বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন(ক্লাস ৩ – কলেজ ও মাদ্রাসা)

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ক্লাস ৩ থেকে কলেজ ও মাদ্রাসা সহ শ্রেণী ভিত্তিক আকারে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখে দেখানো হয়েছে। পোস্টটি পড়ে যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্ট করতে ভুলবেনা যেন। চলো শুরু করা যাক-

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – 3

১০ মার্চ, ২০২– ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
শিশু কানন একাডেমি, মুন্সিগঞ্জ ।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন দরিদ্র ছাত্র। আমার বাবা একজন রিকসাচালক। তাঁর সামান্য আয় দ্বারা সংসারের ভরণপোষণ চালিয়ে আমার লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দানে বাধিত করতে আপনার মর্জি হয়।

নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মোঃ বেলাল আহমেদ
তৃতীয় শ্রেণি
রোল নং-১

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – 4

তারিখ : ০৬-০৩-২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
হোপ ইন্টারন্যাশনাল স্কুল
মিরপুর-১০, ঢাকা-১২১৬
বিষয় : বিনা বেতনে পড়ার জন্য আবেদন ।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন ছাত্র হিসেবে সময়মতো বেতন দিয়ে আসছি। সম্প্রতি আমার পিতা বাতে পঙ্গু হয়ে পড়েছেন। তিনি কর্ম থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমার বড় ভাইয়ের কলেজের পড়া শেষ হতে এখনও এক বছর বাকি। ছাত্র পড়িয়ে তিনি নিজের খরচ চালাচ্ছেন। আমার বড় বোন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে সংসারের ভার বহন করার চেষ্টা করছেন। এমতাবস্থায় আমার পক্ষে বেতন দেওয়া সম্ভব নয়।

অতএব আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে, দয়া করে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেবেন। অন্যথায় আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে।

বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্র
শাহিন
৪র্থ শ্রেণি, রোল নং-৭

আরও জানুন : জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র – ক্লাস ৩ থেকে কলেজ

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – 5

মনে করো, তুমি কাওসার হক। দারিদ্র্যের কারণে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

২০ জানুয়ারি, ২০২…
বরাবর
প্রধান শিক্ষক
কুমিল্লা কিন্ডারগার্টেন।
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণির একজন দরিদ্র ছাত্র। আমার বাবা একজন কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসারসহ তিন ভাইবোনের পড়ার খরচ চালান । আমাদের পরিবারের সদস্য সংখ্যা আট জন। বাবাই একমাত্র উপার্জনকারী। আমার বড় ভাই আপনার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বড় বোন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। যেখানে সংসারের অন্ন-বস্ত্র জোগাতেই প্রাণান্ত অবস্থা, সেখানে আমাদের তিনজনের পড়াশোনার খরচ বহন করা তাঁর পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাকে আপনার স্কুলে বিনা বেতনে পড়ার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব ।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
কাওসার হক
পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – 6

মনে কর, তোমার নাম রাসেল। তুমি যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র। তোমার পিতার আর্থিক অবস্থা খারাপ। তাই বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ ৷

৭ জুন, ২০২…
বরাবর
প্রধান শিক্ষক
যশোর জিলা হাই স্কুল
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। আমার বাবা সামান্য বেতনপ্রাপ্ত একজন সরকারি চাকুরে। আমাদের পরিবারে সদস্যসংখ্যা ৮ জন। আমরা ৩ ভাই ৩ বোন। ৩ ভাইয়ের মধ্যে দু’জন এ বিদ্যালয়ে অধ্যয়নরত। আমাদের পরিবারের সদস্যসংখ্যা বেশি এবং অন্য কোনো আয়ে লেখাপড়ার খরচ বি চালানো সম্ভব হচ্ছে না। আর্থিক দীনতায় আমার পড়ালেখাও বন্ধ হয়ে যেতে পারে। উল্লেখ্য, আমি প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেছি।

অতএব, আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করতে সদয় আজ্ঞা হয় ৷

নিবেদক
আপনার একান্ত অনুগত

রাসেল
রোল নং-২, শ্রেণি- ষষ্ঠ

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – 7

তারিখ : ০৫-০২-২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক,
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ
রংপুর

বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন কৃষক। আমরা তিন ভাইবোন আপনার স্কুলে ৭ম, ৮ম এবং ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছি। এমতবস্থায় আমার বাবার পক্ষে পরিবারের ভরণপোষণ এবং আমাদের পড়ালেখার খরচ চালানো একেবারেই অসম্ভব।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন, সার্বিক দিক বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে জনাবের মর্জি হয়।

বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
সোহেল আহম্মেদ
৭ম শ্রেণি
রোল নং -৫

