শৈবাল কি?শৈবালের গঠন, বংশবৃদ্ধি এবং শৈবাল ও ছত্রাক এর পার্থক্য

যে সকল উদ্ভিদগোষ্ঠী সমাঙ্গদেহী, ক্লোরোফিলযুক্ত, অভাসকুলার এবং যাদের দৈহিক গঠন ও জনন প্রক্রিয়া অত্যন্ত সরল তাদের শৈবাল বলা হয়। 

শৈবালের গঠন (Structure of algae) :-

শৈবালের নাম
শৈবালের গঠন
১. Macrocystis
৬০m লম্বা হয়, বাদামী শৈবাল।
2. Euglena, Volvox, Chlamydomonas
এককোষী সচল শৈবাল, ফ্লাজেলাযুক্ত।
3. Chlorococcus, Gloeocapsa
এককোষী নিশ্চল, ফ্লাজেলা নেই।
8. Pediastrum Volvox (সিনোরিয়াম
সংগঠন)
নিশ্চল কলোনিয়াল।
৫. ফিলামেন্টাস
Spirogyra, ulothrix (অশাখ),(শাখান্বিত)Chaetophera
6. Vaucheria
সাইফোন আকৃতি।
৭. Ulva
সমাঙ্গদেহী, পাতার ন্যায়।
৮. Chaetophora, Batsacospermum, cloeochaeta হেটারোট্রিকাস শৈবাল।
৯. Sargassum, Polysiphonia
মূল, কান্ড, পাতায় বিভক্ত, মূলের ন্যায় অংশকে রাইজয়ডাল অনুসূত্র বলে।
১০. Chara
পর্বতের ন্যায়।

শৈবালের বংশবৃদ্ধি :-

শৈবাল তিনভাবে বংশবৃদ্ধি করে থাকে।  যথা –

(১) অঙ্গজ।  (২) অযৌন। এবং  (৩) যৌন। 

■ অঙ্গজ প্রজনন (Vegetative reproduction)

সংজ্ঞা :-যে জনন প্রক্রিয়া জীবের দৈহিক অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অঙ্গজ জনন বলা হয়। 

এই অঙ্গজ প্রজনন আবার কয়েক ভাবে হয়ে থাকে:

১।  কোষের বিভাজন (Cell division)।  

উদাহরণঃ Euglena । 

২। খন্ডায়ন (Fragmentation)।  

উদাহরণঃ Nostoc, Ocillatoria ।

৩। কিউবার সৃষ্টির মাধ্যমে (By formation of tuber|)। 

উদাহরণঃ Chara ।

৪। কুঁড়ি সৃষ্টি (Budding)। 

উদাহরণঃ Protosiphon ।

। হরমোগোনিয়া (Hormogonia)।

উদাহরণঃ  Nostoc, Ocillatoria । 

আরও পড়ুন :ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের উপকারিতা ও অপকারিতা

■ অযৌন জনন (Asexual reproduction)

সংজ্ঞা :– বিভিন্ন ধরণের রেনু তৈরির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলা হয়। 

শৈবালের অযৌন জনন আবার কয়েকভাবে হয়ে থাকে। যথাঃ 

১। জুস্পোর (zoospore) বা বা চলরেণু। 

উদাহরণঃ Ulothrix
২। অ্যাপ্লানোস্পোর (aplanospore) বা অচলরেনু। 
উদাহরণঃ Microspora
৩।  হিপনোস্পোর (hypnospore)। 
৪।  অটোস্পোর (autospore)। 
উদাহরণঃ Chlorella
৫। অ্যাকাইনিটি । 
উদাহরণঃ Pithophora, Cladophora
৬। অক্সোস্পোর । 
উদাহরণঃ Navicula

■ যৌন জনন (Sexual reproduction)

সংজ্ঞা :- গ্যামিট সৃষ্টি ও দুটি গ্যামিটের মিলনের মধ্যে যে জনন ঘটে তাকে যৌন জনন বলে। 

যৌন জনন সক্ষমতার উপর ভিত্তি করে শৈবালকে দুই ভাগে ভাগ করা হয় 

১। হোমোথ্যালিক। 

২। হেটারোথ্যালিক।

জনন কোষের উপর ভিত্তি করে হেটারোথ্যালিক আবার তিন ধরনের যৌন জনন ঘটে থাকে। 

(i) আইসোগ্যামি (Isogamy)। 

উদাহরণঃ Ulothrix

(ii) অ্যানাইসোগ্যামি (Anisogamy)

উদাহরণঃ Pandorina

(iii) উগ্যামি (Oogamy)

উদাহরণঃ Fucus

এ তিন প্রকার যৌন জননের মধ্যে আইসোগ্যামি আদি পকৃতির এবং উগ্যামি উন্নত পকৃতির। 

আরও পড়ুন :- সেন্ট্রিওল কি?এর কাজ।সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য

শৈবাল ও ছত্রাক এর মধ্যে পার্থক্য:-

শৈবাল
ছত্রাক
1. কোষে ক্লোরোফিল আছে।
1. কোষে ক্লোরোফিল নেই ।
2. এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। অর্থাৎ স্বভোজী।
2. এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না অর্থাৎ পরভোজী।
3. শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি।
3. ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি।
4. দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত ।
4. ছত্রাক প্লেকটেনকাইমা টিস্যু দ্বারা গঠিত।
5. আলোর অনুপস্থিতিতে বাঁচতে পারে না।
5. আলোর অনুপস্থিতিতে বাঁচতে পারে।
6. একটি কোষে একটি নিউক্লিয়াস বিদ্যমান ।
6. একটি কোষে একাধিক নিউক্লিয়াস বিদ্যমান ।
7. কেবলমাত্র যৌন প্রজনন বিদ্যমান ।
7. যৌন ও অযৌন প্রজনন বিদ্যমান।
8. সঞ্চিত খাদ্য শর্করা ।
8. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ।

FAQs

১। শৈবাল বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ  William Henry Harvey কে আধুনিক শৈবাল বিজ্ঞানের জনক বলা। 

২। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি?
উত্তরঃ স্টার্চ। 

৩। জীব বিজ্ঞানের যে শাখায় শৈবাল বিষয়ে পড়াশোনা করা হয় তাকে কি বলে?
উত্তরঃ Phycology 
ব্যাখ্যা :
Mycology – ছত্রাক বিজ্ঞান
Pedology –  মৃত্তিকা বিজ্ঞান
Planktology – প্লাংটন সম্পর্কিত বিদ্যা
Algology – শৈবাল বিদ্যা 

৪। কোনটি শৈবালে বায়ু কুঠুরি রয়েছে?
উত্তরঃ Sargassum

৫। শৈবাল শব্দের অর্থ কি ?

উত্তরঃ শৈবাল শব্দের বাংলা অর্থ শেওলা। 

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!