সংজ্ঞা : কতকগুলো সন্ধি আছে যেগুলো নিয়ম অনুসারে হয় না, অথচ শুদ্ধ বলে প্রচলিত, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন-
গো + অক্ষ = গবাক্ষ, প্র + উঢ় = প্রৌঢ়, মনস + ঈষা = মনীষা, গো + অস্থি = গবাস্থি, তিল + এক = তিলেক ইত্যাদি।
(toc) Table Of Contens
✅ নিপাতনে সিদ্ধ সন্ধিকে প্রধানত ২ভাগে ভাগ করা যায়। যথা -
১। নিপাতনে সিদ্ধ সরসন্ধি।
২। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।
নিপাতনে সিদ্ধ সরসন্ধি :
সংজ্ঞা : স্বরসন্ধির নিয়ম না মেনে যে সকল সন্ধি হয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ :
গো + অক্ষ = গবাক্ষ | কুল + অটা = কুলটা |
অর্ধ + এক = অর্ধেক | মনস্ + ঈষা = মনীষা |
পাঁচ + জন = পাঁজ্জন | সীমা + অন্ত = সীমান্ত |
তিল + এক = তিলেক | প্র + উঢ় = প্রৌঢ় |
মিশ + কালো = মিশকালো | শুদ্ধ + ওদন = শুদ্ধোদন |
এত + দিন = এদ্দিন | পোষা + উনে = পৌণে |
বার + এক = বারেক | বেশ + কম = বেশকম |
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার উপায় :
নিপাতনে সিদ্ধ সরসন্ধি খুব সহজে মনে রাখতে হলে আমাদের একটি ছোট গল্প মনে রাখতে হবে। গল্পটি হলো -
স্বৈর রাজা গবেদ্ৰ তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধন কে নিয়ে সকাল বেলা মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষর দিকে তাকালেন। একদিকে দেখলেন শারঙ্গ হাতে এক পৌড় কুলটা নারী তার সীমন্ত এলোমেলো। অপর দিকে অক্ষহিণী সহ তার সেনপতি ও অন্যান্য মন্ত্রী লড়াই করতে আসছেন।
নিচে দাগ দেওয়া শব্দ গুলো হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এই ছোট গল্পটি মনে রাখতে পারলে আমাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখতে অনেক সহজ হবে।
আরও পড়ুন : স্বরসন্ধি কাকে বলে?স্বরসন্ধি গঠনের দশটি নিয়ম।উদাহরণ সহ ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি :
সংজ্ঞা : ব্যঞ্জনসন্ধির নিয়ম না মেনে যে সকল সন্ধি হয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ :
আ + চর্য = আশ্চর্য | তৎ + কর = তস্কর |
বন + পতি = | ষট্ + দশ = ষোড়শ |
পর + পর = পরস্পর | কুৎ + সিত = কুচ্ছিত |
গো + পদ = গোস্পদ | উৎ + স্থাপন = উত্থাপন |
উৎ + স্থান = উত্থান | উ + সন্ন = উচ্ছন্ন |
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি | দিব + লোক = দ্যুলোক |
বৃন্ + হিত = বৃৎহিত | প্রায় + চিত্ত = প্রায়শ্চিত্ত |
সম + রাট = সম্রাট | হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র |
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার উপায় :
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধিও মনে রাখতে হলে আমাদের একটি ছোট গল্প মনে রাখতে হবে। গল্পটি হলো -
বনস্পতি ও বৃহস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর। তাদের বয়স যথাক্রমে একাদশ ও ষোড়শ। তারা গোষ্পদ চুরি করত। একদিন মনীষা তাদের চুরি করতে দেখে ফেলল। সে দেখে আশ্চর্যান্বিত হয়ে পতঞ্জলি কে বলল।
এই ১০টি হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি। এছাড়াও আরও কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি রয়েছে। কিন্তু সেগুলো পরীক্ষায় আসেনা। আমাদের এই ১০টি জানলেই হবে।