ……..
বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত দিয়ে একটি নিমন্ত্রণপত্র
ক্রীড়ানুষ্ঠানে যোগদানের দাওয়াত পত্র ।
সুধী,
আগামী ০৫/০৭/…. রোজ …. সকাল ৯ টায় শম্ভুপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এতে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
বিনীত
প্রিন্সিপাল ও সভাপতি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি
শম্ভুপুর উচ্চ বিদ্যালয়
ভৈরব, কিশোরগঞ্জ
তারিখ : ……..
অনুষ্ঠানসূচি :
১. উদ্বোধনী অনুষ্ঠান : সকাল ৯.০০ মিনিট
২. ক্রীড়া প্রতিযোগিতা : সকাল ৯.৩০ মিনিট
৩. পুরস্কার বিতরণ : বিকাল ৩.০০ মিনিট
৪. প্রধান অতিথির ভাষণ : বিকাল ৩.৩০ মিনিট
৫. সভাপতির ভাষণ : বিকাল ৩.৪৫ মিনিট
আরো পড়ুন : সরস্বতী পূজা উপলক্ষ্যে নিমন্ত্রণপত্র (২টি)
জনসভায় শরীক হওয়ার অনুরোধ জানিয়ে একটি নিমন্ত্রণপত্র
সুধি,
আসছে শনিবার একুশে ফেব্রুয়ারি…. বিকাল ৪টায় বাংলাদেশ ….. উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি, বেকার সমস্যা, ভাত-কাপড়ের সমস্যা ইত্যাদি ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে আজ জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। এ অবস্থায় আর বসে থাকা যায় না।
অতএব, দলে দলে উক্ত সভায় যোগ দিন এবং মৌলিক চাহিদা পূরণের নিমিত্ত বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ।
নিবেদক
আবু হোসেন
আহ্বায়ক
তারিখ : …..
নজরুল জয়ন্তী’ উদযাপন উপলক্ষ্যে নিমন্ত্রণপত্র
সুধী,
আস্সালামু আলাইকুম । আগামী …….ইং……….. বাংলা রোজ…………. সকাল ৮ ঘটিকার সময় আমাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ আলোচনা অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান অধ্যক্ষ মহোদয় অতিথির আসন অলংকৃত করবেন। আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি ।
আরয-গুজার
মুহাম্মদ সফি উল্যা
সহ-সভাপতি
ছাত্র সংসদ
তারিখ : ৫-৬-২০…… ইং
অনুষ্ঠানসূচি :
১. পবিত্র কুরআন তিলাওয়াত : ৮.০০ মিনিট
২. কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য সম্পর্কে আলোচনা : ৮.১০ মিনিট
৩. কাজী নজরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি : ৯.১০ মিনিট
৪. সভাপতি ও প্রধান অতিথির ভাষণ : ৯.৩০ মিনিট
৫. দু’আ ও মুনাজাত : ১০.৩০ মিনিট
৬. আপ্যায়ন : ১০.৪০ মিনিট
আরো পড়ুন : রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র (২টি)
বিদ্যালয় বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
জনাব,
আসসালামু আলাইকুম,
আশা করি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আমলিয়া মেন্দিপুর ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে সিরাতুন্নবী (স) উপলক্ষে আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩০ হিঃ মোতাবেক ১০ মার্চ ২০২…ইং রোজ মঙ্গলবার বিকাল ৪টায় মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াছিন আলী এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব মাওলানা মোঃ রুহুল আমীন। এ ছাড়া অন্যান্য ওলামায়ে দ্বীনও আলোচনায় অংশগ্রহণ করবেন।
উক্ত মহতি মাহফিলে সবান্ধব উপস্থিত হয়ে মাহফিলকে সফল করে তোলার জন্য আপনার সক্রিয় সহযোগিতা কামনা করছি ।
আরজ গুজার
মোঃ আবদুর রহমান
সম্পাদক
অনুষ্ঠান প্রস্তুতি কমিটি
ডেমরা, ঢাকা।
তাং ০৫/০৩/২০…..ইং
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণপত্র
সুধী,
আসছে ২৪শে জানুয়ারি ২০২… রোজ বৃহস্পতিবার, আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করছেন মাননীয় পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত ।
বিনয়াবনত
ছাত্রছাত্রীরা
মতিঝিল মডেল হাই স্কুল, ঢাকা
তারিখ : ২০-০১-….
অনুষ্ঠান সূচি :
উদ্বোধন : সকাল ৭ : ৩০ মিনিট
পতাকা উত্তোলন : সকাল ৮ : ৩০ মিনিট
শপথ গ্রহণ : সকাল ৯ : ৩০ মিনিট
প্রতিযোগিতা শুরু : সকাল ৯ : ৩৫ মিনিট
পুরস্কার বিতরণী অনুষ্ঠান : বিকেল ৪ : ০০ মিনিট
আরো পড়ুন : নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র (২টি)
তোমার স্কুলে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে নিমন্ত্রণপত্র
সুধী,
আগামী ৫ মে থেকে ১২ মে মণিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকার উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়নকে সামনে রেখে শুরু হচ্ছে শিক্ষা সপ্তাহ ২০২…। শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ১২ মে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. রফিকুল্লাহ খানের উপস্থিতির মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ সমাপ্ত হবে।
উক্ত শিক্ষা সপ্তাহে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।
বিনীত
মণিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে
মোঃ বশির আল হেলাল
আহ্বায়ক
তারিখ : ০৩.০৫. ২০…
অনুষ্ঠানসূচি :
৫ই মে, সকাল ১০:০১ মিনিট : শিক্ষা সপ্তাহ উদ্বোধন ও ছাত্রছাত্রীদের পিটি প্রদর্শন
৫ই মে, সকাল ১২ : ০১ মিনিট : সাধারণ আলোচনা ও প্রধান অতিথির বক্তব্য
৬ই মে, সকাল ১০:০১ মিনিট : ছাত্রছাত্রীদের রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতা
৭ই মে, সকাল ১০:০১ মিনিট : ছাত্র-শিক্ষক-অভিভাবক মতবিনিময়। বিষয়- শিক্ষাক্ষেত্রে সমস্যা ও সমাধান
৮ই মে, সকাল ১০ : ০১ মিনিট : ‘বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি’-এর ওপর সেমিনার
৯ই মে, সকাল ১০ : ০১ মিনিট : ছাত্রছাত্রীদের উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা
১০ই মে, সকাল : ১০:০১ মিনিট : ক্রীড়া ও সংগীত প্রতিযোগিতা
১২ই মে, সকাল, ১০:০১ মিনিট : ‘আমাদের শিক্ষা ও আমাদের ভবিষ্যৎ’ শিরোনামে আলোচনা সভা-প্রধান আলোচক ড. রফিকুল্লাহ খান। বিকাল ৪টায় পুরস্কার বিতরণী ও অনুষ্ঠান সমাপন।
আরো পড়ুন : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র (স্কুল ও কলেজ )
বৌভাত অনুষ্ঠান উপলক্ষ্যে পাত্রপক্ষ থেকে একখানি সাধারণ নিমন্ত্রণপত্র
“বিস্ মিল্লাহির রাহমানির রাহিম”
জনাব
আসসালামু আলাইকুম ।
আগামী ১০ই জুলাই ২০২… রোজ মঙ্গলবার আমাদের প্রথম পুত্র মো. তৌসিফ ইসলামের বৌভাত অনুষ্ঠানে আপনার/আপনাদের সদয় উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি ।
অপারগতায় :
৮২২৬৩০১
শুভেচ্ছান্তে
মোছা. ফাতেমা ও মো. মান্নান
বর: মো. তৌসিফ ইসলাম | কনে : তাছমিম আক্তার |
পিতা : মো. মান্নান | পিতা : মো. শফিকুল ইসলাম |
মাতা : মোছা. ফাতেমা | মাতা : আনোয়ারা বেগম |
ঠিকানা : মোহাম্মদপুর, ঢাকা । | ঠিকানা : গাজীপুর, ঢাকা । |
অনুষ্ঠানসূচি
আপ্যায়ন : রাত ৮টা
বৌভাত
তারিখ : ১০ই জুলাই, মঙ্গলবার
স্থান : সাজঘর কমিউনিটি সেন্টার
শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা ।
তোমার বোনের বিয়ে উপলক্ষ্যে একটি নিমন্ত্রণপত্র রচনা কর
জনাব
আসসালামু আলাইকুম । আগামী ২০শে মে ২০২.. রোজ রবিবার জোহর নামাজের পর আমার বড়ো বোন স্নিগ্ধার বিবাহ রংপুর জেলার মিঠাপুকুর নিবাসী আব্দুল মান্নান সাহেবের প্রথম পুত্র মাসুদ রানার সাথে অনুষ্ঠিত হবে ।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করে বর-কনেকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি ।
বিনীত
মো. জালাল উদ্দীন
রংপুর
তারিখ : ১০ই মে ২০২…
অনুষ্ঠানসূচি :
বরের আগমন : দুপুর ২:৩০ মিনিট
আকদ : দুপুর ২:৩৫ মিনিট
প্রীতিভোজ : দুপুর ৩:০০টা