তোমার এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখ ।
তারিখ : ১৫মার্চ ২০২…
বরাবর,
চেয়ারম্যান
মকসুদপুর ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ।
বিষয় : গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের মকসুদপুর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামে আড়াই হাজারের অধিক লোক বাস করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই গ্রামে যতটুকু পানীয় জলের ব্যবস্থা আছে তা জনসংখ্যার তুলনায় নিতান্তই অপ্রতুল। এজন্য গ্রামবাসী দীর্ঘকাল নিদারুণ পানির কষ্টভোগ করে আসছে। গ্রামে কোনো গভীর নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির অভাবে গ্রামবাসী দূষিত পানি পান করে থাকে। ফলে প্রতি বছর শত শত মানুষ নানা সংক্রামক রোগে সংক্রমিত হচ্ছে।
অতএব, জনাবের নিকট আমাদের প্রার্থনা অনতিবিলম্বে আমাদের গ্রামে অন্তত ৩টি নলকূপ স্থাপন করে গ্রামবাসীদের বিশুদ্ধ পানির অভাব মোচন করে বাধিত করবেন।
বিনীত
মকসুদপুর গ্রামবাসীর পক্ষে
গিয়াসউদ্দীন, তুহিন আহমেদ
ও আবদুল মান্নান
আরও দেখুন : বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র
মনে কর, তুমি কমল/কমলা। তুমি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই। তাই নলকূপ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।
তারিখ : ২৩ মার্চ, ২০২…
বরাবর,
প্রধান শিক্ষক
উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয় : নলকূপ স্থাপনের জন্য আবেদন।
জনাব,
আমরা আপনার স্কুলের নিয়মিত শিক্ষার্থী। বহুদিন যাবৎ পানীয় জলের অভাবে আমরা কষ্ট পাচ্ছি। এই স্কুলে প্রায় তিনশ ছাত্র/ছাত্রী। এখানে বিশুদ্ধ পানীয় জলের তেমন কোনো ব্যবস্থা নেই।
আমাদের সবিনয় নিবেদন, অতি জরুরি ভিত্তিতে এ স্কুলে একটি নলকূপ বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বাধিত হব ।
নিবেদক
শিক্ষার্থীদের পক্ষে
মাকসুদ