গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা পয়েন্ট আকারে - সাথে pdf

(toc) Table Of Contens

অনুরোধে ঢেঁকি গেলা পরের অনুরোধে কষ্ট করা
অন্ধকারে ঢিল ছোড়া অনুমানে কাজ করা
অতি দর্পে হত লঙ্কা অহংকারের পতন
অতি লোভে তাঁতী নষ্ট লোভে ক্ষতি
অমৃতে অরুচি ভালো জিনিসের প্রতি অনীহা
অবস্থা বুঝে ব্যবস্থা পরিস্থিতি বিবেচনায় এনে কাজকরা করা
অনধিকার চর্চা অবাঞ্চিত বিষয়ে হস্তক্ষেপ
অন্ন মারা জীবিকা নষ্ট করা
অন্ন ধ্বংস অন্ন ধ্বংস
অন্ধকার দেখানো বিপদে ফেলা
অকাল কুষ্মাণ্ড অপদার্থ, অকর্মা
অক্কা পাওয়া মারা যাওয়া
অথৈ জলে পড়া বিষম বিপদে পড়া
অকূল পাথার মহাবিপদ
অক্ষরে অক্ষরে হুবহু, যথাযথভাবে
অরণ্যে রোদন বৃথা অনুনয়
অমাবস্যার চাঁদ অদর্শনীয়
অন্ধের যষ্টি একমাত্র আশ্রয়
অহি-নকুল সম্বন্ধ বৈরী ভাব
অল্পবিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যার অধিক গর্ব
অন্ধকারে থাকা সম্পূর্ণ অনভিজ্ঞ
অন্ধকারে হাতড়ান দিশা না পাওয়া
অন্ধকার দেখা হতাশ হওয়া
অগ্নি পরীক্ষা ভীষণ সংকট
অগ্নিশর্মা কূটনীতিজ্ঞ
অঘটনঘটনপটীয়সী
অসাধ্য সাধনে পটু
অকূলে কূল পাওয়া বিপদে আশার আলো দেখা
অর্ধচন্দ্ৰ দেয়া গলা ধাক্কা দেয়া
অদৃষ্টের পরিহাস বিধির বিড়ম্বনা
অগস্ত্য যাত্রা চির প্রস্থান

আক্কেল সেলামি বোকামির দণ্ড
আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা
আট কপালে হতভাগ্য
আকাশ কুসুম অস্বাভাবিক
আকাশ-পাতাল ব্যবধানের বিশালতা
আসর জমানো সরগরম করে তোলা
আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ
আঠার মাসে বছর  দীর্ঘসূত্রিতা
আদার বেপারি সামান্য বিষয়ে ব্যাপৃত ব্যক্তি
আক্কেল গুড়ুম হতবুদ্ধি
আক্কেল দাঁত বৃদ্ধির পরিপক্বতা
আকাশ ভেঙে পড়াো গুরুতর বিপদ আসা
আদায়-কাঁচকলায় ঘোর শত্রুভাব
আদা-জল খেয়ে লাগা আদা-জল খেয়ে লাগা
আমড়াগাছি করা প্রতারণাপূর্ণ তোষামোদ
আবোল-তাবোল বকা অর্থহীনতা, বাচালতা
আহলাদে আটখানা অতিরিক্ত খুশি
আমতা আমতা করা ইতস্ততঃ করা
আকাশ থেকে পড়া বিস্মিত হওয়া
আকাশ পাতাল ভাবা নানা চিন্তা করা
আকাশের চাঁদ হাতে পাওয়া বহু আকাঙ্ক্ষিত কিছু লাভ
আঁচল ধরে বেড়ানো ব্যক্তিত্বহীন
আঁকু পাঁকু করা ছটফটানি
আড়ি পাতা গোপনে শোনা
আঁট ঘাট বাঁধা সকল দিক থেকে আত্মরক্ষা
আঠারো আনা অধিক সম্ভাবনা
আগুন লাগা সংসার ক্ষয়িষ্ণু সংসার
আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো
আহলাদের পুতুল নিষ্কর্মা
আলালের ঘরের দুলাল আদুরে
আষাঢ়ে গল্প আজগুবি গল্প
আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক হওয়া
আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা
আড়মোড়া ভাঙা আলস্য ভাঙা
আগডুম বাগডুম অনাবশ্যক বক বক করা
আপন কোলে ঝোল টানা স্বার্থপরতা দেখান
আসমান-জমিন ফারাক অনেক পার্থক্য
আঁধার ঘরের মানিক প্রিয় বস্তু
আঁখি মুদা মরে যাওয়া
আলগা লোক চোর
আঁতে ঘা মনে ব্যথা দেয়া

ই, ঈ

ইতর বিশেষ প্রভেদ
ইঁচড়ে পাকা অকালপক্ব
ইয়ার-বকশি প্রিয় বন্ধু
ইলশে গুঁড়ি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ইঁদুর কপালে মন্দভাগ্য
ঈদের চাঁদ অতি প্রত্যাশিত বস্তু

উ, ঊ

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একের অপরাধে অপরকে দায়ী করা
উনিশ-বিশ তুচ্ছ প্রভেদ
উভয় সংকট দুদিকে বিপদ
উঠে পড়ে লাগা প্রাণপণে কাজ করা
ঊনপাঁজুরে দুর্বল, হতভাগ্য
উলুবনে মুক্তা ছড়ানো অপাত্রে মূলবান বস্তু দান
ঊনপঞ্চাশ বায়ু পাগলামি
উড়ো খই গোবিন্দায় নমঃ অনন্যোপায় হয়ে কোন সৎ কাজে দানের সংকল্প
উড়ে এসে জুড়ে বসা হঠাৎ উপস্থিত হওয়া
উড়নচণ্ডী অমিতব্যয়ী
উত্তম-মধ্যম প্রহার
উড়ো চিঠি আকস্মিকভাবে প্রাপ্ত চিঠি
ঊনপঞ্চাশে পাওয়া পাগলে পাওয়া
ঊনপঞ্চাশ পবন পাগলামির বাতাস m

এক হাত নেয়া প্রতিশোধ নেয়া
একচোখা পক্ষপাতিত্ব
এক আধটা দু'একটা
এক কড়া অতি তুচ্ছ
এক কথা অনড় থাকা
এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি
এক ক্ষুরে মাথা কামানো একই মতাদর্শে বিশ্বাসী
এক মাঘে শীত যায় না বিপদের সম্ভাবনা থাকা
একঘরে সমাজচ্যুত
এলাহি কাণ্ড বিরাট আয়োজন
এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী
এলোপাথারি বিশৃঙ্খলভাবে
একাই একশ অতিশয় কুশলী
একাদশে বৃহস্পতি সুসময়
একা ঘরের গিন্নী সর্বময় কর্তৃত্ব
এস্পার ওস্পার ফয়সালা করা
এক ছাঁচে ঢালা একই রকম
এক ঢিলে দুই পাখি মারা একই সঙ্গে দুটি সার্থ উদ্ধার করা
এক গোয়ালের গরু একই শ্রেণীভুক্ত

ওজন বুঝে কথা বলা অবস্থা বিবেচনা করে চলা
ওজনদার মর্যাদাসম্পন্ন
ওষুধে ধরা ফল লাভ করা
ওঁৎ পাতাি সুযোগের সন্ধানে থাকা

ক-অক্ষর গোমাংস বর্ণ পরিচয়হীন
কুনকি হাতি কৌশলে বশকারী
কপাল ফেরা অবস্থা ভালো হওয়া
কপালগুণে সৌভাগ্যবশত, ভাগ্যের জোরে
কপাল চাপড়ানো ভাগ্যকে দোষারোপ করা
কপালের লেখা অদৃষ্টের লেখন
কই মাছের প্রাণ যে সহজে মরে না
কংস মামা নিমর্ম আত্মীয়
কইয়ের তেলে কই ভাজা অন্যের উপর দিয়ে চলা
কথা পাড়া প্রসঙ্গ উত্থাপন করা
কথায় চিড়া ভিজা ফাঁকা আওয়াজে কাজ হওয়া
কথা দেয়া অঙ্গীকার করা
কথার কথা প্রসঙ্গত বলা
কত ধানে কত চাল যথার্থ হিসাব-নিকাশ
কলুর বলদ যার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমত নেই
কড়ায়-গণ্ডায় পুরাপুরি
কাটা ঘায়ে নুনের ছিটা এক কষ্টের উপর আর এক কষ্ট
কান পাতলা যে সব কথাই বিশ্বাস করে
কাঁটা দিয়ে কাঁটা তোলা শত্রু দ্বারা শত্রুনাশ
কেবলা হাকিম অনভিজ্ঞ
কানাকড়ি কপর্দক শূন্য
কলির সন্ধ্যা দুঃখের আরম্ভ
কলকে পাওয়া পাত্তা পাওয়া
কাঁচা পয়সা নগদ টাকা
কানে খাটো যে কানে কম শুনে
কাঁটার জ্বালা অসহ্য দুঃখ
কাঠের পুতুল নির্বাক, অসার
কানা ছেলের নাম পদ্মলোচন যার গুণ নেই, সে গুণের ভান করা
কানকাটা বেহায়া
কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু
কেতাদুরস্ত পরিপাটি
কোণঠাসা করা জব্দ করা
কেশ স্পর্শ করা সামান্য অনিষ্ট করা
কুল কাঠের অঙ্গার তীব্র জ্বালা
কেঁচে গণ্ডষ পুনরায় আরম্ভ
কেউ-কেটা সামান্য
কোলে পিঠে করে মানুষ করা সযত্নে লালন পালন করা

