Ads Area

My Family - Paragraph For Class 2, 3, 4, 5( বাংলা অর্থ সহ )

Write a paragraph about 'Your family',Include the following things in your paragraph. (তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।) 

  • Your name (তোমার নাম)

  • What do you do (তুমি কী কর)

  • The place your family lives in (তোমার পরিবার যেখানে বাস করে)

  • The profession of your parents (তোমার পিতামাতার পেশা)

  • The number of your brothers and sister (তোমার ভাইবোনের সংখ্যা)

Or, Write a paragraph about 'Your family'. Answer the following questions in your paragraph. ('তোমার পরিবার' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

  • (a) What is your name? (তোমার নাম কী?) 

  • (b) What do you do? (তুমি কী কর?)

  • (c) How many people are in your family? (কতজন মানুষ আছে তোমার পরিবারে?

  • (d) What does your father do? (তোমার বাবা কী করেন?)

  • (e) What does your mother do? (তোমার মা কী করেন?)

  • (F) What does your grandfather do? (তোমার দাদা কী করেন?)

My family (আমার পরিবার)

Ans. I am Raju. I am from Tangail. I have two brothers and two sisters. They go to Sejia Govt. Primary School. I also go to the same a School. My father's name is Arshed Ali. He is a farmer. He is 40 years old. My mother's name is Hena Begum. She is a housewife. She is thirty years old. My grandfather is seventy years old and grandmother is sixty. My grandfather is a retired teacher. We all look after them. We are a happy family.

অনুবাদ : আমি রাজু । আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমার দুটি  ভাই ও দুটি বোন আছে। তারা সেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। আমিও একই বিদ্যালয়ে যাই। আমার বাবার নাম আরশেদ আলী । তিনি একজন কৃষক। তার বয়স চল্লিশ বছর। আমার মায়ের নাম  হেনা বেগম । তিনি একজন গৃহিণী। তার বয়স ত্রিশ বছর। আমার দাদা সত্তর বছর বয়স্ক এবং দাদির বয়স ষাট বছর। আমার দাদা একজন অবসর প্রাপ্ত শিক্ষক।  আমরা সবাই তাদের যত্ন নেই। আমরা একটি সুখী পরিবার ।

Post a Comment

0 Comments

Bottom Post Ad