যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা/কাজা ও কাফফারা ওয়াজিব হয়

যেসব কারণে রোযা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় :-

একজন রোযাদারের যেসব কারণে রোযা ভঙ্গ হলে তার ওপর শুধু কাজা ওয়াজিব হবে তা হচ্ছে-

১. ইচ্ছাপূর্বক মুখ ভরে বমি করলে।

২. কোনো অখাদ্য বস্তু খেয়ে ফেললে । যেমন কাপড়, লোহার টুকরা, ফলের দানা ইত্যাদি।

৩. স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করায় বীর্যপাত হলে ।

৪. কুলি করার সময় পানি পেটে চলে গেলে ।

৫. সন্ধ্যা বিবেচনায় সূর্যাস্তের পূর্বে ইফতার করলে ।

৬. ঢুস নিলে ।

৭. বলপূর্বক রোযাদারকে কেউ পানাহার করলে।

৮. কেউ যৌনাঙ্গ ব্যতিরেকে সঙ্গম করায় তাতে বীর্যপাত হলে।

৯. তরল ওষুধ লাগানোর কারণে তা পেটে বা মস্তিষ্কে পৌঁছে গেলে ।

১০. রাত বিবেচনায় ভোরে পানাহার করলে ।

১১. ঘুমন্ত অবস্থায় কিছু খেয়ে ফেললে ।

১২. দাঁত থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে গিলে ফেললে।

১৩. ভুলবশত কিছু খেয়ে রোযা ভঙ্গ হয়েছে ধারণা করে ইচ্ছাপূর্বক আবার খেলে ।

যেসব কারণে রোযা ভঙ্গ হলে কাজা ও কাফ্ফারা উভয়ই ওয়াজিব হয় :-

১. রোযা অবস্থায় ইচ্ছাপূর্বক স্ত্রী সহবাস করলে।

২. ইচ্ছাপূর্বক পুং-মৈথুন বা লাওয়াতাত করা।

৩. ইচ্ছাপূর্বক কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করলে ।

৪. পিচকার বা শিঙ্গা নিয়ে এ ধারণায় ইচ্ছাপূর্বক পানাহার করল যে, এখন তো রোযা নষ্ট হয়ে গেছে।

যেসব অবস্থায় রোযা ভঙ্গ করা জায়েয :- 

দুটি পর্যায়ে কোনো ব্যক্তি রোযা ভঙ্গ করতে পারে। যথা- ক. স্থায়ীভাবে, খ. সাময়িকভাবে। এর বিবরণ নিম্নরূপ-

ক. স্থায়ীভাবে :- 

কোনো ব্যক্তি যদি চির উন্মাদ বা পাগল হয়ে যায় তবে সে সর্বদা রোযা ভঙ্গ করতে পারবে। তার ওপর কোনো ফিদইয়া বা অন্য কিছু ওয়াজিব হবে না । কারণ তখন সে শরীয়তের বিধানভুক্ত থাকে না ।

খ. সাময়িকভাবে :- 

নিম্নবর্ণিত ব্যক্তিগণ সাময়িকভাবে রোযা ভঙ্গ করতে পারে। যেমন-

১. এমন রোগাক্রান্ত ব্যক্তি যে রোযা রাখলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে।

২. গর্ভবতী নারী, যে রোযা রাখলে সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে।

৩. স্ত্রীলোকের হায়েয নিফাসের সময় ।

৪. এমন বৃদ্ধ যে রোযা রাখলে মৃত্যুর আশঙ্কা রয়েছে ।

৫. মুসাফির ব্যক্তি সফরের সময়।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!