খাল কেটে কুমীর আনা বিপদ ডেকে আনা
খয়ের খাঁ চাটুকার
খিচুড়ি পাকানো জটিল করা
খোদার খাসি হৃষ্ট-পুষ্ট ব্যক্তি
খাতির জমা বন্ধুত্ব
খাপ খাইয়ে চলা মানিয়ে চলা
খাবি খাওয়া ধুঁকে ধুঁকে চলা
খাদা নাকে তিলক অশোভন সজ্জা

গড়িমসি করা দীর্ঘসূত্রীতা
গৌরচন্দ্রিকা ভূমিকা
গোবর গণেশ অকর্মণ্য
গাছপাথর হিসাব
গরিবের ঘোড়া রোগ সাধ্যাতিরিক্ত ইচ্ছা
গরু খোঁজা তন্ন তন্ন করে খোঁজা
গলায় দড়ি আত্মহত্যা
গরু মেরে জুতা দান বড় পুরস্কার ক্ষতি করে সামান্য
গাছ থেকে পড়া না জানার ভান করা
গা ঢালা হতাশ হওয়া
গা তোলা ওঠা
গোবরে পদ্মফুল নীচু বংশে মহৎ ব্যক্তি
গায়ে পড়া অবাঞ্ছিত, অযাচিত
গায়ে জ্বর আসা বিপদে পতিত হওয়া
গোলক ধাঁধা দিশেহারা
গোকুলের ষাঁঢ় স্বেচ্ছাচারী
গায়ে আঁচড় না লাগা বিপদে পতিত হওয়া
গুরু মারা বিদ্যা শিক্ষককে পরাজিত করার কৌশল
গোল্লায় যাওয়া নষ্ট হওয়া
গায়ে কাঁটা দেয়া ভয়ে শিউরে ওঠা
গুড়ে বালি আশায় নৈরাশা
গায়ের ঝাল ঝাড়া প্রতিশোধ নেয়া
গলা ধাক্কা অপমানজনক বিতাড়ন
গলাগলি প্রীতিভাৰ
গায়ের জ্বালা ঈর্ষা
গা জুড়ান স্বস্তি পাওয়া
গায়ে হাত তোলা মারধর করা
গায়ে মাখা গ্রাহ্য করা
গলায় লাগা ম আটকানো
গাছ পাথর হিসাব
গজেন্দ্র গমন ধীর গতি
গণ্ডারের চামড়া কিছুতেই অপমানবোধ না হওয়া
গণ্ডমূর্খ একেবারে নির্বোধ
গাধার খাটুনি একটানা পরিশ্রম
গাঁটের পয়সা নিজের টাকা
গুরুচণ্ডালি রীতির মিশ্রণ
গুরু ঠাকুর মান্যবর ব্যক্তি

ঘটিরাম অযোগ্য
ঘাটের কড়ি খেয়াপারের মাশুল
ঘাটের মড়া অতিবৃদ্ধ
ঘানি টানা একাধারে পরিশ্রম করা
ঘোড়ার ঘাস কাটা অনর্থক কাজ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্ষমতাধর ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের বৃথা চেষ্টা
ঘোড়ার ডিম অলীক বস্তু
ঘোল খাওয়ানো জব্দ করা
ঘাঁটাঘাঁটি করা অতিরিক্ত হস্তক্ষেপ
ঘুঘু চরানো সর্বনাশ করা

চক্ষুদান চুরি করা
চক্ষুলজ্জা সংকোচ
চর্বিত চর্বণ পুনরাবৃত্তি
চম্পট দেয়া পলায়ন করা
চুনকালি দেয়া কলঙ্ক লেপন করা
চুনোপুঁটি নগণ্য
চষে বেড়ানো বারবার গমনাগমন
চাঁদের হাট সুখের সংসার
চোখে ধুলা দেয়া ফাঁকি দেয়া
চোখ টাটানো ঈর্ষান্বিত হওয়া
চোখের পর্দা লজ্জা
চোখের বালি শত্রু
চাচা আপন প্রাণ বাঁচা স্বার্থপর
চক্ষু চড়ক গাছ বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি
চশমখোর চক্ষু লজ্জাহীন
চিনির পুতুল অল্প পরিশ্রমে কাতর
চোখ কপালে তোলা বিস্মিত হয়ো
চোখ বুজে থাকা ইচ্ছা করে না দেখা
চোরে চোরে মাসতুতো ভাই খারাপের সাথে খারাপের মিল
চোখের মাথা খাওয়া না দেখে কাজ করা
চোখের চামড়া লজ্জা
চোখে ধুলো দেয়া
প্রতারণা

ছ'কড়া ন'কড়া সস্তা
ছক্কাপাঞ্জা করা বড় বড় কথা বলা
ছা পোষা পোষ্য ভারাক্রান্ত
ছায়া মাড়ানো নিকটে যাওয়া
ছিঁচ কাঁদুনে যে অল্পে কাঁদে
ছিনিমিনি খেলা হেলা করা
ছেলের হাতের মোয়া সহজলভ্য
ছাই চাপা আগুন প্রচ্ছন্ন কষ্ট
ছাই ফেলতে ভাঙ্গা কুলো সামান্য কাজে অপদার্থ ব্যক্তি
ছলে বলে কৌশলে
ছাই পাশ বাজে জিনিস
ছারখার হওয়া সর্বনাশ হওয়া
ছুঁচো মেরে হাত গন্ধ সামান্য ব্যাপারে দুর্নাম
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা বৃথা চেষ্টা

জগাখিচুড়ি বিশৃঙ্খল
জগদ্দল পাথর গুরুভার
জলে কুমির ডাঙ্গায় বাঘ উভয় সংকট
জলে পড়া অকূলে পড়া
জলে যাওয়া লোকসান হওয়া
জলের দাম অত্যন্ত সস্তা
জলাঞ্জলি দেয়া বিসর্জন দেয়া
জাহান্নামে যাওয়া নষ্ট হয়ে যাওয়া
জিভে পানি আসা লোভের উদ্রেক হওয়া
জিলাপির প্যাচ কূটবুদ্ধি
জুতা খাওয়া অপমানিত হওয়া
জোঁকের মুখে নুন দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি
জোড়ের পায়রা সব সময়ের সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু
জোর যার মুলুক তার অরাজকতা
জ্বলন্ত আগুনে ঘি দেয়া উত্তেজনা বর্ধিত করা

ঝাঁকের কৈ একই দলভুক্ত
ঝাল মেটানো আক্রোশ মেটানো
জিকে মেরে বউকে শেখানো Rita rita
ঝোপ বুঝে কোপ মারা সুযোগের সদ্ব্যবহার করা
ঝুঁকি সামলানো কর্মভার ঠিকভাবে সম্পাদন করা

টনক নড়া সঁচেতন হওয়া
টইটুম্বুর কানায় কানায় পূর্ণ
টক্কর দেয়া পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা
টাকার গরম সম্পদের অহংকার
টানাপড়েন অভাব-অনটন
টানা হেঁচড়া ধ্বস্তাধ্বস্তি
টাল খাওয়া টক্কর খাওয়া
টাল সামলানো বিপদ সামলানো
টাল মাটাল বেসামাল অবস্থা
টালবাহানা মিথ্যা অজুহাতে ঘুরানো
টু শব্দ না করা সম্পূর্ণ নিঃশব্দে থাকা
টিকে থাকা বেঁচে থাকা
টো টো কোম্পানী ভবঘুরের দল
টোপ ফেলা ফাদ পাতা
টোল পড়া গর্ত হওয়া
টোপ গেলা কৌশলে স্বার্থসিদ্ধির জন্য রাজি করানো

ঠুটো জগন্নাথ দায়িত্বহীন অকর্মণ্য ব্যক্তি
ঠেকিয়ে শেখা দায়ে পড়ে শেখা
ঠেলা খাওয়া চোট পাওয়া
ঠেলার নাম বাবাজি চাপে পড়ে কাবু
ঠাট বজায় রাখা আড়ম্বর
ঠাণ্ডা লড়াই গোপন বিরোধিতা
ঠোঁট ফোলানো অভিমান
ঠেস মারা কটাক্ষ করা
ঠোঁট উল্টান তাচ্ছিল্য করা
ঠোকর খাওয়া আঘাত প্রাপ্ত হওয়া

ডান হাতের ব্যাপার আহার কার্য
ডালভাত অতি সাধারণ জিনিস
ডামাডোল গোলযোগ
ডাকের সুন্দরী অত্যন্ত সুন্দরী
ডানাকাটা পরী সাধারণ সুন্দরী
ডাগর আঁখি বড় চোখ
ডুমুরের ফুল আদর্শনীয়
ডুবে ডুবে পানি খাওয়া গোপনে কাজ করা
ডুগডুগি বাজানো উল্লাস প্রকাশ করা

ঢাকের কাঠি তোষামুদে
ঢাকের বাঁয়া অকেজো
ঢাকের কাঠি দেয়া চতুর্দিকে প্রচার করা
ঢোল দেয়া ঘোষণা করা
ঢি ঢি পড়া কলঙ্ক প্রচারিত হওয়া
ঢিমে তেতালা মন্থর গতি
ঢেলে সাজানো নতুন করে তৈরি
ঢাকে বাড়ি পড়া কাজ আরম্ভ করা

তত্ত্ব করা খোঁজ -খবর নেয়া
তালপাতার সেপাই কঙ্কালসার দেহ
তর্জন গর্জন করা উচ্চৈঃস্বরে ভর্ৎসনা করা
তালগোল পাকানো জটিল করা
তাল রাখা সমতা রেখে চলা
তাসের ঘর ক্ষণস্থায়ী
তুই তোকারি করা তুচ্ছভাবে সম্বোধন করা
তুলসী বনের বাঘ ভণ্ড
তিক্ত অভিজ্ঞতা বেদনায়দায়ক অভিজ্ঞতা
তালকানা কাণ্ডজ্ঞানহীন
তুর্কি নাচন নাচা অস্থিরভাবে অঙ্গ চালনা
তুলা ধুনা করা দুর্দশা গ্রস্ত করা
তাক লাগানো অবাক করা
তোলপাড় করা আলোড়ন সৃষ্টি করা
তুষের আগুন নিরন্তর দগ্ধকারী দুঃখ
তামার বিষ অর্থের কুপ্রভাব
তাল পাতার সেপাই রোগা
তেলে বেগুনে জ্বলে ওঠা অতিশয় ক্রুদ্ধ হওয়া
তিলকে তাল করা অতিরঞ্জিত করা
তাল সামলানো শেষ রক্ষা
তেলা মাথায় তেল দেয়া যার আছে তাকে দেয়া
তীর্থের কাক সুযোগ সন্ধানী

থোতা মুখ ভোতা হওয়া বড় মুখ ছোট হওয়া
থতমত খাওয়া কিংকর্তব্যবিমুঢ় হওয়া
থোড়াই কেয়ার করা কিছু মাত্র গ্রাহ্য না করা
ধই থই করা পরিপূর্ণ
থৈ পাওয়া সীমা পাওয়া
থরথরি কম্পমান প্রচণ্ডভাবে ভয় পাওয়া

দাসখত লিখে দেয়া একান্ত আনুগত্য করা
দিনকে রাত করা সত্যকে মিথ্যায় প্রমাণিত করা
দুধের ছেলে কচি ছেলে
দুই নৌকায় পা দেয়া উভয় সংকট
দুই কান কাটা বেহায়াপনা
দরকষাকষি দামাদামি করা
দহরম-মহরম ঘনিষ্ঠ সম্পর্ক
দা-কুমড়া সম্বন্ধ শত্রুভাব
দক্ষিণ হস্তের ব্যাপার ভোজন
দুধের মাছি সুসময়ের বন্ধু
দুধে ভাতে থাকা ভাল অবস্থা

