পরিমাপ ও পরিমাপের এককের সংজ্ঞা, কত প্রকার এবং প্রয়োজনীয়তা

পরিমাপ (Measurement) : 

সংজ্ঞা :- কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। অর্থাৎ যে প্রণালীতে কোন রাশির মান নিরূপণ করা হয়, তাকে ঐ রাশির পরিমাপ বলে। 

যেমন— আমার বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব 500 মিটার। এখানে, 500 মিটার হল বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বের পরিমাণ । 

আয়েশার ক্লাস থেকে মাদ্রাসার অফিসে যেতে 55 সেকেন্ড সময় লাগে। এখানে 55 সেকেন্ড সময়ের পরিমাণ। 

পরিমাপের প্রকারভেদঃ 

পরিমাপ বিভিন্ন ধরনের হতে পারে। যেমন-  দৈর্ঘ্য, ওজন, ভর, সময়, তাপমাত্রা, আপক্ষক, তরঙ্গ দৈর্ঘ্য, তীব্রতা, ত্বরণ, কৌণিক পরিমাণ ইত্যাদি। 

পরিমাপের একক (Units of measurement) : 

সংজ্ঞা :- যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলে। 

যেমন— একটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার বললে বুঝা যায় যে, মিটারকে আদর্শ হিসেবে ধরে নেয়া হয়েছে যার তুলনায় লাঠিটি 5 গুণ লম্বা। সুতরাং এখানে মিটার হল পরিমাপের একক।

পরিমাপের এককের প্রকারভেদঃ 

পরিমাপের একক দুই প্রকার। যথা : 

১. মৌলিক একক ( Fundamental unit)  

২. লব্ধ বা যৌগিক একক( Derivet unit)।

পরিমাপের প্রয়োজনীয়তা

যেকোন পরিমাপের জন্য একটি আদর্শ বা স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট পরিমাপের সঙ্গে তুলনা করে সমগ্র ভৌত রশিসমূহকে প্রকাশ করা হয়। পরিমাপের এই স্ট্যান্ডার্ড বা আদর্শকে পরিমাপের একক বলা হয়। সুতরাং কোন পরিমাপকে প্রকাশ করার জন্য পরিমাপের এককের প্রয়োজন। 

উদাহরণস্বরূপ যদি বলা হয় কোন একটি বস্তুর দৈর্ঘ্য 10 তবে ইহা দ্বারা বস্তুর সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না। প্রকৃত ধারণা পাওয়ার জন্য দৈর্ঘ্যের সংখ্যাগত মানের পাশে একক ব্যবহার করতে হয়। যেমন : একটি বস্তুর দৈর্ঘ্য10 মিটার।

FAQs

১। পরিমাপক বলতে কি বুঝায় ?
উত্তর : কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে।
 
২। পরিমাপের জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয় কেন ?
উত্তর : পরিমাপের সঠিকতার অর্জনের জন্য।  

৩। এস. আই পদ্ধতিতে পদার্থের পরিমাপ একক কি ?
উত্তর : মোল। 

৪. দৈর্ঘ্য পরিমাপের একক কি?
উত্তর : মিটার।

Post a Comment

0 Comments

Bottom Post Ad