Ads Area

My Daily Routine : Paragraph For Class 3, 4, 5( বাংলা অর্থ সহ )

★★Write a paragraph about 'Daily Routine'. Include the following things in paragraph. ('দৈনিক কার্যতালিকা' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।) 

  • Get up (ঘুম থেকে উঠ)
  • Prayer (প্রার্থনা)
  • Breakfast (সকালের নাস্তা)
  • Go to school (বিদ্যালয়ে যাওয়া)
  • Go to bed (বিছানায় যাওয়া)

 Or, Write a paragraph about 'Daily Routine' Answer the following questions in your paragraph. (দৈনিক কার্যতালিকা' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

  • (a) When do you get up? (তুমি কখন ঘুম থেকে উঠ?) 

  • (b) When do you eat your breakfast? (তুমি কখন তোমার সকালের নাস্তা খাও?)

  • (c) When do you go to school? (তুমি কখন বিদ্যালয়ে যাও?) 

  • (d) When do you come back? (তুমি কখন ফিরে আস?) 

  • (e) With whom do you play? ( তুমি কাদের সাথে খেল?)

My Daily Routine (আমার দৈনন্দিন কার্যতালিকা)

Ans. I get up at 6 o'clock in the morning. Firstly, I say my prayers. Then I go to study in my reading room. I have breakfast at 8 o'clock. Then I go to school at 9 o'clock. My school starts at 10 o'clock. I come back home at 5 p.m. In the afternoon, I play football with my friends. In the evening, I do my homework. Then I have dinner at 9 p.m. I go to bed at 10 p.m.

অনুবাদ : আমি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি। প্রথমত, আমি আমার নামাজ পড়ি। তারপর আমি আমার পড়ার কক্ষে পড়তে যাই। আমি আটটার সময় নাস্তা করি। তারপরে আমি নয়টার সময় স্কুলে যাই। আমার স্কুল শুরু হয় দশটার সময়। আমি বিকেল পাঁচটার সময় বাড়ি ফিরে আসি। বিকালে, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। সন্ধ্যায়, আমি আমার বাসার কাজ। করি। তারপর রাত নয়টার সময় আমি রাতের খাবার খাই। রাত দশটার সময় আমি বিছানায় যাই।

Post a Comment

0 Comments

Bottom Post Ad