শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন( Class 4 – HSC )

মনে কর, তোমার নাম মাহিন। তোমার বিদ্যালয়ের নাম কে.এল. জুবলী প্রাথমিক বিদ্যালয়। এখন সুন্দরবনে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।

১৫ জানুয়ারি, ২০২– ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কে.এল. জুবলী প্রাথমিক বিদ্যালয়, ঢাকা ।
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ৷

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সুন্দরবনে শিক্ষা সফরে যেতে চাই। কেননা ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে প্রকৃতির নানা বৃক্ষ ও গাছপালা বিদ্যমান। সেখানে রয়েছে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও পশুপাখি। আমাদের বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যপুস্তকে সুন্দরবন সম্পর্কে পাঠ্যসূচিতে আছে। তাই আমাদের সুন্দরবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা জরুরী।

অতএব, উল্লিখিত বিষয় বিবেচনা করে আমাদের সুন্দরবনে শিক্ষা সফরে যাওয়ার সকল ব্যবস্থা করলে এবং অনুমতি প্রদান করলে আমরা বাধিত হবো।

বিনীত নিবেদক
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে-
মাহিনুল ইসলাম
চতুর্থ শ্রেণি রোল নং ১

আরও দেখুন : বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন(২টি)

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন

১১ জানুয়ারি, ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
৪৫নং গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি।
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আসন্ন শীতের ছুটিতে আমাদের শ্রেণির শিক্ষার্থীরা মিলে সিলেটের জাফলং-এ শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা করেছি। সেখানে গেলে আমরা পাহাড়, ঝরনা আর সবুজের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারব। এতে একঘেয়ে জীবন থেকে আমাদের মুক্তি মিলবে। দূর হবে দেহ ও মনের ক্লান্তি ও জড়তা। আমরা প্রত্যেকেই শিক্ষাসফরের ব্যাপারে উৎসুক। শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতিও নিয়েছি।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীর পক্ষে
নুসরাত জাহান মিলি
রোল নং-০৭

শিক্ষা সফরে যাবে বলে যুক্তি দেখিয়ে প্রধান শিক্ষকের কাছে অর্থ ও অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১০-০২-২…
বরাবর,
প্রধান শিক্ষক
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রছাত্রী। ঐতিহ্যগতভাবে আমাদের বিদ্যালয় হতে প্রতি বছর দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষা সফরে যাওয়া হয়। এ বছর আমরা ছাত্র-শিক্ষক মিলে সিদ্ধান্ত নিয়েছি একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম নিদর্শন যমুনা সেতু দেখতে যাব। এ ব্যাপারে প্রাথমিক প্রস্তুতিও গ্রহণ করেছি। আমরা হিসাব করে দেখেছি একশ জন ছাত্রছাত্রীর সম্পূর্ণ খরচ বাবদ ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা লাগবে। আমরা সবাই মিলে এ টাকার অর্ধেক বহন করতে প্রস্তুত আছি। বাকি টাকা আপনার কাছ থেকে পাওয়ার আশা করছি।

অতএব, শিক্ষা সফরের গুরুত্ব ও ছাত্রছাত্রীদের আগ্রহের কথা বিবেচনা করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের সদয় সম্মতি কামনা করছি।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত
ছাত্রছাত্রীবৃন্দের পক্ষে
সোহরাব হোসেন
৮ম শ্রেণি, রোল নং ১

আরও দেখুন : শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে আবেদন

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন hsc

১১ জানুয়ারি, ২০২– ইং
বরাবর
প্রধান শিক্ষক
ধলাপাড়া সরকারি কলেজ।
বিষয় : শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী । ইতিহাসের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আমরা তিন শ বছরের পুরনো ইতিহাসের স্মৃতিবিজড়িত ঢাকার লালবাগ কেল্লা’য় শিক্ষাসফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মোগল শাসনামলেরএকটি ঐতিহাসিক নিদর্শন ‘লালবাগ কেল্লা’ ভ্রমণ করলে একদিকে যেমন আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ হবে, অন্যদিকে তেমনি মোগল স্থাপত্যশিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে। কাজেই ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।

অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদের আবেদনটি মঞ্জুর করে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত-
আপনার একান্ত অনুগত
একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন মাদ্রাসা

তারিখ : ১২ জানুয়ারি, ২০২– ইং
বরাবর
অধ্যক্ষ
সরকারি আলিয়া মাদরাসা, সিলেট।
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান ও সার্বিক ব্যবস্থা গ্রহণের আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা অত্র মাদরাসার আলিম শ্রেণির ৮০ জন ছাত্র প্রতি বছরের ধারাবাহিকতা হিসেবে এ বছরও শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য, মাদরাসা হতে প্রতি বছরই বিভিন্ন বিভাগের ছাত্ররা শিক্ষা সফরে অংশগ্রহণ করে থাকে। কারণ শিক্ষার সাথে শিক্ষা সফরের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সেক্ষেত্রে শিক্ষা সফরের গুরুত্ব অনস্বীকার্য। এ শিক্ষা সফরের ব্যয়ভার আগ্রহী ছাত্ররা অর্ধেক বহনে রাজি। বাকি অর্থ মাদরাসা কর্তৃপক্ষ হতে দেয়া, একজন দায়িত্বশীল শিক্ষকের নেতৃত্ব দান ও সফরের সময় সার্বিক সুযোগ-সুবিধার ব্যবস্থা অতীব প্রয়োজন ।

অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, আমাদের আবেদন সুবিবেচনা করে মাদরাসা হতে আলিম শ্রেণির একদল ছাত্রকে এ বছরের শিক্ষা সফরে প্রেরণের মাধ্যমে যথার্থ শিক্ষালাভের সুযোগ তৈরিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত
আলিম শ্রেণির ছাত্রবৃন্দ
সরকারি আলিয়া মাদরাসা, সিলেট

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment