রোজা ও ইফতারের নিয়ত বাংলা ও আরবি।রোজা ফাসেদ হওয়ার ১৭ টি কারণ

রোজার নিয়ত আরবি :-

نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرٍ رَمَضَانَ المُبَارَكِ فَرْضًا  َلّكَ يَا الله فَتَقَبل مِنى  إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

রোজার নিয়ত বাংলা :- 

নাওয়াইতুআন আছুমা গাদাম্ মিন শাহরি রমাদ্বোয়া-নাল্‌ মুবা-রকি ফারদুল্লাকা ইয়া-আল্লা-হু ফাতাক্বাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস্ সামীউল আলীম।

ইফতারের দোয়া আরবি :-

اَللّهُمَّ صُمْتُ لَكَ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِرِزْقِكَ أَفْطَرْتْ .

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ : – 

আল্লা-হুম্মা ছুমতু লাকা ওয়া ‘আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিযক্কিকা আফত্বোয়ারতু!

ইফতারের দোয়া বাংলা অর্থ:- 

হে আল্লাহ! তোমার সন্তুষ্টির জন্য রোযা রাখলাম এবং তোমার উপরই নির্ভর করি এবং তোমার দেয়া রিযিক থেকে ইফতার করি ।

রোজা ফাছেদ হওয়ার ১৭টি কারণ :- 

(১) রাত্র আছে মনে করিয়া ছুবহে ছাদিকের পরে সেহরি খাওয়া। 

(২) কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলিয়া যাওয়া। 

(৩) সূর্য্য ডুবার পূর্বে ডুবিয়াছে মনে করিয়া ইফতার কর। 

(৪) ভুলে যাওয়ার পরে পুনরায় ইচ্ছাকৃত ভাবে কোন কিছু খাওয়া। 

(৫) মুখে রক্ত বাহির হইলে তাহা গিলিয়া ফেলা। 

(৬) দাঁতের ভিতরের চনা পরিমাণ খাদ্য বাহির করিয়া গিলিয়া ফেলা। 

(৭) বমি আসার পর স্বেচ্ছায় কিছু অংশ গিলিয়া ফেলা। 

(৮) নাকে, কানে বা মাথার ভিতরে ঔষধ পৌঁছিয়া যাওয়া। 

(৯) অনিচ্ছায় কোন কিছু খাওয়া। 

(১০) বিমার বশতঃ ঔষধ খাওয়া। 

(১১) বিমার বশতঃ গুহ্যে পিচকারী লওয়া। 

(১২) ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা। 

(১৩) মাটি বা পাথর জাতীয় অখাদ্য বস্তু গিলিয়া ফেলা। 

(১৪) স্ত্রী লোকের হায়েয নেফাছ হওয়া। 

(১৫) কানে বা নাকে তৈল ঢালিয়া দেওয়া। 

(১৬) ধূমপান করা। 

(১৭) লোবান বা আগর বাতির ধোওয়া লওয়া ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!