৫১। ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
(ক) পর্তুগিজ।
(খ) ফারসি।
(গ) গুজরাটি।
(ঘ) পাঞ্জাবি।
Answer
৫২। ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফরাসি।
(খ) পর্তুগিজ।
(গ) গুজরাটি।
(ঘ) ওলন্দাজ।
Answer
৫৩। ফরাসি শব্দ কোনটি?
(ক) হরতাল।
(খ) পাদ্রি।
(গ) তোপ।
(ঘ) কুপন।
Answer
৫৪। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
(ক) ইংরেজি।
(খ) জাপানি।
(গ) ওলন্দাজ।
(ঘ) ফরাসি।
Answer
৫৫। ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
(ক) ওলন্দাজ।
(খ) তুর্কী।
(গ) হিন্দি।
(ঘ) গুজরাটি।
Answer
৫৬। তামিল ভাষার শব্দ কোনটি?
(ক) পেট।
(খ) কুলা।
(গ) চুলা।
(ঘ) কুড়ি।
Answer
৫৭। ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
(ক) গুজরাটি।
(খ) পাঞ্জাবি।
(গ) তুর্কি।
(ঘ) জাপানি।
Answer
৫৮। ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর?
(ক) তৎসম।
(খ) দেশি।
(গ) বিদেশি।
(ঘ) মিশ্র।
Answer
৫৯। কোনটি পারিভাষিক শব্দ?
(ক) বেতার।
(খ) বালতি।
(গ) বৈষ্ণব।
(ঘ) বোতল।
Answer
৬০। মানুষ মনের ভাব প্রকাশের জন্যে যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?
(ক) ধ্বনি।
(খ) শব্দ।
(গ) ভাষা।
(ঘ) বর্ণ।
Answer
৬১। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
(ক) ধ্বনি।
(খ) শব্দ।
(গ) বাকযন্ত্র ।
(ঘ) ভাষা।
Answer
৬২। বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
(ক) কথ্য-লেখ্য।
(খ) কথ্য-প্রমিত।
(গ) প্রমিত-লেখ্য।
(ঘ) লেখ্য-আঞ্চলিক।
Answer
৬৩। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
(ক) উপভাষা।
(খ) মিশ্র ভাষা।
(গ) সাধু ভাষা।
(ঘ) চলিত ভাষা।
Answer
৬৪। বাংলা ভাষার সাথে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?
(ক) সংস্কৃত।
(খ) ভোজপুরিয়া।
(গ) হিন্দি।
(ঘ) গুজরাটি।
Answer
৬৫। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
(ক) সংস্কৃত।
(খ) পালি।
(গ) প্রাকৃত।
(ঘ) হিন্দি।
Answer
৬৬। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
(ক) গুরুগম্ভীর।
(খ) কৃত্রিম।
(গ) পরিবর্তনশীল।
(ঘ) তৎসম শব্দবহুল।
Answer
৬৭। মানুষের ভাষা কিসের সাহায্যে উচ্চারিত হয়?
(ক) কণ্ঠের সাহায্যে।
(খ) ঠোঁটের সাহায্যে।
(গ) বাগ্যন্ত্রের সাহায্যে।
(ঘ) ফুসফুসের সাহায্যে।
Answer
৬৮। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
(ক) সহজবোধ্য।
(খ) অপরিবর্তনীয়।
(গ) কৃত্রিমতাবর্জিত।
(ঘ) সংক্ষিপ্ত।
Answer
৬৯। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) অব্যয় ও ক্রিয়াপদে।
(খ) সর্বনাম ও বিশেষ্য পদে।
(গ) ক্রিয়া ও সর্বনাম পদে।
(ঘ) ক্রিয়াপদ ও অব্যয় পদে।
Answer
৭০। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
(ক) লেখ্য।
(খ) কথ্য।
(গ) আঞ্চলিক।
(ঘ) উপভাষা।
Answer
৭১। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে—
(ক) উপভাষা।
(খ) সাধু ভাষা।
(গ) চলিত ভাষা।
(ঘ) লেখ্য ভাষা।
Answer
৭২। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা অধিক উপযোগী?
(ক) চলিত ভাষা।
(খ) সাধু ভাষা।
(গ) কথ্য ভাষা।
(ঘ) সবগুলোই।
Answer
৭৩। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
(ক) সাধু রীতি।
(খ) আঞ্চলিক কথ্য রীতি।
(গ) সাধু এবং চলিত উভয় রীতি।
(ঘ) চলিত রীতি।
Answer
৭৪। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
(ক) আভিজাত্যপূর্ণ।
(খ) পদবিন্যাস সুনির্দিষ্ট।
(গ) কৃত্রিমতাবর্জিত।
(ঘ) কাঠামো অপরিবর্তনীয়।
Answer
৭৫। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
(ক) বাগধারার।
(খ) ফুসফুসের।
(গ) বাগযন্ত্রের।
(ঘ) চক্ষু ও কর্ণের।
Answer
৭৬। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে এ কথাটি কী?
