হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ব্যক্তিগত পত্রের কয়টি অংশ? ব্যক্তিগত পত্র লেখার নিয়ম- pdf

সংজ্ঞা : ব্যক্তিগত প্রয়োজনে মা-বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনজন ও পরিচিতজনদের কাছে যেসব পত্র লেখা হয় সেগুলোকে ব্যক্তিগত পত্র বলে। 

ব্যক্তিগত পত্র বিদেশে পাঠাতে হলে খামের ওপর BY AIR MAIL কথাটি লেখতে হয়।

ব্যক্তিগত চিঠি/পত্র লেখার নিয়ম বা ব্যক্তিগত পত্রের অংশ :

সাধারণত একটি আদর্শ ব্যক্তিগত পত্রের ৬টি অংশ থাকে। যথা- 

ক. শিরোনাম বা পত্র লেখকের ঠিকানা ও তারিখ । 

খ. সম্ভাষণ।

গ. পত্রের বিষয় বা মূল বক্তব্য ।

ঘ. বিদায় সম্ভাষণ ৷

ঙ. পত্র প্রেরকের স্বাক্ষর।

চ. পত্র প্রাপকের ঠিকানা।

আরও পড়ুন : পত্র অর্থ কি?চিঠি বা পত্র লেখার নিয়ম বাংলা, লিখন পদ্ধতি-pdf

ক. শিরোনাম বা পত্র লেখকের ঠিকানা ও তারিখ : পত্র লেখকের ঠিকানা ও তারিখ পত্রের ওপরে বাম বা ডান দিক ঘেঁষে লিখতে হয়। প্রথমে ঠিকানা ও পরে তারিখ লেখতে হয়।

গ. সম্ভাষণ : পত্র প্রাপককে সম্মোধন বা সম্ভাষণ করতে হয় পত্রের ওপরিভাগে বাম দিকে। পত্র প্রাপকের সঙ্গে পত্র প্রেরকের সম্পর্ক অনুসারে এবং পত্র প্রাপকের মান, মর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী সম্ভাষণের পরিবর্তন হয় । 

সম্ভাষণের নমুনা

প্ৰাপক মুসলিম রীতি হিন্দু রীতি
গুরুজন ও বয়োজ্যেষ্ঠ পাকজনাবেষু, খেদমতেষু, শ্রদ্ধাস্পদেষু মহিলা হলে-শ্রদ্ধেয়া, কল্যাণবর শ্রীচরণেষু, শ্রীচরণ কমলেষু, পূজনীয়েষু মহিলা হলে-পূজনীয়, পূজনীয়াষু
কনিষ্ঠ ভাই-বোন স্নেহের, দোয়াবরেষু মহিলা হলে- কল্যাণীয়া, স্নেহের কল্যাণ বরেষু মহিলা হলে–কল্যাণীয়ায়ু, কল্যাণীয়া
বন্ধু-বান্ধব প্রিয়, প্রিয়া বরেষু, বন্ধুবরেষু প্রিয় বন্ধুবর, সুহৃদয়েষু, প্রিয়বরেষু
পরিচিত লোক প্রিয় মহোদয়, প্রিয় জনাব প্রিয় মহাশয়

গ. পত্রের বিষয় বা মূল বক্তব্য : এ অংশে পত্রের বিষয়বস্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। একে গর্ভাংশ বা গর্ভপত্রও বলা হয়। পত্রগর্ভ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়। এটি পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 

আরও পড়ুন : সারাংশ ও সারমর্ম কি? লেখার নিয়ম, পার্থক্য ও প্রয়োজনীয়তা

ঘ. বিদায় সম্ভাষণ : বিদায় সম্ভাষণ মূল বক্তব্যের নিচে বাম বা ডান দিকে লিখতে হয় ৷

বিদায় সম্ভাষণের নমুনা

প্ৰাপক মুসলিম রীতি হিন্দু রীতি
গুরুজন ও বয়োজ্যেষ্ঠ আপনার স্নেহধন্য, স্নেহাস্পদ, স্নেহের আপনার স্নেহের, সেবক, প্রণত
কনিষ্ঠ ভাই-বোন শুভাকাঙ্ক্ষী, আশীর্বাদক, তোমার আশীর্বাদক, তোমার শুভানুধ্যায়ী
বন্ধু-বান্ধব প্রীতিমুগ্ধ, গুণমুগ্ধ, তোমারই প্রীতিমুগ্ধ, গুণমুগ্ধ, তোমারই
পরিচিত লোক আপনার বিশ্বস্থ, বিনয়াবনত বিশ্বস্ত, বিনয়াবনত

 

ঙ. পত্র প্রেরকের স্বাক্ষর : বিদায় সম্ভাষণের শেষে নিচে বাম বা ডান দিকে লেখকের স্বাক্ষর করতে হয়। 

চ. পত্র প্রাপকের ঠিকানা : এটা খামের ওপরে থাকে। খামের ডান পাশে প্রাপকের পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হয়। এটি না লিখলে ঠিকানার অভাবে পত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়। 

ব্যক্তিগত চিঠি বা পত্র লেখার নমুনা

১। স্থান ও তারিখ গুলশান, ঢাকা-১২১৪
১২ জানুয়ারি, ২০২–
২। সম্ভাষণ প্রিয় বাবা,
৩। মূল বক্তব্য গতকাল আপনার চিঠি পেয়েছি। আপনি শুনে আনন্দিত হবেন যে, আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। এখন নতুন বই ও স্কুল ড্রেস কেনার জন্য যত শীঘ্র সম্ভব ৫০০০ টাকা পাঠাবেন।
আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। ইতি-
৪। বিদায় সম্ভাষণ আপনার স্নেহের
৫। পত্র প্রেরকের স্বাক্ষর এনামুল
৬। পত্র প্রাপকের ঠিকানা প্রেরক
এনামুল কবির
গুলশান, ঢাকা-১২১৪
প্ৰাপক
মোঃ শামসুল হক
চৌধুরী পাড়া, কুমিল্লা

ব্যক্তিগত পত্রের উদাহরণ : 

১। বাবার কাছে টাকা চেয়ে অথবা বই কেনার টাকা চেয়ে পত্র লিখন [২টি ]

২। জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি (খাম সহ ) 

৩। (খাম সহ) ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র 

৪। বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে পত্র –  খাম আঁকা সহ 

৫। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবা, মা এবং বন্ধুকে পত্র লিখন 

ব্যক্তিগত পত্রের কয়টি অংশ? ব্যক্তিগত পত্র লেখার নিয়ম- pdf

ফাইল সাইজ: 176 KB | ফরম্যাট: PDF

আপনার ফাইল প্রস্তুত হচ্ছে… অপেক্ষা করুন
30 সেকেন্ড


যদি মূল লিংক কাজ না করে তবে বিকল্প লিংক ব্যবহার করুন
Need help with Study Abroad,
IELTS Preparation, অথবা
Online Degree Programs?
Explore trusted resources for students worldwide.
✔ 100% নিরাপদ ও ভাইরাস মুক্ত

Leave a Comment

error: Content is protected !!