বঙ্গবন্ধু, জয়নুল আবেদীন ও মাদার তেরেসা সম্পর্কে ১০টি বাক্য

বঙ্গবন্ধু সম্পর্কে ১০টি বাক্য :

  • স্বাধীনতা লাভের ক্ষেত্রে যে ব্যক্তির অবদান সবচেয়ে বেশি এবং যাকে স্বাধীনতার স্থপতি বলা হয় তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
  • বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। 
  • ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি কারাগারে বন্দি ছিলেন। 
  • বঙ্গবন্ধু ১৯৫৪ সাল এবং ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
  • ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। 
  • ১৯৭০ সালে তিনি এবং তার দল সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হন। 
  • ১৯৭১ সালে ২রা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদকে ঘোষিত করেন। 
  • বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতীসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন। 
  • বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনে ঘোষণা করেন  ১৯৭১ সালের ২রা মার্চ। 
  • বঙ্গবন্ধু ও তার পরিবার ১৯৭৫সালের ১৫ ই আগস্ট পাকিস্তানি সৈনিকদের হাতে নির্মম ভাবে নিহত হন। 

আরও দেখুন : মুক্তিযুদ্ধ,একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য 

জয়নুল আবেদীন সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলাদেশের আধুনিক শিল্প কলার অগ্রদূত এবং শিল্পচার্য নামে পরিচিত হলেন শিল্পী জয়নুল আবেদীন। 
  • তিনি ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কেন্দুয়ায় ১৯১৪ সালে ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
  • তিনি ১৯৩৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতা আর্ট স্কুল থেকে।  
  • তিনার শিল্পকর্ম মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীদের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। 
  • বাংলাদেশে চিত্রকলার এক নতুন দিগন্ত উদিত হয় তিনার শিল্পচর্চার মাধ্যমে। 
  • সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন তিনি।  
  • নদী ও জেলে সম্প্রদায়ের জীবন ছিল তিনার চিত্রকর্মের অন্যতম বিষয়বস্তু।
  • সৃজনশীলতা ও দেশের প্রতি ভালবাসার মাধ্যমে বাঙালি জাতির প্রতীক হয়ে আছেন তিনি। 
  • তিনার কাজ আন্তর্জাতিক অঙ্গনেও অনেক প্রশংসিত হয়েছে এবং বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে। 
  • ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। 

আরও দেখুন : আমাদের বিদ্যালয়, কক্সবাজার ও নিজের(myself) সম্পর্কে ১০টি বাক্য

মাদার তেরেসা সম্পর্কে ১০টি বাক্য :

  • মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ শে আগস্ট আলবেনিয়ার স্কপিয়ে শহরে জন্মগ্রহণ করেন।  
  • তিনি খুব বিনয়ী চরিত্রের অধিকারী ছিলেন। 
  • তিনি ১৯৩১ সালে কলকাতা একটি স্কুলে গার্লস স্কুলে শিক্ষকতা শুরু করেন। 
  • ১৯৫৩ সালে তিনি একটি অনাথ আশ্রম চালু করেন।
  • মাদার তেরেসা কখনো জাতির ধর্ম বা বর্ণের ভেদাভেদ করেননি।  
  • ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
  • Peace begins with a smile ছিল তার বিখ্যাত উক্তি। 
  • ভারত সরকার তিনাকে ১৯৮০ সালে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। 
  • তিনি  ৫ই সেপ্টেম্বর ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • মৃত্যুর পর তাকে ‘সন্ত তেরেসা’ উপাধি দেওয়া হয়।

আরো জানুন : কাজী নজরুল, রবীদ্রনাথ ঠাকুর ও বেগম রোকেয়া সম্পর্কে ১০টি বাক্য

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!