Our Madrasah (আমাদের মাদরাসা)
Introduction: The name of our madrasah is Hazirhat Hamidiya Dakhil Madrasah. It is a well-reputed madrasah.
Location: The madrasah is situated at a suitable place. Boys and girls of the nearby villages can come to the madrasah easily.
Description: The madrasah has fifteen rooms. There is a separate room for the superintendent to sit. Next to the superintendent’s room is an office room. Two clerks sit there. There is also a teachers’ common room. There is a students’ common room. The library room is very big.
Timing: Generally our madrasah starts at 10:00 am and breaks up at 4:00 pm.
Teachers and students: There are 400 students and thirty well-trained teachers in our madrasah. Teachers are very helpful to the students.
Other facilities: The madrasah has a big playground. Students play various games and sports there.
Results: The madrasah has a good reputation for result.
Conclusion: Our madrasah is one of the best madrasahs in the Tangail District. We are proud of it.
অনুবাদ
সূচনা : আমাদের মাদরাসার নাম হাজিরহাট হামিদিয়া দাখিল মাদরাসা । এটি একটি সুবিখ্যাত মাদরাসা ।
অবস্থান : মাদরাসাটি উপযুক্ত স্থানে অবস্থিত। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে ছেলেমেয়েরা সহজে মাদরাসায় আসতে পারে ।
বর্ণনা : এর ১৫টি কামরা আছে। সুপারিনটেনডেন্ট এর বসবার জন্য একটি পৃথক কামরা আছে । সুপারিনটেনডেন্টের কামরার পাশে অফিস কক্ষ । সেখানে দুইজন কেরানী বসেন। শিক্ষকদের জন্যও একটি কমনরুম আছে। একটি ছাত্রদের কমনরুম আছে । গ্রন্থাগার কক্ষটি খুব বড়।
মাদরাসার সময় : সাধারণত আমাদের মাদরাসা সকাল ১০টায় বসে এবং বিকাল চারটায় ছুটি হয় ।
ছাত্র ও শিক্ষক : আমাদের মাদরাসায় ৪০০ জন ছাত্র এবং ত্রিশজন সুদক্ষ শিক্ষক আছেন। শিক্ষকগণ ছাত্রদেরকে বেশ সহযোগিতা করেন।
অন্যান্য সুবিধাসমূহ: মাদরাসায় একটি বড় খেলার মাঠ আছে। ছাত্ররা সেখানে অনেক ধরনের খেলাধুলা করে।
ফলাফল : ফলাফলের জন্য মাদরাসার যথেষ্ট সুনাম আছে।
উপসংহার : টাঙ্গাইল জেলায় আমাদের মাদরাসাটি অন্যতম ভালো মাদরাসা। আমরা এটি নিয়ে গর্বিত।