স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক

স্কুল থেকে ছাড়পত্রের জন্য আবেদন-৩য় শ্রেণি

১০ই জানুয়ারি ২০২…
বরাবর,
প্রধান শিক্ষক,
ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বগুড়া ।
বিষয় : বিদ্যালয় হতে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৩য় শ্রেণির একজন ছাত্রী। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী। পেশাগত কারণে তিনি বগুড়া থেকে বরিশালে বদলি হয়েছেন। তাই এই স্কুল ত্যাগ করা আমার অতি জরুরি হয়ে পড়েছে। এ কারণে আমার ছাড়পত্রের প্রয়োজন ।
অতএব, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদানের অনুরোধ জানাচ্ছি ।

বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্ৰী
ঐশী রেজা
৩য় শ্রেণি, রোল- ১০

বিদ্যালয় থেকে ছাড়পত্র চেয়ে আবেদন : ৪র্থ / ৫ম শ্রেণি

মনে কর তুমি নাঈম/নাঈমা। তুমি নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। সম্প্রতি তোমার বাবা নাগরপুর থেকে টাঙ্গাইলে বদলি হয়েছেন। তাই বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।

৫ মার্চ, ২০২….
বরাবর,
প্রধান শিক্ষক
নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাগরপুর, টাঙ্গাইল
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন ।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নাঈমা, আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্রী। আমার শ্রেণি রোল নং ১। সম্প্রতি আমার বাবা টাঙ্গাইলে বদলি হয়েছেন। আমাকেও তার সাথে টাঙ্গাইলে যেতে হবে। আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন ।
অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্রী
নাঈমা

আরও জানুন : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন (ক্লাস ৩ থেকে কলেজ-মাদ্রাসা)

ছাড়পত্র (টিসি) চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র – ৬ষ্ঠ শ্রেণি

তারিখ : ০৭/০৩/ ২৫
বরাবর,
প্রধান শিক্ষক,
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া ৷
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী। তিনি কিছুদিন আগে কুষ্টিয়া জেলা সদর হতে যশোর বদলি হয়েছেন। আমাদের পরিবারের সবাইকে যশোর যেতে হচ্ছে। তাই অত্র বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

অতএব, মহোদয় সমীপে আমার আবেদন, আমাকে ছাড়পত্র (টিসি) প্রদান করে অন্যত্র পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দানে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
হিমেল, ষষ্ঠ শ্রেণি
রোল নং -৩

স্কুল থেকে ছাড়পত্র পাওয়ার জন্যে আবেদন- ৭ম শ্রেণি

৩রা ফেব্রুয়ারি ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
হাসান আলী উচ্চ বিদ্যালয়
চাঁদপুর ।
বিষয়: স্কুল থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন ।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ি। আমার বাবা চাকরিসূত্রে ঢাকা চলে যাচ্ছেন। এজন্য পরিবারের সবার সাথে আমাকেও ঢাকা যেতে হচ্ছে।
অতএব, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র প্রদানের অনুরোধ জানাচ্ছি।

নিবেদক
জাহিদ
সপ্তম শ্রেণি, রোল-১০

আরও জানুন : জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র – ক্লাস ৩ থেকে কলেজ

স্কুল থেকে ছাড়পত্রের জন্য আবেদন – ৮ম/৯ম শ্রেণি

তাং ০২/০২/২০… ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
ধনধনিয়া নুরুল আলানুর উচ্চ বিদ্যালয়
বগুড়া সদর, বগুড়া ।
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার আব্বা সরকারি চাকরীজীবি। সম্প্রতি তিনি রংপুরে বদলি হয়েছেন এবং সেখানেই বাসা নিয়ে সপরিবারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আমাকেও বাধ্য হয়ে তাঁর সাথে রংপুরেই যেতে হবে এবং সেখানেই আমাকে লেখাপড়া করতে হবে।
অতএব মেহেরবাণীপূর্বক আমাকে আপনার মাদরাসা হতে অন্যত্র ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দানে বাধিত করবেন।

বিনীত-
আপনার একান্ত অনুগত ছাত্র
মামুন অষ্টম শ্রেণী
ক্রমিক নং ৩।

স্কুল থেকে ছাড়পত্রের জন্য আবেদন – ১০ম শ্রেণি

তাং :১০-0৩-২০২…ইং
মাননীয়,
প্রধান শিক্ষক,
কচুয়া পাইলট সরকারি হাই স্কুল,
কচুয়া, চাঁদপুর ।
বিষয় : বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের দশম শ্রেণির ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্রী। আমার আব্বু গত মাসে বদলি হয়ে ঢাকায় চলে গেছেন। তাই আমাদের সবাইকে ঢাকায় যেতে হচ্ছে। সেখানে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার স্কুল থেকে ছাড়পত্র প্রয়োজন।

অতএব, বিনীত নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবেন।

বিনীত-
আপনার একান্ত অনুগত ছাত্রী
উম্মে হাবিবা
দশম শ্রেণি, শাখা ‘ক’
কচুয়া পাইলট সরকারি হাই স্কুল

কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন

তারিখ : ০৬-০৫-…ইং

বরাবর,
প্রধান শিক্ষক
গোপালপুর সরকারি কলেজ ।
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন ৷

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। বিগত দু’বছর ধরে আমি এই কলেজে অধ্যয়ন করছি। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী। বর্তমানে তাঁকে ঢাকা থেকে সিলেটে বদলি করা হয়েছে। কাজেই পরিবারের সবার সঙ্গে আমাকেও সিলেটে অবস্থান করে পড়াশোনা করতে হবে।
অতএব, সবিনয় প্রার্থনা এই যে, আমাকে আপনার কলেজ পরিত্যাগের একখানা ছাড়পত্র প্রদান করে বাধিত করতে আপনার মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
আমিনুল ইসলাম
এইচএসসি দ্বিতীয় বর্ষ, রোল নং ৫

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!