Ads Area

ভাষা ও বাংলা ভাষা ( MCQ ) - পর্ব - ২

৫১। 'পাউরুটি' শব্দটি কোন ভাষার?

(ক) পর্তুগিজ। 
(খ) ফারসি। 
(গ) গুজরাটি। 
(ঘ) পাঞ্জাবি। 

৫২। 'বালতি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) ফরাসি। 
(খ) পর্তুগিজ। 
(গ) গুজরাটি। 
(ঘ) ওলন্দাজ। 

৫৩। ফরাসি শব্দ কোনটি?

(ক) হরতাল। 
(খ) পাদ্রি। 
(গ) তোপ। 
(ঘ) কুপন। 

৫৪। ‘রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

(ক) ইংরেজি। 
(খ) জাপানি। 
(গ) ওলন্দাজ। 
(ঘ) ফরাসি। 

৫৫। 'হরতাল' কোন ভাষার শব্দ?

(ক) ওলন্দাজ। 
(খ) তুর্কী। 
(গ) হিন্দি। 
(ঘ) গুজরাটি। 

৫৬। তামিল ভাষার শব্দ কোনটি?

(ক) পেট। 
(খ) কুলা। 
(গ) চুলা। 
(ঘ) কুড়ি। 

৫৭। 'রিক্সা' কোন ভাষার শব্দ?

(ক) গুজরাটি। 
(খ) পাঞ্জাবি। 
(গ) তুর্কি। 
(ঘ) জাপানি। 

৫৮। 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?

(ক) তৎসম। 
(খ) দেশি। 
(গ) বিদেশি। 
(ঘ) মিশ্র। 

৫৯। কোনটি পারিভাষিক শব্দ?

(ক) বেতার। 
(খ) বালতি। 
(গ) বৈষ্ণব। 
(ঘ) বোতল। 

৬০। মানুষ মনের ভাব প্রকাশের জন্যে যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?

(ক) ধ্বনি। 
(খ) শব্দ। 
(গ) ভাষা। 
(ঘ) বর্ণ। 

৬১। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?

(ক) ধ্বনি। 
(খ) শব্দ। 
(গ) বাকযন্ত্র । 
(ঘ) ভাষা। 

৬২। বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?

(ক) কথ্য-লেখ্য। 
(খ) কথ্য-প্রমিত। 
(গ) প্রমিত-লেখ্য। 
(ঘ) লেখ্য-আঞ্চলিক। 

৬৩। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

(ক) উপভাষা। 
(খ) মিশ্র ভাষা। 
(গ) সাধু ভাষা। 
(ঘ) চলিত ভাষা। 

৬৪। বাংলা ভাষার সাথে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?

(ক) সংস্কৃত। 
(খ) ভোজপুরিয়া। 
(গ) হিন্দি। 
(ঘ) গুজরাটি। 

৬৫। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

(ক) সংস্কৃত। 
(খ) পালি। 
(গ) প্রাকৃত। 
(ঘ) হিন্দি। 

৬৬। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

(ক) গুরুগম্ভীর। 
(খ) কৃত্রিম। 
(গ) পরিবর্তনশীল। 
(ঘ) তৎসম শব্দবহুল। 

৬৭। মানুষের ভাষা কিসের সাহায্যে উচ্চারিত হয়?

(ক) কণ্ঠের সাহায্যে। 
(খ) ঠোঁটের সাহায্যে। 
(গ) বাগ্যন্ত্রের সাহায্যে। 
(ঘ) ফুসফুসের সাহায্যে। 

৬৮। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?

(ক) সহজবোধ্য। 
(খ) অপরিবর্তনীয়। 
(গ) কৃত্রিমতাবর্জিত। 
(ঘ) সংক্ষিপ্ত। 

৬৯। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?

(ক) অব্যয় ও ক্রিয়াপদে। 
(খ) সর্বনাম ও বিশেষ্য পদে। 
(গ) ক্রিয়া ও সর্বনাম পদে। 
(ঘ) ক্রিয়াপদ ও অব্যয় পদে। 

৭০। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

(ক) লেখ্য। 
(খ) কথ্য। 
(গ) আঞ্চলিক। 
(ঘ) উপভাষা। 

৭১। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে—

(ক) উপভাষা। 
(খ) সাধু ভাষা। 
(গ) চলিত ভাষা। 
(ঘ) লেখ্য ভাষা। 

৭২। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা অধিক উপযোগী?

(ক) চলিত ভাষা। 
(খ) সাধু ভাষা। 
(গ) কথ্য ভাষা। 
(ঘ) সবগুলোই। 

৭৩। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?

(ক) সাধু রীতি। 
(খ) আঞ্চলিক কথ্য রীতি। 
(গ) সাধু এবং চলিত উভয় রীতি। 
(ঘ) চলিত রীতি। 

৭৪। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

(ক) আভিজাত্যপূর্ণ। 
(খ) পদবিন্যাস সুনির্দিষ্ট। 
(গ) কৃত্রিমতাবর্জিত। 
(ঘ) কাঠামো অপরিবর্তনীয়। 

৭৫। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?

(ক) বাগধারার। 
(খ) ফুসফুসের। 
(গ) বাগযন্ত্রের। 
(ঘ) চক্ষু ও কর্ণের। 

৭৬। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে এ কথাটি কী?

(ক) সম্পূর্ণ ভিত্তিহীন। 
(খ) সম্পূর্ণ মিথ্যা। 
(গ) আংশিক সত্য। 
(ঘ) সম্পূর্ণ সত্য। 

৭৭। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ?

(ক) তুলা, সহিত। 
(খ) জুতো, মাথা। 
(গ) হাত, পাখা। 
(ঘ) বুনো, তুলো। 

৭৮। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

(ক) তৎসম। 
(খ) বিদেশি। 
(গ) দেশি। 
(ঘ) তদ্ভব। 

৭৯। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?

(ক) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে। 
(খ) কণ্ঠধ্বনির সাহায্যে। 
(গ) চিত্রাঙ্কনের সাহায্যে। 
(ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে। 

৮০। ভাষার মূল উপাদান কী?

(ক) অক্ষর। 
(খ) ধ্বনি। 
(গ) বৰ্ণ। 
(ঘ) শব্দ। 

৮১। বাংলা ভাষার মূল উৎস কী?

(ক) হিন্দি ভাষা। 
(খ) বৈদিক ভাষা। 
(গ) কানাড়ি ভাষা। 
(ঘ) অনার্য ভাষা। 

৮২। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?

(ক) শব্দ। 
(খ) বাক্য। 
(গ) পদ। 
(ঘ) অক্ষর । 

৮৩। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?

(ক) আসাম। 
(খ) পশ্চিমবঙ্গ। 
(গ) গুজরাট। 
(ঘ) উত্তর প্রদেশ । 

৮৪। ভাষা কী?

(ক) উচ্চারণের প্রতীক। 
(খ) কণ্ঠের উচ্চারণ। 
(গ) ভাব প্রকাশের মাধ্যম। 
(ঘ) ধ্বনির সমষ্টি। 

৮৫। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

(ক) মধুমালতী। 
(খ) সিকান্দরনামা। 
(গ) শ্রীকৃষ্ণকীৰ্ত্তন। 
(ঘ) বৈষ্ণব পদাবলি। 

৮৬। মানুষের কণ্ঠনিঃসৃত বাসংকেতের সংগঠনকে কী বলে?

(ক) ধ্বনি। 
(খ) শব্দ। 
(গ) বাক্য। 
(ঘ) ভাষা। 

৮৭। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

(ক) দেশ ও কালভেদে। 
(খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে। 
(গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে। 
(ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে। 

৮৮। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?

(ক) ধ্বনি। 
(খ) শব্দ। 
(গ) বর্ণ। 
(ঘ) ভাষা। 

৮৯। ভাষার জগতে বাংলার স্থান কোথায়?

(ক) চতুর্থ। 
(খ) পঞ্চম। 
(গ) ষষ্ঠ। 
(ঘ) সপ্তম। 

৯০। লেখ্যভাষার রূপ দুটির নাম কী?

(ক) সাধু ও আঞ্চলিক। 
(খ) সাধু ও চলিত। 
(গ) চলিত আঞ্চলিক। 
(ঘ) আঞ্চলিক ও আন্তর্জাতিক। 

৯১। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে ?

(ক) উড়িয়া। 
(খ) চুরুলিয়া। 
(গ) আরাকান। 
(ঘ) কলকাতা। 

৯২। সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য কোথায় ?

(ক) ক্রিয়াপদে। 
(খ) সর্বনাম পদে। 
(গ) অব্যয় পদে। 
(ঘ) বিশেষ্য পদ। 

৯৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?

(ক) আঞ্চলিক ভাষায়। 
(খ) চলিত ভাষায়। 
(গ) উপভাষায়। 
(ঘ) সাধু ভাষায়। 

৯৪। কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?

(ক) গৌড়ীয় প্রাকৃত। 
(খ) অপভ্রংশ। 
(গ) সংস্কৃত। 
(ঘ) উড়িয়া। 

৯৫। বাংলা ভাষার বিবর্তনকে কয়টি যুগে ভাগ করা হয়েছে?

(ক) দুটি। 
(খ) তিনটি। 
(গ) চারটি। 
(ঘ) পাঁচটি। 

৯৬। আঞ্চলিক ভাষার অপর নাম কী?

(ক) সাধু ভাষা। 
(খ) চলিত ভাষা। 
(গ) উপভাষা। 
(ঘ) কথ্য ভাষা। 

৯৭। কোন্ ভাষা সংক্ষিপ্ত ও সহজ বোধ্য ?

(ক) সাধু ভাষা। 
(খ) আঞ্চলিক ভাষা। 
(গ) চলতি ভাষা। 
(ঘ) উপভাষা। 

৯৮। সাহিত্য সৃষ্টিতে এখন কোন রীতির ভাষা বেশি চালু-

(ক) সাধু। 
(খ) উপভাষা। 
(গ) চলিত। 
(ঘ) আঞ্চলিক ভাষা। 

৯৯। 'তারা' কোন ভাষারীতির শব্দ ?

(ক) সাধু। 
(খ) চলিত। 
(গ) আঞ্চলিক। 
(ঘ) দেশী। 

১০০। প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত ?

(ক) সাধু ভাষায়। 
(খ) সংস্কৃত ভাষায়। 
(গ) আঞ্চলিক ভাষায়। 
(ঘ) চলিত ভাষায়। 


Post a Comment

0 Comments