বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন(২টি)

তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৫/ ০৪/২০… ইং
বরাবর,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বরিশাল।
বিষয় : বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, চরহোগলা গ্রামটি মেহেন্দীগঞ্জ থানার অন্তর্গত একটি উন্নত গ্রাম। এখানে প্রায় ১০ হাজার লোকের বসবাস এবং শিক্ষা ও ব্যবসায়-বাণিজ্যের দিক দিয়ে খুবই উন্নত। বিগত কয়েক সপ্তাহ ধরে এ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিনই ১০/১২ বার বিদ্যুৎ চলে যায় এবং মাঝে মধ্যে একেবারে বন্ধ হয়ে যায়। যার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার দারুণ অসুবিধা হচ্ছে এবং জনজীবন হয়ে পড়েছে বিপর্যন্ত।

অতএব, বিনীত নিবেদন, এলাকাবাসীর সুবিধার্থে বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জনাবের মর্জি হয়।

বিনীত
গ্রামবাসীর পক্ষে
রিয়াজ উদ্দিন

আরও শিখুন : গভীর নলকূপ/বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য আবেদন(২টি)

এই পত্রটি অন্য আরেকটি বই থেকে সংগ্রহ করে দেয়া হলো

তাং ১১/৩/২০… ইং
বরাবর,
নির্বাহী প্রকৌশলী,
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নোয়াখালী ।
বিষয় : ‘বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গ।’

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা সেনবাগ উপজেলার অর্জুনতলা গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি একটি বর্ধিষ্ণু ও জনবহুল গ্রাম । এ গ্রামে প্রায় পাঁচ হাজার লোক বাস করে। চার বছর পূর্বে গ্রামটি বিদ্যুতায়িত হয় । কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, বিদ্যুতায়নের পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট এলাকার একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ১৫/২০ বার বিদ্যুৎ চলে যায়। মাঝে মাঝে বিদ্যুৎ একেবারেই থাকে না। ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নলকূপ এবং অন্যান্য কল-কারখানা বন্ধ হয়ে, উৎপাদন ব্যাহত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনারও দারুণ ক্ষতি হচ্ছে। ইতোপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোন ফল পাই নাই। তাই আমরা উপরোক্ত বিষয়ে আপনার সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানাচ্ছি।

অতএব জনাবের নিকট আমাদের আকুল প্রার্থনা, বিদ্যুৎ সরবরাহে আর যেন কোনরূপ বিঘ্ন না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়।

নিবেদক-
অর্জুন তলা গ্রামবাসীদের পক্ষে
মোঃ হাবিজ উদ্দিন

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment