ইসলাম অর্থ কি ?কাকে বলে। ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কি কি

উপস্থাপনা : ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম। এটি আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনীত জীবনব্যবস্থা। সকল মতবাদ মতাদর্শের উপর এর বিজয় সাধনের লক্ষ্যে আল্লাহ তায়ালা মহানবী (স)-কে এ পৃথিবীতে পাঠিয়েছেন।

ইসলাম শব্দের অর্থ :-

ইসলাম  শব্দটি বাবে افعال -এর মাসদার, যা سلم  বা سلام মাদ্দাহ থেকে গঠিত। এর অর্থ হচ্ছে—

  • ১. الانقياد তথা আনুগত্য ।
  • ২. الاطاعه তথা মেনে চলা
  • ৩. الخضوع তথা বশ্যতা স্বীকার করা, অবনত হওয়া ।
  • 8. التدفع তথা ঠেলে দেয়া ।
  • ৫. কোনো কাজ ন্যস্ত করা।
  • ৬. সন্ধিতে উপনীত হওয়া ।
  • ৭. ইসলাম ধর্ম কবুল করা । 
  • ৮. To be secured তথা নিরাপত্তা লাভ করা ।
  • ৯. To work sincerely তথা নিষ্ঠার সাথে কাজ করা । 
  • 10. To surrender তথা আত্মসমর্পণ করা ।

সংজ্ঞা :- শরীয়তের পরিভাষায় আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার পূর্ণ আনুগত্য ও তার নিকট আত্মসমর্পণ করা। তার আদেশ-নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। 

ইসলামের মৌলিক বিষয় সমূহ :- 

ইসলামের মৌলিক বিষয় হচ্ছে ৫টি। যথাঃ  

১. ঈমান আনয়ন করা। এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসূল । অর্থাৎ এক কথায়, তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি দেয়া ।

২. সালাত কায়েম করা অর্থাৎ ব্যক্তিগতভাবে নিজে নামায আদায় করা এবং অন্যদেরকে নিয়ে জামায়াতের পরিবেশ সৃষ্টি করা ।

৩. যাকাত আদায় করা। অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে শরীয়তের নির্দেশ মোতাবেক তার যাকাত দেয়া ৷

৪. হজ্জ পালন করা। অর্থাৎ পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে বায়তুল্লাহ পর্যন্ত পৌছার সম্বল থাকলে বায়তুল্লাহর হজ্জ করা।

৫. প্রতি বছর রমযান মাসে রোযা পালন করা। 

উপসংহার : ঈমান, নামায, রোযা, হজ্জ ও যাকাত এ পাঁচটি বিষয়ের সমন্বিত রূপই হলো ইসলাম। কাজেই যে ব্যক্তি এগুলোর যে কোনো একটি অস্বীকার করবে, সে অবশ্যই ইসলামের ভিত্তির ধ্বংসসাধনকারী হিসেবে চিহ্নিত হবে ।

Post a Comment

0 Comments