কৃতঋণ শব্দের উচ্চারণ-বৈশিষ্ট্য ও উদাহরণসহ বিস্তারিত

গৃহীত কিছু শব্দ (কৃতঋণ শব্দ) প্রায়ই বানানে, উচ্চারণে, এমনকি অর্থগত দিক থেকেও রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এর মধ্যেও কিছু শব্দ (হয়তো গ্রহণকাল থেকে) বানান ও উচ্চারণগত বিচারে মূলভাষার প্রভাব বহন করে থাকে। বাংলা ভাষায় সংস্কৃত, আরবি, ফারসি, তুর্কি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আসা এ ধরনের শব্দ প্রচুর। এখানে দৃষ্টান্তস্বরূপ কয়েকটি কৃতঋণ শব্দের উচ্চারণ- বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:

কৃতঋণ শব্দের উচ্চারণ-বৈশিষ্ট্য ও উদাহরণ

ক. সংস্কৃত শব্দ: কুষ্মান্ড (কুশ-মানডো), স্মিত (স্মিতো), বা ময় (বাঙময়্), গুল্ম (গুল্-মো), ‘বাল্মীকি (বাল্-মিকি), বাগ্মী (বাগৃমি), হিরণ্ময় (হিরন্‌ময়্), উন্মাদ (উন্-মাদ্), একবিংশ (একোবিঙশো), কুট্মল (কুট্-মল) ইত্যাদি।

খ.আরবি-ফারসি শব্দ: ইসলাম (ইস্-লাম), মুসলমান (মুসোল্-মান),মসনদ (মস্-নদ্), সফর (সফোর্), সালাম (সালাম্), বিসমিল্লাহ (বিস্- মিল্লাহ্), সুন্নি (সুন্-নি), কসম (কসোম্), সুফি (সুফি), সুরত (সুরত্), কিসমত (কিসুমত্), সুন্নত (সুন্-নত্), ফয়সালা (ফয়্সালা), ফারসি (ফার্-সি), নামাজ (নামাজ্), শরনম (শবনম্), শরিফ (শোরিফ্) ইত্যাদি।

গ. তুর্কি শব্দ: সওগাত (সওগাত), আলখাল্লা (আলখাল্-লা), খানম (খনম্), খাতুন (খাতুন্), মির্জা (মির্-জা) ইত্যাদি।

ঘ. ওলন্দাজ শব্দ: হরতন (হর্-তন্), রুইতন (রুইতন্), তুরুপ (তুরুপ্), ইস্কাবন (ইস্-কাবন্), চিড়িতন (চিড়িতন্‌) ইত্যাদি।

৫. পর্তুগিজ শব্দ: ফিতা (ফিতা), চাবি (চাবি), কামিজ (কামিজ), গামলা (গাম-লা), গরাদ (গরাদ্), পেরেক (পেরেক্), বারান্দা (বারান্-দা), পেয়ারা (পেয়ারা) ইত্যাদি।

চ. ইংরেজি শব্দ: ভোট (ভোট্), ব্যালট (ব্যালোট্), গেজেট (গেজেট্), রোমান্টিক (রোমান্-টিক), কমেডি (কমেডি), ট্র্যাজেডি (ট্র্যাজেডি), সেক্রেটারি (সেক্-রেটারি), স্কুল (স্কুল্), বেঞ্চ (বেন্-চ), মার্কেট (মার্-কেট), প্লেট (প্লেট্), ফোন (ফোন্) ইত্যাদি।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

Advertisement Advertisement