আরও জানুন : স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – ৮

২০শে জানুয়ারি ২০২…
বরাবর
প্রধান শিক্ষক
কুমিল্লা জিলা স্কুল
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়রে ৮ম শ্রেণির একজন গরিব ছাত্র। আমার বাবা একজন কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসারসহ চার ভাইবোনের পড়ার খরচ চালান । আমাদের পরিবারের সদস্য সংখ্যা আটজন । বাবাই একমাত্র উপার্জনকারী । আমার বড়ো ভাই আপনার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বড়ো বোন সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । ছোটো দুই ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । যেখানে সংসারের অন্নবস্ত্র জোগাতেই বাবার প্রাণান্ত অবস্থা, সেখানে আমাদের চারজনের পড়াশোনার খরচ বহন করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ দানে বাধিত করবেন।

নিবেদক
কাওসার আহমেদ
৮ম শ্রেণি, ক্রমিক নম্বর-১

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – ৯

তাং ২০ জানুয়ারি ২০.. ইং
বরাবর
অধ্যক্ষ সাহেব,
ধলাপাড়া হাই স্কুল
ঘাটাইল, টাঙ্গাইল ৷
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত এক বছর যাবৎ আমি আপনার স্কুলে অত্যন্ত সুনামের সাথে অধ্যয়ন করে আসছি। গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে ৯ম শ্রেণীতে উন্নীত হয়েছি। কিন্তু আমি একজন দরিদ্র ছাত্র। আমাদের আট সদস্যের পরিবারে পিতাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একজন স্বল্প বেতনভোগী সরকারি কর্মচারী। তাঁর স্বল্প আয়ের ওপর নির্ভর করেই আমাদের সংসার চলে। সংসারের ব্যয় মিটিয়ে আমাদের ভাই- বোনদের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। সুতরাং আপনাদের সাহায্য ও সহানুভূতি ছাড়া আমার পক্ষে পড়াশুনা চালিয়ে যাওয়া অসম্ভব ।

অতএব আমার সকল দিক বিবেচনা করে স্কুলে বিনা বেতনে পড়বার সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক-
আপনার একান্ত অনুগত ছাত্র,
মোঃ বাকী বিল্লাহ
৯ম শ্রেণী রোল নং ১।

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন Class – ১০

২৪ জানুয়ারি, ২০২…
বরাবর
প্রধান শিক্ষক
ঘোড়াশাল এ কে বহুমুখী উচ্চ বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা।
বিষয়: বিনা বেতনে অধ্যয়ন প্রসঙ্গে ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের ছয় সদস্যের পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনভোগী কেরানি। আমার বড় তিন ভাইবোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। কিন্তু বাবার স্বল্প আয়ে সংসার চালানোই যেখানে অত্যন্ত কষ্টকর সেখানে চার ভাইবোনের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে।

অতএব, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব ।

নিবেদক
আপনার একান্ত অনুগত
সাদিয়া জেসমিন
দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ, রোল নম্বর ১

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন মাদ্রাসা

তারিখ : 8/8/202…
বরাবর,
অধ্যক্ষ
পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা,
পটুয়াখালী
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।

মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার নবম শ্রেণির একজন দরিদ্র ছাত্র। আমার পিতা একজন দরিদ্র কৃষক। আমাদের পরিবারের সদস্য ৬ জন অধিকন্তু আমার ছোট ভাই এই মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। কৃষি থেকে আসা সামান্য আয় দিয়ে এক বিরাট পরিবারের ভরণপোষণ ও আমাদের দু’ভাইয়ের লেখাপড়ার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমার লেখাপড়া বন্ধ হওয়ার পথে। এ মুহূর্তে আপনার সদয় বিবেচনাই কেবল আমার ছাত্রজীবনকে দীর্ঘায়িত করতে পারে। নতুবা আমার লেখাপড়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে।

অতএব, মহাত্মন সমীপে আমার আকুল আবেদন আপনি মেহেরবানি করে আমাকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
বদিউর রহমান
দাখিল নবম শ্রেণি, ক্ৰমিক নং- ১

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ

তারিখ : ০৫-০৭-২০২..ইং
বরাবর,
অধ্যক্ষ
ধলাপাড়া কলেজ, ঘাটাইল।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ৷

মহাত্মন,
সবিনয় নিবেদন, বিগত দুই বছর যাবৎ আমি আপনার কলেজে অধ্যয়ন করে আসছি। আমার পিতা সামান্য বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আমরা দুই ভাই ও তিন বোন স্কুল, কলেজ এবং মাদরাসায় অধ্যয়ন করছি। আমাদের সাত সদস্যের পরিবারের ভরণ-পোষণ চালানো আমার পিতার পক্ষে অত্যন্ত কষ্টকর। তদুপরি আমাদের শিক্ষার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে এখন অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, আমি প্রথম বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আমার খুব ইচ্ছে লেখাপড়া শিখে মানুষ হব। কিন্তু আর্থিক অসচ্ছলতা আমার এ ইচ্ছের অন্তরায় হয়ে পড়েছে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন, আমার আর্থিক অসচ্ছলতার দিক বিবেচনা করে আমাকে আপনার কলেজে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন ।

বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মো. মাসুদ কামাল
এইচএসসি দ্বিতীয় বর্ষ (বিজ্ঞান)
রোল নং-১

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment