অতি লোভে তাঁতি নষ্ট – ভাবসম্প্রসারণ

অতি লোভে তাঁতি নষ্ট ভাবসম্প্রসারণ

মূলভাব : অত্যধিক লাভের লোভ করলে সর্বস্ব নষ্ট হয়, এমনকি পাওয়া জিনিসও হারাতে হয় ।

সম্প্রসারিত ভাব : লোভ শব্দের আভিধানিক অর্থ কোন কিছু পাবার বা লাভ করার জন্য ইচ্ছা বা বাসনা। মানুষের দু’টি রিপুর মধ্যে লোভ একটি । তাই কোন কিছু পাওয়ার ইচ্ছা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষের চাওয়া-পাওয়ার শেষও নেই । যে যতই পায়, সে ততই চায় । পাওয়ার স্বাভাবিক সীমা অতিক্রম করে যখন মানুষ আরো বেশি চায় এবং সে চাওয়া পূরণ করতে কাজ করেও সে তখন আর ফল লাভ করে না । অধিকন্ত পাওয়া জিনিসও হারাতে হয় । হারমিট তার এক ভক্তকে একটি হাঁস দিয়েছেন । হাঁসটি রোজ একটি করে সোনার ডিম পাড়ত। রোজ একটি করে সোনার ডিম পেয়ে লোকটার লোভ বেড়ে গেল । হাঁসের পেটের সব ডিম সে একত্রে পেতে চাইল । হাঁসটি মেরে পেট কেটে দেখলো, সেখানে সোনার ডিম নেই। হাঁসটি মারা যাওয়ায় তার রোজ একটি করে সোনার ডিম পাওয়া বন্ধ হয়ে গেল ।

মন্তব্য : পাওয়ার স্বাভাবিক সীমা অতিক্রম করে আমাদের কোন কিছু চাওয়া উচিত নয় ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!