অবস্থান :
আমাদের গ্রামের নাম মিরপুর। একটি লক্ষ্মীপুর জেলার সদর থানায় অবস্থিত। আমার জন্ম এ গ্রামেই। এই গ্রামের ছায়াঘেরা মায়াময় কোলে হাঁটি হাঁটি পা পা করে আমি বড় হয়েছি। এটি একটি আদর্শ গ্রাম।
বর্ণনা :
আমাদের গ্রামটা দৈর্ঘ্যে প্রায় দেড় মাইল এবং প্রস্থে এক মাইল। আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামটাই সবচেয়ে উন্নত। ছোট একটি খাল আমাদের গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বড় খালের সাথে মিশেছে। গ্রামের এক পাশ দিয়ে ডিস্ট্রিক বোর্ড রাস্তা উপজেলা শহরের দিকে গিয়েছে। ফলে দেশের অন্যান্য স্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল ।
জনসংখ্যা :
আমাদের গ্রামটি ঘনবসতিপূর্ণ। এখানে প্রায় ৩০০০ হাজার লোকের বাস। এর মধ্যে অধিকাংশই মুসলমান। কিছু হিন্দু ও বৌদ্ধ পরিবার আছে। গ্রামের প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। গ্রামের প্রায় ৮০ ভাগ লোক কৃষিজীবী। আমাদের গ্রামে যথেষ্ট শিক্ষিত লোক আছে। তাদের মধ্যে অধিকাংশই চাকরি ও শিক্ষকতা পেশায় নিয়োজিত।
গ্রামে কি কি আছে :
আমাদের গ্রামে একটি মাদ্রাসা, একটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে। এছাড়া গ্রামে একটি ডাকঘর ও একটি পাঠাগার আছে। আমাদের গ্রামে তিনটি মসজিদ আছে। আমাদের গ্রামকে এক কথায় একটি আদর্শ গ্রাম বলা চলে ৷
উপসংহার :
আমাদের গ্রামখানি প্রকৃতির সৌন্দর্যে একটি আনন্দের আবাসভূমি। এ গ্রামের আলো বাতাসে মানুষ হয়ে কেউ ডাক্তার, কেউ শিক্ষক হয়ে দেশ বিদেশে চাকরি করেন। বাস উপযোগী সর্বোৎকৃষ্ট একটি আদর্শ গ্রাম হিসাবে আমাদের গ্রাম উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে চলছে।
সূচনা :
আমাদের গ্রামের নাম বনপলাশী। গ্রামটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে বিশাল পদ্মা নদী ।
গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য :
আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর। এখানে রয়েছে অনেকগুলো বিশাল আম, জাম, কাঁঠাল, বট আর পাকুড়গাছ। এছাড়া জারুল, কনকচাঁপা, কদম, শিউলি, বকুল, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুলের গাছ আছে। প্রতিটি মৌসুমে নানারকম ফুলে রঙিন হয়ে থাকে আমাদের গ্রাম ।
গ্রামের অধিবাসীরা :
বনপলাশী গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। তারা সবাই মিলে মিশে থাকে। কেউ ঝগড়াবিবাদ পছন্দ করে না। বয়স্ক শিক্ষার ব্যবস্থা থাকায় গ্রামে কোনো নিরক্ষর লোক নেই। এখানে আছে নানা পেশা ও নানা ধর্মের মানুষ। কেউ কৃষিকাজ করেন, কেউ ব্যবসায়, কেউ চাকরি। ঈদ, পূজা, বড়দিন আর নববর্ষে উৎসবে মেতে ওঠে পুরো গ্রামটি ।
আরও পড়ুন :আমাদের দেশ রচনা [৩য়, ৪র্থ, ৫ম শ্রেণি ]
গ্রামে যা যা আছে :
আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, একটি খেলার মাঠ, একটি বাজার, দুটি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা আছে। গ্রামের শেষপ্রান্তের বড় মাঠে সপ্তাহে একদিন হাট বসে । গ্রামের খেতগুলোতে ফলে প্রচুর ধান, পাট, আখ ইত্যাদি । বড় বড় কয়েকটি পুকুরে নানারকম মাছের চাষ হয় । তাছাড়া পাশের পদ্মা নদী ও এর সঙ্গে যুক্ত খালে হরেক রকম মাছ পাওয়া যায় ।
গ্রামের মানুষের জীবন :
বনপলাশীর মানুষ খুব কর্মঠ হলেও আমোদপ্রিয়। তারা অবসর সময়ে নৌকাবাইচ, হাডুডু, ঘুড়ি ওড়ানো ইত্যাদি ঐতিহ্যবাহী খেলায় মেতে ওঠে। অনেকে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনও খেলে। আমাদের গ্রামে প্রতি পহেলা বৈশাখে হয় জমজমাট বৈশাখী মেলা ।
উপসংহার :
আমাদের গ্রামকে নিঃসন্দেহে একটি আদর্শ গ্রাম বলা যায়। এ গ্রামকে আমরা সবাই মায়ের মতো ভালোবাসি ।
আরও পড়ুন : আমার জীবনের লক্ষ্য - রচনা [ class 2, 3, 4, 5 ]
আমাদের গ্রাম রচনা - ৩
সূচনা :
অবস্থান :
আয়তন ও লোকসংখ্যা :
যাতায়াত ব্যবস্থা :
আরও পড়ুন : বিজয় দিবস - রচনা ২০০ শব্দ [ class 3, 4, 5 ]
প্রতিষ্ঠান ও বাজার :
জীবিকা ও পেশা :
শিক্ষা :
উপসংহার :
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা