Myself/Yourself paragraph for class 1, 2 [বাংলা উচ্চারণ ও অর্থসহ]

Myself / Yourself (আমি নিজে)

I am Elma. I am seven years old. I am a student. I read in class two. I go to school regularly. I live with my parents. We are two sisters and one brother. I am the girl of my parents. I obey my parents. 

উচ্চারণ : আই অ্যাম এলমা। আই অ্যাম সেভেন ইয়ারস ওল্ড। আই অ্যাম এ স্টুডেন্ট। আই রীড ইন ক্লাস টু । আই গো টু স্কুল রেগুলারলি। আই লিভ উইথ মাই পেরেস্টস। উই আর টু সিস্টার্স অ্যান্ড ওয়ান ব্রাদার। আই অ্যাম দি ইল্ডারস গার্ল অভ মাই পেরেন্টস। আই ওবে মাই পেরেন্টস ।

অনুবাদ : আমি এলমা। আমার বয়স সাত বছর। আমি একজন ছাত্রী। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি নিয়মিত স্কুলে যাই। আমি আমার পিতামাতার সাথে থাকি । আমরা দুই বোন এবং এক ভাই। আমি আমার পিতামাতার বড় মেয়ে। আমি আমার পিতামাতাকে মান্য করি ।

Post a Comment

0 Comments

Bottom Post Ad