বন্যার্তদের সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র(২টি)

 তোমার এলাকায় বন্যার্তদের সাহায্যের জন্য আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৯/০৭/২০… ইং
বরাবর,
জেলা প্রশাসক,
বাগেরহাট।
বিষয় : বন্যার্তদের সাহায্যের জন্য আবেদন।

জনাব,
আমরা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ভান্ডারখোলা গ্রামের অধিবাসী। সম্প্রতি আকস্মিক বন্যায় আমাদের গ্রামের বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রবল বন্যায় ভেসে গেছে মাঠের ফসল, গবাদিপশু ও অসংখ্য ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এই গ্রামের সাধারণ জনগণ খোলা আকাশের নিচে করুণ জীবনযাপন করছে। চারিদিকে অন্ন ও বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট হয়ে মহামারি ও দুর্ভিক্ষের আভাস দিচ্ছে। এখনই জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য, জ্বালানি, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করা একান্ত দরকার।

অতএব, মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে, অনতিবিলম্বে উক্ত গ্রামের বন্যাকবলিত অসহায় জনসাধারণকে জরুরি ভিত্তিতে অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী দিয়ে এই চরম দুর্দশা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে বাধিত করবেন।

নিবেদক,
ভান্ডারখোলা গ্রামবাসীর পক্ষে
মো: আল মামুন

আরও শিখুন : পাঠাগার স্থাপনের জন্য আবেদন চেয়ারম্যান (৩টি )

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর জন্য সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট একখানা পত্র লেখ।

তাং ০৯/০৭/২০… ইং
বরাবর,
জেলা প্রশাসক,
নোয়াখালী ।
বিষয় : বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সাহায্যের আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা নোয়াখালী জেলার অন্তর্গত অর্জুনতলা গ্রামের অধিবাসী। গত কয়েকদিনের অতিবর্ষণে অত্র এলাকায় বন্যা দেখা দিয়েছে। ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। এবারের প্রবল বন্যায় জান-মাল ও ফসলের যে ক্ষতি হয়েছে তা অন্যান্য বছরের ক্ষতিকে ম্লান করে দিয়েছে। শত শত একর জমির পাকা ফসল, কাঁচা ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেছে। বাসস্থানের অভাবে লোকজন খোলা আকাশের নিচে দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে। অর্থাভাব ও খাদ্য দ্রব্যের দুষ্প্রাপ্যতাহেতু লোকজন নানা কু-খাদ্য ভক্ষণ করছে। বন্যার ফলে পানীয় জলের দারুণ সংকট দেখা দিয়েছে। এতদ্ব্যতীত, এলাকায় কলেরা, পেটের পীড়া ইত্যাদি মহামারী আকারে দেখা দিয়েছে।

অতএব, অনুগ্রহপূর্বক উপরোক্ত বিষয়ে গুরুত্ব বিবেচনা করে অত্র অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাগবের জন্য প্রয়োজনীয় রিলিফ- সামগ্রী সরবরাহ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

অর্জনতলা
নিবেদক- অর্জুনতলা গ্রামবাসীর পক্ষে
মোৎ জহির উদ্দিন

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!