The cow paragraph for class 1, 2 [বাংলা উচ্চারণ ও অর্থসহ]

The Cow (গরু) 

The cow is a domestic animal. It has a long head. It has four legs, two eyes, two ears and two horns. It has a long tail. Its body is covered with soft fur. It eats grass. It gives us milk. Milk is an ideal food. 

উচ্চারণ : দ্যা কাউ ইজ এ ডমোস্টিক অ্যানিমেল। ইট হ্যাজ এ লং হেড। ইট হ্যাজ ফোর লেগস, টু আইজ, টু ইয়ার অ্যান্ড টু হর্নস। ইট হ্যাজ এ লং টেইল। ইটস বডি ইজ কাভার্ড উইথ সফ্ট ফার । ইট ঈটস গ্রাস। ইট গিভস আস মিল্ক । মিল্ক ইজ অ্যান আইডিয়েল ফুড।

অনুবাদ : গরু একটি গৃহপালিত জন্তু। এর একটি লম্বা মাথা আছে। এর চারটি পা, দুটি চোখ, দুটি কান ও দুটি শিং আছে। এর একটি লম্বা লেজ আছে। এর শরীর নরম লোমে আবৃত। এরা ঘাস খায়। এরা আমাদের দুধ দেয় । দুধ একটি আদর্শ খাদ্য ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!