ধর্মের ষাঁড় অকর্মণ্য
ধর্মের ডাক আপনি বাজে পাপ কখনো চাপা থাকে না
ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক কথার অবতারনা
ধড়ে প্রাণ আসা বিপদ থেকে রক্ষা পাওয়া
ধরাকে সরা জ্ঞান করা অহঙ্কারে তুচ্ছ মনে করা
ধামা চাপা দেয়া গোপন করা
ধর্মের কল সত্য
ধামাধরা চাটুকারিতা
ধরি মাছ না ছুই পানি কৌশলে কার্যোদ্ধার

নাকে তেল দিয়ে ঘুমানো নিশ্চিন্তে থাকা
নদের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
নাম ডুবানো গৌরব বিসর্জন দেয়া
ন কড়া হু কড়া হেলা ফেলা করা
নগদ নারায়ণ নগদ অর্থ
নরম গরম মিঠে চড়া
নাক গলানো অনধিকার চর্চা
নাড়ি নক্ষত্র সব তথ্য
নাড়ির টান গভীর আন্তরিকতা
নাস্তানাবুদ নাজেহাল
ননীর পুতুল শ্রমবিমুখ, অপদার্থ
নেক নজরে পড়া সুনজরে পড়া
নেই আঁকড়া নাছোড় বান্দা
নয় ছয় অপচয়

পই পই করে বলা বার বার স্মরণ করিয়ে দেয়া
পটের বিবি সুসজ্জিত
পাঁচ কান হওয়া প্রচারিত
পরের ধনে পোদ্দারি অপরের যথেচ্ছ ব্যয়
পাথরে পাঁচ মিল সৌভাগ্য
পান থেকে চুন খসা তুচ্ছ ত্রুটি-বিচ্যুতি হওয়া
পগার পার পলায়ন করা
পালের গোদা দলপতি
পণ্ডিত মূর্খ ব্যবহারিক জ্ঞানশূন্য
পোয়া বারো সুসময়
পায়াভারী অহংকার
পেটে ভাতে শুধু আহার্য
পদ্ম পাতার জল ক্ষণস্থায়ী
পিঠ টান দেয়া ভয়ে পালিয়ে যাওয়া
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা পরের ওপর দিয়ে কার্য সিদ্ধি করা
পটল তোলা অক্কা পাওয়া
পুকুর চুরি বড় রকমের চুরি
পুঁটি মাছের প্রাণ ক্ষুদ্র প্রাণ

ফুলবাবু সৌখিন সাজসজ্জাধারী
ফাঁড়া কাটা বিপদ মুক্ত হওয়া
ফপর দালালি গায়ে পড়ে মাতব্বরী
ফোড়ন দেয়া খোঁচা দেয়া
ফাঁদে পা দেয়া ষড়যন্ত্রে পড়া

বসন্তের কোকিল সুসময়ের বন্ধু
বইয়ের পোকা খুব পড়ুয়া
বংশের বাতি যে বংশকে উজ্জ্বল করে
বিন্দু বিসর্গ সামান্য
বাঘের মাসি নির্ভীক
বিষবৃক্ষ অনাচারের উৎস
বিষদাঁত ভাঙা দুশমনের শক্তি নষ্ট করা
বিসমিল্লায় গলদ প্রারম্ভেই ভুল
ব্যাঙের সর্দি অসম্ভব কিছু
বিড়াল তপস্বী ভণ্ড সাধু
বক ধার্মিক ভণ্ড
বালির বাঁধ ক্ষণস্থায়ী
বাঁ হাতের ব্যাপারি ঘুষ গ্রহণ
বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ
বেকার খাটা নিষ্ফল কাজ
বর্ণচোরা যার স্বরূপ বুঝা যায় না
ব্যাঙের আধুলি সামান্য ধন

ভিজা বিড়াল কপটচারী
ভষ্মে ঘি ঢালা নিষ্ফল কাজ
ভাদ্র মাসের তাল প্রচণ্ড কিল
ভূতের বাপের শ্রাদ্ধ বাজে কাজে অর্থ ব্যয়
ভূষণ্ডীর কাক বহু প্রবীণ লোক
ভূতের বেগার অযথা শ্রম
ভূঁইফোড়
নতুন
ভানুমতির খেলা যাদু বিদ্যা

