👉Write a paragraph about 'A Farmer'. Include the following things in your paragraph. ('একজন কৃষক' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।)
- Hardwork. (কঠোর পরিশ্রম)
- Plough (লাঙ্গল)
- Fertilizer (সার)
- Irrigate (চাষ করা)
👉Or, Write a paragraph about 'A Farmer'. Answer the following questions in your paragraph. ('একজন কৃষক' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
(a) How does he work? (সে কেমন পরিশ্রম করে?)
(b) How does his wife work? (তার স্ত্রী কেমন পরিশ্রম করে?)
(c) What does he plough? (সে কী চাষ করে?)
(d) How does he irrigate his plant? (সে তার জমি কেমন চাষ করে?)
(e) How does he live? (সে কেমন জীবনযাপন করে?)
• A Farmer (একজন কৃষক)
A good farmer works hard in his farm and his wife also works hard too. He ploughs his fields very well and puts cow dung and fertilizer on his fields. He waters and irrigates them. He plants seedlings in rows and grows a lot of crops. He lives a happy life.
বঙ্গানুবাদ : একজন কৃষক তার ক্ষেতে কঠোর পরিশ্রম করে এবং তার স্ত্রী ও কঠোর পরিশ্রম করে। তার জমিগুলো খুব ভাল করে কর্ষণ করে এবং তার ভূমির উপর গোবর ও সার ফেলে। সে জমিতে পানি দেয় এবং চাষ করে। সে সারিবদ্ধ করে চারাগাছ রোপন করে এবং প্রচুর শস্য জন্মায়। সে একটি সুখী জীবন অতিবাহিত করে।