যে সকল উদ্ভিদগোষ্ঠী সমাঙ্গদেহী, ক্লোরোফিলযুক্ত, অভাসকুলার এবং যাদের দৈহিক গঠন ও জনন প্রক্রিয়া অত্যন্ত সরল তাদের শৈবাল বলা হয়।
শৈবালের গঠন (Structure of algae) :-
শৈবালের নাম | শৈবালের গঠন |
---|---|
১. Macrocystis | ৬০m লম্বা হয়, বাদামী শৈবাল। |
2. Euglena, Volvox, Chlamydomonas | এককোষী সচল শৈবাল, ফ্লাজেলাযুক্ত। |
3. Chlorococcus, Gloeocapsa | এককোষী নিশ্চল, ফ্লাজেলা নেই। |
8. Pediastrum Volvox (সিনোরিয়াম সংগঠন) | নিশ্চল কলোনিয়াল। |
৫. ফিলামেন্টাস | Spirogyra, ulothrix (অশাখ),(শাখান্বিত)Chaetophera |
6. Vaucheria | সাইফোন আকৃতি। |
৭. Ulva | সমাঙ্গদেহী, পাতার ন্যায়। |
৮. Chaetophora, Batsacospermum, cloeochaeta | হেটারোট্রিকাস শৈবাল। |
৯. Sargassum, Polysiphonia | মূল, কান্ড, পাতায় বিভক্ত, মূলের ন্যায় অংশকে রাইজয়ডাল অনুসূত্র বলে। |
১০. Chara | পর্বতের ন্যায়। |
শৈবালের বংশবৃদ্ধি :-
শৈবাল তিনভাবে বংশবৃদ্ধি করে থাকে। যথা -
(১) অঙ্গজ। (২) অযৌন। এবং (৩) যৌন।
■ অঙ্গজ প্রজনন (Vegetative reproduction)
সংজ্ঞা :-যে জনন প্রক্রিয়া জীবের দৈহিক অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অঙ্গজ জনন বলা হয়।
এই অঙ্গজ প্রজনন আবার কয়েক ভাবে হয়ে থাকে:
১। কোষের বিভাজন (Cell division)।
উদাহরণঃ Euglena ।
২। খন্ডায়ন (Fragmentation)।
উদাহরণঃ Nostoc, Ocillatoria ।
৩। কিউবার সৃষ্টির মাধ্যমে (By formation of tuber|)।
উদাহরণঃ Chara ।
৪। কুঁড়ি সৃষ্টি (Budding)।
উদাহরণঃ Protosiphon ।
৫। হরমোগোনিয়া (Hormogonia)।
উদাহরণঃ Nostoc, Ocillatoria ।
আরও পড়ুন :- ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের উপকারিতা ও অপকারিতা
■ অযৌন জনন (Asexual reproduction)
শৈবালের অযৌন জনন আবার কয়েকভাবে হয়ে থাকে। যথাঃ
■ যৌন জনন (Sexual reproduction)
সংজ্ঞা :- গ্যামিট সৃষ্টি ও দুটি গ্যামিটের মিলনের মধ্যে যে জনন ঘটে তাকে যৌন জনন বলে।
যৌন জনন সক্ষমতার উপর ভিত্তি করে শৈবালকে দুই ভাগে ভাগ করা হয়
১। হোমোথ্যালিক।
২। হেটারোথ্যালিক।
জনন কোষের উপর ভিত্তি করে হেটারোথ্যালিক আবার তিন ধরনের যৌন জনন ঘটে থাকে।
(i) আইসোগ্যামি (Isogamy)।
উদাহরণঃ Ulothrix
(ii) অ্যানাইসোগ্যামি (Anisogamy)
উদাহরণঃ Pandorina
(iii) উগ্যামি (Oogamy)
উদাহরণঃ Fucus
এ তিন প্রকার যৌন জননের মধ্যে আইসোগ্যামি আদি পকৃতির এবং উগ্যামি উন্নত পকৃতির।
আরও পড়ুন :- সেন্ট্রিওল কি?এর কাজ।সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য
শৈবাল ও ছত্রাক এর মধ্যে পার্থক্য:-
শৈবাল |
ছত্রাক |
---|---|
1. কোষে ক্লোরোফিল আছে।
|
1. কোষে ক্লোরোফিল নেই ।
|
2. এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। অর্থাৎ স্বভোজী। |
2. এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না অর্থাৎ পরভোজী।
|
3. শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি।
|
3. ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। |
4. দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত । |
4. ছত্রাক প্লেকটেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। |
5. আলোর অনুপস্থিতিতে বাঁচতে পারে না। |
5. আলোর অনুপস্থিতিতে বাঁচতে পারে। |
6. একটি কোষে একটি নিউক্লিয়াস বিদ্যমান । |
6. একটি কোষে একাধিক নিউক্লিয়াস বিদ্যমান । |
7. কেবলমাত্র যৌন প্রজনন বিদ্যমান ।
|
7. যৌন ও অযৌন প্রজনন বিদ্যমান।
|
8. সঞ্চিত খাদ্য শর্করা ।
|
8. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ।
|
FAQs
৫। শৈবাল শব্দের অর্থ কি ?
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা