The dog paragraph for class 1, 2 [বাংলা উচ্চারণ ও অর্থসহ]

The Dog (কুকুর)

The dog is an animal. It is very faithful. It has four legs, two eyes and two ears. Its teeth and nails are sharp. It has a tail. Its eyes are bright. It can see at night. It eats meat and rice. It guards our home at night. It barks at an unknown person.

উচ্চারণ:- ( দ্যা ডগ ইজ অ্যান অ্যানিমেল । ইট ইজ ভেরি ফেইথফুল। ইট হ্যাজ ফোর লেগ্‌স, টু আইজ অ্যান্ড টু ইয়ার। ইটস টীথ অ্যাণ্ড নেইলস আর শার্প। ইট হ্যাজ এ টেইল। ইটস আইজ আর ব্রাইট। ইট ক্যান সী অ্যাট নাইট। ইট ঈটস মীট অ্যান্ড রাইস। ইট গার্ডস আওয়ার হোম অ্যাট নাইট। ইট বার্কস অ্যাট অ্যান আননোন পারশন।)

অনুবাদ:- কুকুর একটি জন্তু। এটা খুবই বিশ্বস্ত। এর চারটি পা, দুটি চোখ এবং দুটি কান আছে। এর দাঁত ও নখ ধারাল। এর একটি লেজ আছে। এর চোখ উজ্জ্বল। এরা রাতে দেখতে পায়। এটা মাংস ও ভাত খায়। এটা রাতে আমাদের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক দেখলে এটা ঘেউ ঘেউ করে।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!