‘ক্ষ’ ও ‘জ্ঞ’ উচ্চারণের নিয়ম:
শব্দে ব্যবহৃত ‘ক্ষ’ ও ‘জ্ঞ’ উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিম্নে উল্লেখ করা হলো:
১। শব্দের শুরুতে যদি ক্ষ তাহলে তার উচ্চারণ ‘খ’ হয় । যেমন- ক্ষণ (খন্)ক্ষমা (খমা) ইত্যাদি।
২। শব্দের মধ্যে বা শেষে ‘ক্ষ’-এর উচ্চারণ ‘কখ’ হয়ে থাকে। যেমন- দক্ষতা (দোক্-খোতা), পক্ষ (পোকখো) ইত্যাদি।
৩। শব্দের আদিতে জ্ঞ-এর উচ্চারণ গ্যঁ-এর মতো হয়। যেমন- জ্ঞান (গ্যাঁন), জ্ঞানী (গ্যাঁনি), জ্ঞাপক. (গ্যাঁপোক্) ইত্যাদি।
৪। শব্দের মাঝে জ্ঞ-এর উচ্চারণ গগঁ বা গগ্যঁ এর মতো হবে। যেমন- অজ্ঞান (অগ্গ্যান), বিজ্ঞপ্তি (বিগ্-গোঁপতি) ইত্যাদি।
৫। শব্দের অন্ত্যে ‘জ্ঞ’ থাকলে উচ্চারণ গগঁ বা গগোঁ-এর মতো হবে। যেমন- অবজ্ঞা (অবোগ্গাঁ), অজ্ঞ (অগ্গোঁ), বিজ্ঞ (বিগগোঁ) ইত্যাদি।