হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

প্লাটিহেলমিনথিস পর্ব: বৈশিষ্ট্য, উদাহরণ,মনে রাখার উপায়

সংক্ষিপ্ত পরিচিতি : প্রাণিদের মধ্যে প্লাটিহেলমিনথিস (Platyhelminthes ) পর্বের প্রাণীরাই প্রথম ত্রিস্তরী প্রাণী (triploblastic animal)। এদের দেহে প্ৰথম টিস্যু- অঙ্গ মাত্রার (tissue-organ grade) গঠন দেখা যায় । এসব প্রাণী পাতার মতো উপর-নিচে চাপা বা ফিতার মতো লম্বা বলে চ্যাপ্টা কৃমি (flat worms) নামে পরিচিত ।

চ্যাপ্টা কৃমিদের অধিকাংশই মানুষ ও অন্যান্য প্রাণিদেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে । কিছু কৃমি পানিতে অথবা ভেজা মাটিতে স্বাধীনভাবে অবস্থান করে । অনেক চ্যাপ্টা কৃমি আণুবীক্ষণিক; তবে ৩০ মিটার পর্যন্ত লম্বা চ্যাপ্টা কৃমির কথাও জানা গেছে ।

প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য :

  • এরা ত্রিস্তরী বা ট্রিপলোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট (সিলোম ও দেহগহ্বর বিহীন) ।
  • এদের দেহ নরম, লম্বা, পৃষ্ঠীয়-অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মতো চ্যাপ্টা ।
  • রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত ।
  • বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামক যোজক কলা বা মেসেনকাইমে পূর্ণ থাকে ।
  • অধিকাংশ ক্ষেত্রে এপিডার্মিসটি সিনসাইসিয়াল টেগুমেন্ট জাতীয় ।

আরও জানুন : নিডারিয়া পর্ব: বৈশিষ্ট্য,উদাহরণ,দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন?

প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য মনে রাখার উপায় :

ত্রিসা আর শিখা পারবে সিন করতে?

প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য

প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ :

ফিতা কৃমি Taenia solium
যকৃত কৃমি Fasciola hepatica
রক্ত কৃমি Schistosoma mansoni
চ্যাপ্টা কৃমি Bipalium kewense
স্যালমন কৃমি Gyrodactylus corti

প্লাটিহেলমিনথেস আবাস্থল :

বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী মুক্তভাবে স্বাদুপানিতে বা লবণাক্ত পানিতে বসবাস করে।

স্বভাব : এ পর্বের বহু প্রাণী প্রধানত বহিঃ বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবের দেহে বসবাস করে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment