কোষ বিভাজন(Cell Division) MCQ SSC । পর্ব- ১

১। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?

(ক) অ্যামাইটোসিস । 
(খ) মাইটোসিস। 
(গ) মিয়োসিস । 

(ঘ ) অস্বাভাবিক  । 



২। অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 

(ঘ) অস্বাভাবিক


৩। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপের শেষে?

(ক) মেটাফেজ। 
(খ) টেলোফেজ। 
(গ) প্রোফেজ। 
(খ) এনাফেজ। 


৪। কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি এবং ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে যুক্ত হয় কোন ধাপে?

(ক) মেটাফেজ।
(খ) এনাফেজ। 

(গ) টেলোফেজ। 
(ঘ) প্রো-মেটাফেজ। 



৫। ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?

(ক) মেটাফেজ।

(খ) এনাফেজ।  

(গ) টেলোফেজ। 
 (ঘ) প্রো-মেটাফেজ।  


৬। ক্রোমাটিডগুলো মেরুর কাছাকাছি পৌঁছলে কোন ধাপের সমাপ্তি ঘটে ?

(ক) প্রোফেজ। 
(খ) এনাফেজ।  

(গ) মেটাফেজ।

(ঘ ) টেলোফেজ। 


৭। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ। 

(খ ) টেলোফেজ। 

(গ) মেটাফেজ।

(ঘ ) এনাফেজ।


৮. মাইটোসিসের কোন ধাপে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?

(ক) মেটাফেজ।

(খ ) প্রো-মেটাফেজ। 
(গ) এনাফেজ।
(ঘ ) প্রোফেজ।


৯.মাইটোসিস বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস বড় হয় এবং ক্রোমোসোম ক্রমান্বয়ে খাট ও মোটা হতে থাকে?

(ক) প্রোফেজ। 
(খ) এনাফেজ।  

(গ) মেটাফেজ।

(ঘ ) টেলোফেজ।  


১০. প্রতি বছর কেবল মাত্র কোন ক্যান্সারে দুনিয়াতে পাঁচ-ছয় লক্ষ রোগী মারা যায়?

(ক) স্তন ক্যান্সার।  

(খ ) ত্বক ক্যান্সার। 
(গ) জরায়ুর ক্যান্সার।  
(ঘ ) লিভার ক্যান্সার। 


১১.আবৃতবীজীর শস্যকলার অবস্থা কোনটি?

(ক) হ্যাপ্লয়েড অবস্থা। 
(খ) ডিপ্লয়েড অবস্থা। 
(গ) ট্রিপ্লয়েড অবস্থা। 
(ঘ) টেট্রাপ্লয়েড অবস্থা।  


১২. কোষ বিভাজন কত প্রকার?

(ক) ৪ প্রকার। 
(খ) ৫ প্রকার।
(গ) ৩ প্রকার। 

(ঘ) ২ প্রকার।  


১৩. মাইটোসিস কোষ বিভাজন কোন কোষে হয়ে থাকে?

(ক) দেহকোষ । 
(খ) অপকৃত কোষ  । 
(গ) জনন কোষ । 
(ঘ) প্রাককেন্দ্রিক কোষ । 


১৪.জীবদেহের গঠন ও কাজের একক কি?

(ক) কোষ । 
(খ) প্লাস্টিড । 
(গ)গলজি বস্তু। 

(ঘ) মাইটোকন্ড্রিয়া।  


১৫. মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?

(ক) ৩টি। 
(খ) ৪টি। 
(গ) ৬টি। 
(ঘ) ৫টি। 


১৬:  কোন কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয়?

(ক) মিয়োসিস। 
(খ) মাইটোসিস। 
(গ) অ্যামাইটোসিস। 
(ঘ) তিনটিই। 

১৭. কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয়?

(ক) মাইটোসিস। 
(খ) মিয়োসিস। 
(গ) অ্যামাইটোসিস। 
(ঘ) তিনটিই। 


১৮. হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোষে কোন ধরনের বিভাজন ঘটে?

(ক) মাইটোসিস। 
(খ) মিয়োসিস। 
(গ) অ্যামাইটোসিস। 
(ঘ) ফিশন। 

১৯. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা ও খাট হয়?

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) প্রো-মেটাফেজ। 

(ঘ) টেলোফেজ।  

২০. অপত্য ক্রোমোসোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থান নেয় কোন পর্যায়ে?

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) প্রো-মেটাফেজ। 
(ঘ) টেলোফেজ।  

২১. ক্রোমোসোমগুলো পুনরায় পানি শোষণ করে ক্রমান্বয়ে সরু ও লম্বা হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) প্রো-মেটাফেজ। 
(ঘ) টেলোফেজ।   




২২. মাতৃকোষটি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) প্রো-মেটাফেজ। 
(ঘ) টেলোফেজ।  


২৩. কোন পর্যায়ের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষ প্রাচীর গঠিত হয়?

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) টেলোফেজ।
(ঘ) এনাফেজ। 



২৪। জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কোন কোষ বিভাজনের ফলে?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 

(ঘ) অস্বাভাবিক


২৫। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজনও বলে?

