১। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ?
(ক) ছবি।
(খ) নাচ।
(গ) ইশারা।
(ঘ) ভাষা।
২। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?
(ক) আরবি।
(খ) সংস্কৃত।
(গ) প্রাকৃত।
(ঘ) হিন্দি।
৩। আমাদের মাতৃভাষা কোনটি ?
(ক) প্রাকৃত।
(খ) বাংলা।
(গ) ইংরেজি।
(ঘ) হিন্দি।
৪। পদ্মাবতী কে রচনা করেন?
(ক) শাহ মুহাম্মদ সগীর।
(খ) বড়ু চন্ডীদাস।
(গ) দৌলত খান।
(ঘ) আলাওল।
৫। বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে?
(ক) দশ কোটি।
(খ) চল্লিশ কোটি।
(গ) বিশ কোটি।
(ঘ) ত্রিশ কোটি।
৬। লেখ্যভাষার রূপ দুটির নাম কী?
(ক) সাধু ও আঞ্চলিক।
(খ) সাধু ও চলিত।
(গ) চলিত ও আঞ্চলিক।
(ঘ) আঞ্চলিক ও আন্তর্জাতিক।
৭। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে ?
(ক) উড়িয়া।
(খ) চুরুলিয়া।
(গ) আরাকান।
(ঘ) কলকাতা।
৮। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি ?
(ক) গুরুগম্ভীর।
(খ) গুরুচণ্ডালি।
(গ) অবোধ।
(ঘ) দুর্বোধ্য।
৯। বাংলা ভাষার রূপ দুটি কী কী?
(ক) কথ্য ও লেখ্য।
(খ) লেখ্য ও আঞ্চলিক।
(গ) কথ্য ও আঞ্চলিক।
(ঘ) আঞ্চলিক ও সর্বজনীন।
১০। সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্য কোথায়?
(ক) ক্রিয়াপদে।
(খ) সর্বনাম পদে।
(গ) অব্যয় পদে।
(ঘ) বিশেষ্য পদ।
১১। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?
(ক) আঞ্চলিক ভাষায়।
(খ) চলিত ভাষায়।
(গ) উপভাষায়।
(ঘ) সাধু ভাষায়।
১২। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় ?
(ক) সাধু ভাষা।
(খ) চলিত ভাষা।
(গ) আঞ্চলিক ভাষা।
(ঘ) উপভাষা।
১৩। বাংলা ভাষার বিবর্তনকে কয়টি যুগে ভাগ করা হয়েছে ?
(ক) দুটি।
(খ) তিনটি।
(গ) চারটি।
(ঘ) পাঁচটি।
১৪। বিভিন্ন ভাষাভাষী লোকসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলা ভাষা কততম স্থান লাভ করেছে?
(ক) পঞ্চম।
(খ) ষষ্ঠ।
(গ) সপ্তম।
(ঘ) অষ্টম।
১৫। ধ্বনি আবিষ্কারের পূর্বে মানুষ কিসের সাহায্যে মনের ভাব প্রকাশ করত ?
(ক) নাচের সাহায্যে।
(খ) ছবি এঁকে।
(গ) শব্দের সাহায্যে।
(ঘ) আকার ইঙ্গিতে।
১৬। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
(ক) প্রায় দু হাজার।
(খ) প্রায় আড়াই হাজার।
(গ) প্রায় তিন হাজার।
(ঘ) প্রায় চার হাজার।
১৭। আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
(ক) সাধু ভাষা।
(খ) চলিত ভাষা।
(গ) উপভাষা।
(ঘ) কথ্য ভাষা।
১৮। ভাষার জন্য কোনটি অপরিহার্য?
(ক) ইঙ্গিত।
(খ) শব্দ।
(গ) অর্থবহ শব্দ।
(ঘ) ধ্বনি।
১৯। কোন ভাষা রীতিটি কৃত্রিম?
(ক) সাধুরীতি।
(খ) আঞ্চলিক রীতি।
(গ) চলিত রীতি।
(ঘ) উপভাষা রীতি।
২০। সাধু রীতিতে কোন জাতীয় শব্দের প্রাধান্য থাকে?
(ক) তদ্ভব।
(খ) দেশি ।
(গ) বিদেশি।
(ঘ) তৎসম।
২১। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়?
(ক) মনের সাহায্যে।
(খ) অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে।
(গ) ঠোঁটের সাহায্যে।
(ঘ) বাগ্যন্ত্রের সাহায্যে।
২২। বাংলা ভাষার মূল উৎস কী?
(ক) হিন্দি ভাষা।
(খ) বৈদিক ভাষা।
(গ) কানাড়ি ভাষা।
(ঘ) অনার্য ভাষা।
২৩। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
(ক) পালি।
(খ) হিন্দী ।
(গ) উড়িয়া।
(ঘ) বঙ্গকামরূপী।
২৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
(ক) মহাভারত।
(খ) চর্যাপদ।
(গ) রামায়ণ।
(ঘ) জঙ্গনামা।
২৫। বাংলা ভাষার রীতি কয়টি?