(ক) সম্পূর্ণ ভিত্তিহীন।
(খ) সম্পূর্ণ মিথ্যা।
(গ) আংশিক সত্য।
(ঘ) সম্পূর্ণ সত্য।
Answer
৭৭। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ?
(ক) তুলা, সহিত।
(খ) জুতো, মাথা।
(গ) হাত, পাখা।
(ঘ) বুনো, তুলো।
Answer
৭৮। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) তৎসম।
(খ) বিদেশি।
(গ) দেশি।
(ঘ) তদ্ভব।
Answer
৭৯। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
(ক) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে।
(খ) কণ্ঠধ্বনির সাহায্যে।
(গ) চিত্রাঙ্কনের সাহায্যে।
(ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে।
Answer
৮০। ভাষার মূল উপাদান কী?
(ক) অক্ষর।
(খ) ধ্বনি।
(গ) বৰ্ণ।
(ঘ) শব্দ।
Answer
৮১। বাংলা ভাষার মূল উৎস কী?
(ক) হিন্দি ভাষা।
(খ) বৈদিক ভাষা।
(গ) কানাড়ি ভাষা।
(ঘ) অনার্য ভাষা।
Answer
৮২। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
(ক) শব্দ।
(খ) বাক্য।
(গ) পদ।
(ঘ) অক্ষর ।
Answer
৮৩। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
(ক) আসাম।
(খ) পশ্চিমবঙ্গ।
(গ) গুজরাট।
(ঘ) উত্তর প্রদেশ
।
Answer
৮৪। ভাষা কী?
(ক) উচ্চারণের প্রতীক।
(খ) কণ্ঠের উচ্চারণ।
(গ) ভাব প্রকাশের মাধ্যম।
(ঘ) ধ্বনির সমষ্টি।
Answer
৮৫। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
(ক) মধুমালতী।
(খ) সিকান্দরনামা।
(গ) শ্রীকৃষ্ণকীৰ্ত্তন।
(ঘ) বৈষ্ণব পদাবলি।
Answer
৮৬। মানুষের কণ্ঠনিঃসৃত বাসংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি।
(খ) শব্দ।
(গ) বাক্য।
(ঘ) ভাষা।
Answer
৮৭। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
(ক) দেশ ও কালভেদে।
(খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে।
(গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে।
(ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে।
Answer
৮৮। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
(ক) ধ্বনি।
(খ) শব্দ।
(গ) বর্ণ।
(ঘ) ভাষা।
Answer
৮৯। ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
(ক) চতুর্থ।
(খ) পঞ্চম।
(গ) ষষ্ঠ।
(ঘ) সপ্তম।
Answer
৯০। লেখ্যভাষার রূপ দুটির নাম কী?
(ক) সাধু ও আঞ্চলিক।
(খ) সাধু ও চলিত।
(গ) চলিত আঞ্চলিক।
(ঘ) আঞ্চলিক ও আন্তর্জাতিক।
Answer
৯১। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে ?
(ক) উড়িয়া।
(খ) চুরুলিয়া।
(গ) আরাকান।
(ঘ) কলকাতা।
Answer
৯২। সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য কোথায় ?
(ক) ক্রিয়াপদে।
(খ) সর্বনাম পদে।
(গ) অব্যয় পদে।
(ঘ) বিশেষ্য পদ।
Answer
৯৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?
(ক) আঞ্চলিক ভাষায়।
(খ) চলিত ভাষায়।
(গ) উপভাষায়।
(ঘ) সাধু ভাষায়।
Answer
৯৪। কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?
(ক) গৌড়ীয় প্রাকৃত।
(খ) অপভ্রংশ।
(গ) সংস্কৃত।
(ঘ) উড়িয়া।
Answer
৯৫। বাংলা ভাষার বিবর্তনকে কয়টি যুগে ভাগ করা হয়েছে?
(ক) দুটি।
(খ) তিনটি।
(গ) চারটি।
(ঘ) পাঁচটি।
Answer
৯৬। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) সাধু ভাষা।
(খ) চলিত ভাষা।
(গ) উপভাষা।
(ঘ) কথ্য ভাষা।
Answer
৯৭। কোন্ ভাষা সংক্ষিপ্ত ও সহজ বোধ্য ?
(ক) সাধু ভাষা।
(খ) আঞ্চলিক ভাষা।
(গ) চলতি ভাষা।
(ঘ) উপভাষা।
Answer
৯৮। সাহিত্য সৃষ্টিতে এখন কোন রীতির ভাষা বেশি চালু-
(ক) সাধু।
(খ) উপভাষা।
(গ) চলিত।
(ঘ) আঞ্চলিক ভাষা।
Answer
৯৯। ‘তারা’ কোন ভাষারীতির শব্দ ?
(ক) সাধু।
(খ) চলিত।
(গ) আঞ্চলিক।
(ঘ) দেশী।
Answer
১০০। প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত ?
(ক) সাধু ভাষায়।
(খ) সংস্কৃত ভাষায়।
(গ) আঞ্চলিক ভাষায়।
(ঘ) চলিত ভাষায়।
Answer