(ক) মিয়োসিস। 
(খ) মাইটোসিস। 
(গ) অ্যামাইটোসিস। 
(ঘ) কোনটিই নয়।  


২৬। বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয় কোন বিভাজনের ফলে?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 

(ঘ) অস্বাভাবিক । 


২৭। জীব জগতের গুণগত স্থিতিশীলতা রক্ষা হয় কোন বিভাজনের ফলে?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 
(ঘ) অস্বাভাবিক । 



২৮ । কোন বিভাজনে ক্রোমোসোমের সমতা রক্ষা হয়?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 

(ঘ) অস্বাভাবিক ।  


২৯। মানুষের ক্রোমোসোম সংখ্যা কত জোড়া?

(ক) চার জোড়া। 
(খ) তের জোড়া। 
(গ) বাইশ জোড়া। 
(ঘ) তেইশ জোড়া। 

৩০। কোন দম্পতির যদি ছেলে সন্তান না হয় তবে দায়ী কে?

(ক) স্বামী। 
(খ) স্ত্রী। 
(গ) উভয়ই। 
(ঘ) প্রতিবেশী। 



৩১। স্ত্রীর সেক্স ক্রোমোসোম কোনটি?

(ক) XY .
(খ) YY .
(গ) XX .
(ঘ) কোনটিই না। 



৩২। লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম জোড়াকে কি বলে?

(ক) অটোসোম। 
(খ) সেক্স ক্রোমোসোম।
(গ) জিন। 
(ঘ) নিউট্রল ক্রোমোসোম।



৩৩। কোষ বিভাজনের উদ্দেশ্য কি?

(ক) কোষের আয়ুষ্কাল বৃদ্ধি করা। 
(খ) কোষের আয়তন বৃদ্ধি করা। 
(গ) জীবের বংশবৃদ্ধি ও দৈহিক বৃদ্ধি সাধন করা। 
(ঘ) কোষের কর্মদক্ষতা বৃদ্ধি করা। 
 



৩৪। টিউমার, ক্যান্সার এসব কোন কোষ বিভাজনের ফসল?

(ক) মাইটোসিস। 

(খ ) মিয়োসিস । 
(গ) অ্যামাইটোসিস । 

(ঘ) অস্বাভাবিক ।   


৩৫। মানুষের কোষে সেক্স ক্রোমোসোম কয়টি?

(ক) ২টি। 
(খ) ৪টি। 
(গ) ৩টি। 
(ঘ) ৬টি। 



৩৬। মানুষের অটোসোম ও লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কয়টি?

(ক) ১০ জোড়া ও ২ জোড়া। 
(খ) ২২ টি ও ১টি। 
(গ) ১২ জোড়া ও ১ জোড়া। 
(ঘ) ২২জোড়া ও ১ জোড়া।  



৩৭। মিয়োসিস কোষ বিভাজনকে বলে –

(ক) হ্রাসমূলক বিভাজন। 
(খ) সমীকরণিক বিভাজন। 
(গ) বৃদ্ধিমূলক বিভাজক। 
(ঘ) দ্বি-বিভাজন। 


৩৮। মাইটোসিস কোষ বিভাজনকে – ভাগ করা হয়।

(ক)৩ ভাগে। 
(খ) ৪ ভাগে। 
(গ) ৫ ভাগে। 
(ঘ) ২ ভাগে। 



৩৯। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোষ বিভাজনের __দশায়।

(ক) প্রোফেজ। 
(খ) প্রো-মেটাফেজ। 
(গ) এনাফেজ। 
(ঘ) টেলোফেজ।


৪০। ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে – দশায় ।

(ক) প্রোফেজ। 
(খ) মেটাফেজ। 
(গ) এনাফেজ। 
(ঘ) টেলোফেজ। 



৪১। কোন দম্পত্তির ছেলে বা মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী__

(ক) পিতা। 
(খ) মাতা। 
(গ) পিতা ও মাতা। 
(ঘ) অটোসোম।  



৪২। মানুষের ক্রোমোজোমের সংখ্যা – জোড়া

(ক) ২৫ জোড়া। 
(খ) ২৪ জোড়া। 
(গ) ২৩ জোড়া। 
(ঘ) ২২ জোড়া।   


৪৩। নিচের কোনটি সত্য ?

(ক) মাইটেসিস কোষ বিভাজন সমীকরণিক বিভাজন। 
(খ) মিয়োসিস কোষ বিভাজন সমীকরণিক বিভাজন। 
(গ) মাইটোসিস কোষ বিভাজন হ্রাসমূলক বিভাজন। 
(ঘ) অ্যামাইটোসিস কোষ বিভাজন হ্রাসমূলক বিভাজ। 


৪৪। নিচের কোনটি মিথ্যা ?

(ক) মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ২ বার বিভক্ত হয়।
(খ) মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোসোম ১ বার বিভক্ত হয় ।
(গ) মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় ।
(ঘ) মিয়োসিস কোষ বিভাজনে নতুন সৃষ্ট কোষের গুণাগুণ হুবহু মাতৃকোষের মত থাকে । 


৪৫। টিউমার, ক্যান্সার ইত্যাদি হচ্ছে-

(ক) অস্বাভাবিক কোষ বিভাজন। 
(খ) স্বাভাবিক কোষ বিভাজন। 
(গ) দ্বি-বিভাজন কোষ বিভাজন। 
(ঘ) মাইটোসিস কোষ বিভাজন। 


৪৬। প্যাপিলিমো ভাইরাস হচ্ছে –

(ক) টিউমার সৃষ্টিকারী ভাইরাস। 
(খ) ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস।  
(গ) এইডস সৃষ্টিকারী ভাইরাস।
(ঘ) ইনফ্লুয়েঞ্জা সৃষ্টিকারী ভাইরাস। 


আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!