নেমাটোডা (Nematoda)পর্বের প্রাণিগুলো সুতা কৃমি (thread worm) বা গোল কৃমি (round worm) নামে পরিচিত। এরা অঙ্গ-তন্ত্র গঠন মাত্রার (organ-system grade) প্রাণী । এ পর্বের শনাক্তকৃত প্রায় ২৫,০০০ প্রজাতির কৃমি আছে যার অধিকাংশই বিভিন্ন জীবদেহে পরজীবী ।
অপ্রকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডের সংখ্যা সবচেয়ে বেশি । বাস্তুতান্ত্রিক সকল পরিবেশে গোল কৃমি বিস্তৃত। এ পর্বের পরজীবী সদস্যরা মানুষ, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি করে । মুক্তজীবী প্রাণীরা ব্যাকটেরিয়া, ঈস্ট, ছত্রাক ও শৈবাল খেয়ে জীবনধারণ করে ।
নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য :
- দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সূঁচালো ।
- পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত।
- মুখচ্ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত।
- দেহ ইলাস্টিন-নির্মিত কিউটিকল-এ আবৃত ।
- দেহগহ্বর মেসোডার্মে আবৃত নয় বলে একে স্যুডোসিলোম বলা হয় ।
- এদের অধিকাংশই অন্তঃপরজীবী ।
আরও জানুন : প্লাটিহেলমিনথিস পর্ব: বৈশিষ্ট্য, উদাহরণ,মনে রাখার উপায়
নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ :
| গোলকৃমি | Ascaris lumbricoides |
| গুড়াকৃমি | Enterobius vermicularis |
| চোখকৃমি | Loa loa |
| চাবুক কৃমি | Trichinella spiralis |
| হুক কৃমি | Ancylostoma duodenale |
| ফাইলেরিয়া কৃমি | Wuchereria bancrofti |
নেমাটোডা (Nematoda ) আবাস্থল :
বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী পৃথিবীর সর্বত্র মুক্তভাবে বসবাস করে।
স্বভাব : কিছু সদস্য পরজীবী হিসেবে বসবাস করে। যেমন – মানবদেহে গোলকৃমির বসবাস ।
