ঐচ্ছিক ও অনৈচ্ছিক,হৃদ ও অস্থিপেশী,ডেনড্রাইট ও অ্যাক্সন পার্থক্য,কাজ

ডেনড্রাইট ও অ্যাক্সনের কাজ :

ডেনড্রাইটের কাজ (Dendrites work) : কোষদেহের চতুর্দিক থেকে উৎপন্ন কৈশতন্তুকে ডেনড্রাইট বলে। এসব কৈশতন্তুর মাধ্যমে কোন বাহ্যিক জ্ঞানেন্দ্রীয় বা অভ্যন্তরীণ অঙ্গ থেকে উদ্দীপনা বা স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত করে।

অ্যাক্সনের কাজ (Axon work) : নিউরনের 'অ্যাক্সন' নামক সাইটোপ্লাজমীয় কৈশতন্তু একটি নিউরনের দেহ থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহণ করে। এভাবে অ্যাক্সন গৃহীত উদ্দীপনার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির জন্য কাজ করে।

ডেনড্রাইট এবং অ্যাক্সনের মধ্যে পার্থক্য :

ডেনড্রাইট (Dendrite) অ্যাক্সন (Axon)
১। বাহ্যিক জ্ঞানেন্দ্রীয় বা অভ্যন্তরীণ অঙ্গ থেকে উদ্দীপনা বা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে বহন করে । ১। নিউরনের দেহ থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহণ করে ।
২। একটি নিউরনে ডেনড্রাইটের সংখ্যা একাধিক। ২। একটি নিউরনে একটি অ্যাক্সন থাকে ।
৩। এটি সাধারণত শাখাযুক্ত। ৩। এটি সাধারণত শাখাবিহীন ।
৪। ডেনড্রাইট সাধারণত খাটো হয় । ৪। আক্সন সাধারণত লম্বা হয় ।
৫। এতে র‍্যানভিয়রের পর্ব থাকে না । ৫। এতে র‍্যানভিয়রের পর্ব থাকে।

আরও পড়ুন : ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদপেশি কাকে বলে।এদের গঠন, কাজ, বৈশিষ্ট্য

হৃদপেশী ও অস্থিপেশীর মধ্যে পার্থক্য :

হৃদপেশী অস্থিপেশী
১। কার্ডিয়াক মাসল বা হৃৎপেশী সরেখ এবং অনৈচ্ছিক । ১। স্কেলিটাল মাসল বা অস্থিপেশী অরেখ এবং ঐচ্ছিক।
২। ছন্দোবদ্ধ এবং স্বতঃস্ফুর্ত পেশী সংকোচন । ২। পেশী সংকোচন কোন প্রকার ছন্দোবদ্ধতা বা স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় না ।
৩। সারকোপ্লাজমের গভীরে এবং কোষের মধ্যস্থলে একটিমাত্র নিউক্লিয়াসের অবস্থান । ৩। সারকোপ্লাজমের উপরের দিকে একাধিক নিউক্লিয়াসের অবস্থান ৷
৪। পেশী তন্তু নলাকার কিংবা সরল নহে। ৪। নলাকার এবং সরল পেশীতন্ত্র ।
৫। সন্নিহিত তন্তুর সাথে মিলনের জন্য পেশীভুক্ত দুইভাগে বিভক্ত । ৫। পেশীভুক্ত বিভক্ত নহে ।

ঐচ্ছিক পেশী ও অনৈচ্ছিক পেশীর পার্থক্য :

ঐচ্ছিক পেশী অনৈচ্ছিক পেশী
১। পেশীতন্তুর গঠন নলাকার । ১। পেশীতন্তুর গঠন মাকু আকৃতির ।
২। পেশীতন্তুর দৈর্ঘ্য ১-৪ সেন্টিমিটার। ২। পেশীতন্তুর দৈর্ঘ্য ০.০২-০.৫ মিলিমিটার ।
৩। পেশীতন্তুর ব্যাস ১০-৪০ মাইক্রন । ৩। পেশীতন্তুর ব্যাস ৮-১০ মাইক্রন (স্থূল অংশ)।
৪। নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশত । ৪। নিউক্লিয়াসের সংখ্যা একটি ।
৫। অনুপ্রস্থ রেখা - আছে। ৫। অনুপ্রস্থ রেখা - নাই।
৬। সারকোলেমা স্পষ্ট। ৬। সারকোলেমা অস্পষ্ট।
৭। ইন্টারক্যালেটেড ড্রিঙ্ক নাই ৷ ৭। ইন্টারক্যালেটেড ড্রিঙ্ক নাই ৷
৮। নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে। ৮। নিউক্লিয়াসের অবস্থান স্ফীত অংশে।
৯। শাখা-প্রশাখা থাকে না । ৯। শাখা-প্রশাখা থাকে ৷
১০। প্রকৃতি ঐচ্ছিক । ১০। প্রকৃতি অনৈচ্ছিক।

Post a Comment

0 Comments

Bottom Post Ad