মাছের মায়ের পুত্র শোক মায়াকান্না
মন না মতি অস্থির মানব মন
মড়াকান্না উচ্চ কণ্ঠে শোক প্রকাশ
মড়ার ওপর খাঁড়ার ঘা বিপন্ন ব্যক্তির ওপর অত্যাচার
মামার বাড়ির আবদার সহজে মিটে এমন
মুখ রাখা মান বজায় রাখা
মাথায় হাত বোলানো কৌশলে কাজ আদায় করা
মিছরির ছুরি মুখে মধু অন্তরে বিষ
মাকাল ফল অন্তঃসারশূন্য ব্যক্তি
মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন
মগের মুল্লক অরাজকতা
মানিক জোড় অন্তরঙ্গ বন্ধু
মাটির মানুষ অতি শান্ত স্বভাবের লোক
ম্যাও ধরা কামেলা পোহানো
মুশকিল আসান বিপদ মুক্তি

যক্ষের ধন কৃপণের ধন
যার কোনো মূল্য নেই ঢাকের বায়া
যম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা
যমের দোসর ভয়ানক লোক
যমের অরুচি সহজে মরে না যে

রক্তের টান স্বজনপ্রীতি
রাঘব বোয়াল অর্থলোভী
রয়ে সয়ে ধীরে সুস্থে
রাবণের গোষ্ঠী বড় পরিবার
রাশভারি গম্ভীর
রুই কাতলা পদস্থ ব্যক্তি
রগচটা যে একটুতেই রেগে যায়
রাহুর দশা দুঃসময়
রাবণের চিতা দীর্ঘস্থায়ী দুঃখ

লেফাফা দুরস্ত বাইরের ঠাঁট বজায় রেখে চলা
লম্বা দেয়া চম্পট দেয়া
লগন চাঁদ ভাগ্যবান
ললাটের লিখন অমোঘ ভাগ্য
লাল বাতি জ্বালানো ধ্বংস হওয়া

শিবরাত্রির সলতে একমাত্র সন্তান
শরতের শিশির সুসময়ের বন্ধু
শিরে সংক্রান্তি আসন্ন বিপদ
শিব সংক্রান্তি আসন্ন বিপদ
শনির দশা দূরদৃষ্ট
শাক দিয়ে মাছ ঢাকা দোষ গোপনের বৃথা চেষ্টা
শাপে বর অকল্যাণ থেকে কল্যাণ
শেষ রক্ষা শুভ সমাপ্তি
শাঁখের করাত উভয় সংকট
শকুনি মামা কুচক্রী
শ্রীঘর জেলখানা

ষাটের কোলে অধিক বয়স
ষত্ব ণত্ব জ্ঞান কাণ্ডজ্ঞান
ষাঁড়ের গোবর অযোগ্য
ষোলো কলা পূর্ণ পরিপূর্ণ

সবুরে মেওয়া ফলে ধৈর্যে সুফল মিলে
সাক্ষী গোপাল ব্যক্তিত্বহীন
সরফরাজি করা মাতব্বরী করা
সাত সতেরো নানাবিধ
সাপে নেউলে শত্রুভাব
সোনায় সোহাগা উত্তম মিলন
সুখের পায়রা সুসময়ের বন্ধু
সরস্বতীর বর পুত্র বিদ্বান

হিমশিম খাওয়া ক্লেশ পাওয়া
হাত পাতা ভিক্ষা করা
হাতির খোরাক অত্যধিক আহার
হোমরা চোমরা গণ্যমান্য ব্যক্তি
হাতে ধরা অনুনয় করা
হাত পাকা দক্ষ
হাতে খড়ি আরম্ভ
হাত টান চুরির অভ্যাস
হ-য-ব-র-ল বিশৃঙ্খলা
হাল ছাড়া নিরাশ হওয়া
হস্তিমূর্খ বোকা
হাতের পাঁচ শেষ সম্বল
হাড় হাভাতে হতভাগা
হালে পানি পাওয়া বিপদ মুক্ত
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা সুযোগ হারানো
হাটে হাঁড়ি ভাঙা গোপনীয়তা প্রকাশ



Post a Comment

0 Comments

Bottom Post Ad