ফলা দিয়ে শব্দ গঠন : র, য, ব, ম, ল, রেফ, ণ এবং ন ফলা

র, য, ব, ম, ল, রেফ, ণ, ন- এই বাঞ্জনবর্ণ গুলো অনন্য বর্ণের সাথে যুক্ত হলে সংক্ষিপ্ত রূপ ধারণ করে।  এদেরকে ফলা বলা হয়। যে  বাঞ্জনবর্ণটি পাশে বসে তার নাম অনুসারে ফলার নামকরণ করা হয়। এখানে ফলা দিয়ে শব্দ গঠন করে দেখানো হয়েছে। 

র ফলা দিয়ে শব্দ গঠন :

নম্র, ভদ্র, ছাত্র, প্রধান, ট্রেন, প্রকার, প্রাণ, প্রতিভা, প্রতিশ্রুতি, প্রজ্ঞা, প্রসাদ, প্রভু, প্রকৃতি, গ্রাম, গ্রন্থ, গ্রাস, গ্রহণ, গ্রাহক, অগ্রগতি, অগ্রহায়ণ, অগ্রজ, অস্ত্র, দ্রব্য, দ্রষ্টা, দ্রুত, শ্রদ্ধা, শ্রুতি, প্রবল,  শ্রেণি, শ্রান্ত, শ্রমিক, শ্রেষ্ঠ, ব্রত, ব্রাহ্মণ, ব্রহ্মচারী, ব্রহ্মাণ্ড, প্রকাশ, পাত্র, মিত্র, গ্রহণ, অগ্র। 

য ফলা দিয়ে শব্দ গঠন :

ঐক্য, বাক্য, মাণিক্য মুখ্য, অখ্যাতি, উপাখ্যান, ভাগ্য, যোগ্য, আরোগ্য, বাচ্য, বিবেচ্য, পদচ্যুত, রাজ্য, বিভাজ্য, জ্যোতিষ ,নাট্য, কাপট্য, নৈকট্য পাঠ্য, শাঠ্য জাড্য, তাড্যমান, আঢ্য, ধনাঢ্য, পুণ্য, অরণ্য, লাবণ্য, নিত্য, সত্য, হত্যা, মৃত্যু তথ্য, পথ্য, মিথ্যা, অদ্য, বাদ্য, বিদ্যা, বিদ্যুৎ, ধ্যাতব্য, ধ্যান, অন্য, ধন্য, শূন্য, অন্যায়, রৌপ্য, আলাপ্য, আপ্যায়িত, নব্য, দিব্য, তালব্য, অব্যাহতি। 

ব ফলা দিয়ে শব্দ গঠন :

শ্বেত, দ্বারা, দ্বাদশ, স্বজন, ত্বক, স্বর, স্বাধীনতা, স্বাক্ষর, স্বাগত, স্বানুভব, শব্দন্ত, শ্ববৃত্তি, শ্বশুড়, স্বচ্ছন্দ, ত্বদীয়, স্বচক্ষে, স্বচ্ছ, স্বপক্ষ, স্বপন, স্বপ্নচারিতা, অশ্বশক্তি, অন্বেষণ, অন্বীক্ষা, অব্দ, শতাব্দী, আব্দুল্লাহ, আব্দুর, আব্দার, অব্দ, শব্দ, খ্রীস্টাব্দ, বিদ্বান, সম্বল, কম্বল, শাশ্বত, নিঃশ্বাস, নিঃস্ব, তন্বী, দিগন্থয়, উদ্বোধ, শ্বেত, দ্বারা, দ্বাদশ, স্বজন, ত্বক, স্বর, স্বাধীনতা, স্বাক্ষর, স্বাগত, স্বানুভব, শব্দন্ত, বৃত্তি, শ্বশুড়

আরও পড়ুন : মাত্রা,কার ও ফলা কাকে বলে?কয়টি।কার,ফলা চিহ্ন দিয়ে শব্দ গঠন 

ম ফলা দিয়ে শব্দ গঠন :

আম্মা, গ্রীষ্ম, ভস্ম, উষ্ম, আত্মা, রুক্ম, রুক্মিণী, তিগ্ম, বাগ্মী বাঙ্ময়, পরাঙ্মুখ, মৃণ্ময়, হিরণ্ময়, আত্মজ, দুরাত্মা, আত্মীয়, পদ্ম, ছদ্মবেশ, পদ্মিনী, আম্মাত, আম্মান, জন্ম, উন্মাদ, উন্মূলিত, সম্মত, সম্মান, সম্মুখ, গুল্ম, উন্মুক, শাল্মলী, শ্মশান, রশ্মি, কাশ্মীর, উষ্ম, উষ্মাগম, ভস্ম, স্মরণ, অকস্মাৎ, জিম্ম, জিম্মগ, জিম্মিত, তন্ময়,।  

ল ফলা দিয়ে শব্দ গঠন :

আল্লাহ, ক্লাস, ব্লাক, অম্ল, গ্লাস, ক্লান্ত, গ্লানি, প্লাবন, অশ্লীল, শ্লীলতা, পল্লব, বিপ্লব, ক্লেশ, উল্লাস, ক্লীব, শুক্ল, অক্লান্ত, আল্লামা, কল্পনা, কল্লোল, গ্লকোজ, গল্প, গু, আহ্লাদ, প্লীহা, ক্লেশ, ব্লক, ভল্লুক,অক্লান্ত, শ্লাঘা, অম্লান, ক্লীব। 

রেফ ফলা দিয়ে শব্দ গঠন :

তর্ক, কর্কশ, শর্করা, মূর্খ, মূর্খতা, দুর্গম, নির্গত, বিসর্গ, দীর্ঘ, মহার্ঘ, দুর্ঘট, নির্ঘাত, অৰ্চনা, চর্চা, অর্চিত, মূর্ছা, মূর্ছনা, মূর্ছিত, দুর্জন, নির্জন, নির্জীব, গর্জন, ঝর্ঝর, নির্ঝর, অর্থ, সমর্থ, সার্থক, নির্দয়, দুর্দৈব, নির্দোষ, নির্ধন, নিৰ্ধম, দুর্নাম, দুর্নিবার, সর্প, কার্পাস, অর্পিত, কর্পূর, দুর্বল, পর্বত, গর্বিত, নির্বোধ, নির্ভয়, নির্ভর, দুর্ভাবনা, কর্ম, ধর্ম, নির্মাণ, নির্মল, কার্য, ধৈর্য, মর্যাদা, দুর্লভ, নির্লোভ, নির্লেপ, দর্শন, পরামর্শ, হর্ষ, বিমর্ষ, বর্ষা, গর্হিত।

ণ ফলা দিয়ে শব্দ গঠন :

বিষণ্ণ, পরাহ্ণ, কান্ড, খন্ড, পাষণ্ড, তৃষ্ণা, সহিষ্ণু, কৃষ্ণ, বর্ধিষ্ণু, অপরাহ্ন, উষ্ণ, সারাহ্ন, ক্ষয়িষ্ণু। 

ন ফলা দিয়ে শব্দ গঠন :

ভগ্ন, মগ্ন, অগ্নি, আগ্নেয়, বিঘ্ন, কান্না, কৃতঘ্ন, যত্ন, রত্ন, রত্নাকার, অন্ন, ভিন্ন, অবসন্ন, রুগ্ন, নিম্ন, বিষন্ন, তৃস্না, আসন্ন, স্বপ্ন, স্নেহ, ছিন্ন, প্রশ্ন, প্রশন্ন, লগ্ন, পান্না, নবান্ন, তীক্ষ্ণ, চিহ্ন । 

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!