হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

প্রস্বেদনের পরীক্ষা প্রমান

প্রস্বেদনের ফলে যে পানি নির্গত হয় তা একটি পরীক্ষার সাহায্য প্রমাণ কর।

প্রস্বেদনের পরীক্ষা

প্রস্বেদনের পরীক্ষা

মূলতত্ত্ব : উদ্ভিদ সর্বদাই প্রয়োজনের অতিরিক্ত পানি শোষণ করে। প্রস্বেদন প্রক্রিয়ায় এই অতিরিক্ত পানি নিষ্কাশিত হয় ।

পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রসামগ্রী বা উপকরণ :

১. টবসহ একটি ছোট সতেজ চারাগাছ ।
২. একটি কাঁচের বেলজার ।
৩. এক টুকরা রবার ক্লথ বা প্লাস্টিক, কাগজ ।
৪. খানিকটা মোম ৷
৫. কিছুটা সুতা ।

পরীক্ষা পদ্ধতি :

১. পরীক্ষাগারে টেবিলে টবসহ গাছটি বসিয়ে দেয়া হলো।

২. রবার-ক্লথ বা প্লাস্টিক কাগজ দ্বারা কাণ্ডটিকে বেস্টন করে টবের মাটি সম্পূর্ণরূপে ঢেকে দেয়া হলো।

৩. রবার-ক্লথ বা প্লাস্টিক কাগজটি সুতা দ্বারা টবের সঙ্গে এমনভাবে শক্ত করে বেঁধে দেয়া হলো যাতে ‘এয়ার-টাইট’ [Air-tight] অর্থাৎ বায়ু-বিরুদ্ধ হয়।

৪. কাণ্ডের গোড়ার চারপাশে ও গলিত মোম ভালভাবে লাগিয়ে এয়ার-টাইট করা হলো।

৫. এবার গাছসহ টবটি শুষ্ক বেলজারের সাহায্যে ভালভাবে ঢেকে দেয়া হলো, যাতে বাতাস কোন প্রকারে ভিতরে প্রবেশ করতে না পারে।

৬. অতঃপর টেবিলটি সূর্যালোকে রাখা হলো যাতে গাছটি কিছুক্ষণ আলো পায় ।

পরীক্ষার সময় অবলম্বিত সতর্কতা :

১. যন্ত্রসজ্জার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা হল, যাতে কোন ত্রুটি-বিচ্যুতি না থাকে।

২. যাতে সম্পূর্ণরূপে, ‘এয়ার-টাইট’ হয়।

৩.প্রয়োজনমত সময় যেন গাছটি সূর্যালোকে থাকে।

নিরীক্ষা বা পর্যবেক্ষণ : নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর দেখা গেল বেলজারের ভিতরের গাত্রে বিন্দু বিন্দু পানিকণা জমেছে।

সিদ্ধান্ত :

১. বেলজারের গাত্রে সঞ্চিত বিন্দু বিন্দু পানিকণা গাছের প্রস্বেদনেরই ফল অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়ায় গাছ যে পানি পরিত্যাগ করেছে, বেলজারের শীতল গাত্রের সংস্পর্শে আসায় তা পানিবিন্দুতে রূপান্তরিত হয়েছে।

২. যেহেতু টবের মাটি সম্পূর্ণরূপে রবার-ক্লথ দ্বারা আবৃত এবং মোমের দ্বারা ‘এয়ার-টাইট’ বা বায়ু-নিরোধ, সুতরাং টবের মাটির উপরিভাগ হতে বেলজারে পানি জমা হওয়া একেবারে অসম্ভব।

৩. অতএব বেলজারের গাত্রে সঞ্চিত পানিকণা নিশ্চিতরূপে গাছের প্রস্বেদনেরই পরিচায়ক।

মন্তব্য : বর্ণিত পরীক্ষার দ্বারা এটা প্রমাণিত হয় যে, গাছে প্রস্বেদন হয় ।

Leave a Comment

error: Content is protected !!