(ক) দুইটি।
(খ) তিনটি।
(গ) চারটি।
(ঘ) পাঁচটি।
২৬। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
(ক) চলিত রীতি।
(খ) আঞ্চলিক রীতি।
(গ) চলিত রীতি।
(ঘ) সবকটি।
২৭। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
(ক) এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে।
(খ) এ রীতির লিখিত কোন ব্যাকরণ নেই বলে।
(গ) এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে।
(ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে।
২৮। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়-
(ক) কাব্যসাহিত্যে।
(খ) দলিল-দস্তাবেজে।
(গ) পুঁথি সাহিত্যে।
(ঘ) চিঠিপত্রে।
২৯। গুরুচণ্ডালী দোষ' কাকে বলে?
(ক) সাধু ও চলিত রীতির মিশ্রণকে।
(খ) চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে।
(গ) সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে।
(ঘ) চলিত ও উপভাষার মিশ্রণকে।
৩০। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
(ক) বিশেষ্য ও বিশেষণ।
(খ) ক্রিয়া ও সর্বনাম।
(গ) বিশেষ্য ও ক্রিয়া।
(ঘ) বিশেষণ ও ক্রিয়া।
৩১। চলিত রীতির প্রবর্তন করেন কে?
(ক) প্যারীচাঁদ মিত্র।
(খ) গিরীশচন্দ্র সেন।
(গ) প্রমথ চৌধুরী।
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৩২। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
(ক) চলিত।
(খ) আঞ্চলিক।
(গ) সাধু।
(ঘ) প্রাকৃতিক।
৩৩। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
(ক) প্রাচীন যুগে।
(খ) মধ্যযুগে।
(গ) ইংরেজ আগমনের পরে।
(ঘ) স্বাধীনতা যুদ্ধের পরে।
৩৪। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
(ক) তিনটি।
(খ) চারটি।
(গ) পাঁচটি।
(ঘ) ছয়টি।
৩৫। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
(ক) প্রাচীন যুগের।
(খ) মধ্যযুগের।
(গ) অন্ধকার যুগের।
(ঘ) আধুনিক যুগের।
৩৬। তৎসম শব্দ কোনটি?
(ক) চা ।
(খ) চেয়ার ।
(গ) ধর্ম।
(ঘ) কান ।
৩৭। কোনগুলো তৎসম শব্দ?
(ক) আজ, আলনা, আটপৌর, ওঝা, কাজ ।
(খ) অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত।
(গ) কামড়, কয়লা, নেকা, পেয়ালা, নক্ষত্র।
(ঘ) চেহারা, চাকর, চাকরি, জঙ্গল, জঙ্গী।
৩৮। তৎসম শব্দের 'তৎ' দ্বারা কী বুঝায়?
(ক) সংস্কৃত।
(খ) বাংলা।
(গ) প্রাকৃত।
(ঘ) অসমীয়া।
৩৯। যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো-
(ক) তৎসম শব্দ।
(খ) তদ্ভব শব্দ।
(গ) দেশি শব্দ।
(ঘ) বিদেশি শব্দ।
৪০। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
(ক) তৎসম।
(খ) তদ্ভব।
(গ) অর্ধ তৎসম।
(ঘ) দেশি।
৪১। তদ্ভব কোন ধরনের শব্দ?
(ক) পারিভাষিক।
(খ) সংস্কৃত।
(গ) হিন্দি।
(ঘ) আঞ্চলিক।
৪২। কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
(ক) কুচ্ছিত।
(খ) ভবন ।
(গ) মনুষ্য।
(ঘ) বৈষ্ণব।
৪৩। সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো?
(ক) তৎসম শব্দ।
(খ) তদ্ভব শব্দ।
(গ) অর্ধ-তৎসম শব্দ।
(ঘ) দেশি শব্দ।
৪৪। কোনটি দেশি শব্দ?
(ক) ঢেঁকি।
(খ) কাগজ।
(গ) আনারস।
(ঘ) উকিল।
৪৫। অনার্য জাতির ব্যবহৃত দেশি শব্দ শব্দকে কী শব্দ বলে?
(ক) দেশি শব্দ।
(খ) বিদেশি শব্দ।
(গ) তৎসম শব্দ ।
(ঘ) বাংলা শব্দ।
৪৬। 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) তুর্কি।
(খ) ফারসি।
(গ) পর্তুগীজ।
(ঘ) আরবি।
৪৭। নিচের কোনটি আরবি শব্দ?
(ক) নামাজ।
(খ) রোযা।
(গ) খোদা।
(ঘ) হজ্ব।
৪৮। 'চশমা' কোন ভাষার শব্দ?
(ক) আরবি।
(খ) ফারসি।
(গ) পর্তুগিজ।
(ঘ) ওলন্দাজ।
৪৯। বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত?
(ক) দুই ভাগে।
(খ) তিন ভাগে।
(গ) চার ভাগে।
(ঘ) পাঁচ ভাগে।
৫০। 'হাসপাতাল' কোন ভাষার শব্দ?
(ক) ইংরেজি ।
(খ) ফারসি।
(গ) তুর্কি।
(ঘ) পর্তুগীজ।