দেহকোষ ও জননকোষের সংজ্ঞা, পার্থক্য ও উদাহরণ সহ ব্যাখ্যা

দেহকোষ কি ?

দেহকোষ হলো এমন ধরনের জৈবিক কোষ যা কোনও জীব দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। এটি বহুকোষী জীবের মধ্যে জনন মাতৃকোষ, গ্যামেট,  গ্যামিটোসাইট বা অবিচ্ছিন্ন ভাজক কোষ ব্যতীত অন্য যেকোন ধরনের কোষ হতে পারে।

সংজ্ঞা :- 

বহুকোষী জীবের যে সকল কোষ জীবের দেহ গঠন করে, কিন্তু জননকার্য তথা গ্যামেট সৃষ্টিতে অংশ নেয় না, তাদেরকে দেহকোষ বলে। 

👉দেহকোষ ডিপ্লয়েড অর্থাৎ জোড়সংখ্যক ক্রোমোসোম থাকে। দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় ।

দেহ কোষের উদাহরণ :-

মূল, কান্ড ও পাতায় কোষ, স্নায়ু কোষ,  রক্তকণিকা, ইত্যাদি দেহকোষের কোষের উদাহরণ।

জননকোষ

সংজ্ঞা :- বহুকোষী জীবের যেসব কোষ জননকার্য সম্পাদনে অর্থাৎ গ্যামেট সৃষ্টিতে অংশগ্রহণ করে তাদেরকে জননকোষ বলে ।

👉জননকোষ হ্যাপ্লয়েড অর্থাৎ এতে বিজোড়সংখ্যক ক্রোমোসোম থাকে। জননকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। 

জননকোষ দুই প্রকার। যথা- শুক্রানু ও ডিম্বাণু। জননকোষ জীবের জননাঙ্গ থেকে উৎপন্ন হয় ।

জনন কোষের কাজ কি?

জনন কোষ জনম কাজে অংশ নেয়। জনন কোষ যৌন প্রজননে ভূমিকা পালন করে। এদের উদাহরণ হল শুক্রাণু, ডিম্বাণু।

দেহ কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য


দেহকোষ জননকোষ
যে সকল কোষ শুধুমাত্র জীবদেহ গঠন করে তাদেরকে দেহকোষ বলে । যে সকল কোষ জনন কার্য সম্পাদন করে তাদেরকে জননকোষ বলে।
দেহকোষে ক্রোমোসোম জোড়ায় জোড়ায় থাকে। জননকোষে ক্রোমোসোম জোড়ায় জোড়ায় থাকে না।
জীবের সমস্ত কোষেই দেহকোষ পাওয়া যায় । জননকোষ কেবল জননাঙ্গে পাওয়া যায় ।
দেহকোষ ডিপ্লয়েড (2X) জননকোষ হ্যাপ্লয়েড (X)।
দেহকোষে মিয়োসিস বিভাজন হয় না । জননকোষে মিয়োসিস বিভাজন হয় ।
দেহকোষ জাইগেট গঠনে সহায়তা করে । দুটি জননকোষে মিলে জাইগোট গঠন করে ।
দেহকোষ দ্বারা জীবের দৈহিক বিকাশ ঘটে । জননকোষ দ্বারা যৌন জনন সাধিত হয় ।
দেহকোষের কখনো মিলন হয় না । দুটি জননকোষের মধ্যে মিলন ঘটে।

FAQs

১। দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তরঃ ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি ।

২। মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তরঃ ২৩টি।
 
৩। কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়?
উত্তরঃ মিয়ােসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়।

৪। জনন কোষে কোন বিভাজন ঘটে ?
উত্তরঃ মিয়ােসিস ।

৫। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত ?
উত্তরঃ ২২ জোড়া অর্থাৎ ৪৪টি।

Post a Comment

0 Comments

Bottom Post Ad