স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও শহীদ দিবস সম্পর্কে: ১০টি করে বাক্য

আজকে আমরা জানবো বাংলদেশের গৌরবোজ্জ্বল দিবস সম্পর্কে। এখানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও শহীদ দিবস সম্পর্কে ১০টি করে বাক্য তৈরী করে দেখানো হলো :

স্বাধীনতা দিবস সম্পর্কে ১০টি বাক্য:

  • প্রত্যেক জাতিরই কোননা কোন গৌরবোজ্জ্বল দিবস থাকে। তেমনি বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিবস হলো স্বাধীনতা দিবস।
  • বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষিত হয় ১৯৭১সালের ২৬শে মার্চ।
  • ২৬মার্চ স্বাধীনতার ঘোষনা এবং যুদ্ধ শুরু হয়েছিল বলেই এদিনটি আমাদের স্বাধীনতা দিবস।
  • স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই লড়াই করে নিজস্ব রাষ্ট্র ছিনিয়ে এনেছিল বাঙালি জাতি।
  • প্রায় ৩০লক্ষ লোকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমার এই স্বাধীনতা। 
  • ২৬মার্চ আমরা সারাবিশ্বে একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে মাথা তুলে দাড়িয়েছি।
  • আমাদের স্বাধীনতা দিবসটি আমাদের সংগ্রামী শক্তিরই অবদান। আমরা যে কারো কাছে মাথা নত করিনা,  করতে জানিনা এটাই তার ফলশ্রুতি। 
  • প্রতিবছর ২৬মার্চ এদেশে স্বাধীনতা দিবস পালিত হয়। এদিনটি সরকারি ছুটির দিন।
  • ভোরে জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তেলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদনের মাধ্যমে দিবসটির সূত্রপাত হয়।
  • তাই স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য খুবই তাৎপর্যপূর্ন একটি দিন।

আরও জানুন : মুক্তিযুদ্ধ,একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য

বিজয় দিবস সম্পর্কে ১০টি বাক্য:

  • বাঙালি জাতির জীবনে স্বাধীনতার চূড়ান্ত অর্জন হলো বিজয় দিবস।
  • দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর  এদিনটিতই আমরা বিজয় অর্জন করি।
  • সে দিন ৯৩ হাজার পাকিস্থানি সৈন্য বাংলার মাটিতে আত্মসমর্পণ করে এবং শুত্রুমুক্ত হয় আমার এদেশ। 
  • আর বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয় ১৬ই ডিসেম্বরকে। দিনটি সরকারি ছুটির দিন।
  • প্রতিবছর বাঙালি জাতি অত্যন্ত আনন্দ ও ভাবগাম্ভীর্যের সাথে এ বিজয় দিবস উদযাপন করেন।
  • শহরের রাস্তাঘাট ও ভবনগুলে সুন্দর করে সাজানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।
  • বাংলাদেশের বেতার ও টেলিভিশনেও এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়।
  • ১৬ই ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামের বিজয়ের এই দিনে জাতি এক নতুন অধ্যায়ের নবযাত্রা শুরু করে।
  • অনেক সংগ্রাম ও ত্যাগের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 
  • ১৬ই ডিসেম্বর আজ আমাদের জাতীয় জীবনে অমূল্য মর্যাদার আসনে সমাসীন।

আরও জানুন : বাংলাদেশ,ডিজিটাল বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ সম্পর্কে: ১০টি বাক্য

শহীদ দিবস সম্পর্কে ১০টি বাক্য:

  • শহীদ দিবস বাঙালি জাতির কাছে খুবই গৌরবময় তাৎপর্যপূর্ন একটি দিবস।
  • প্রতিবছর শহীদ দিবস পালিত হয় ২১ ফেব্রুয়ারি।
  • শহীদ দিবস এদিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত। 
  • ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরনার্থে এ দিবসটি পালিত হয়।
  • জাতীয় ছুটির দিন হিসেবে এ দিনটি পালিত হয়।
  • বাঙালির মাতৃভাষার মর্যাদা ও গুরুত্ব বুঝায় এ দিবসটি।
  • যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা যোগায়।
  • বাঙালির ঐক্যের প্রতিক হলো শহীদ দিবস। 
  • শহীদ দিবস উপলক্ষে স্কুল,  কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। 
  • আমাদের মাতৃভাষার প্রতি সম্মান ও ভালোবাসাকে জাগ্রত করে শহীদ দিবস। 

আরও জানুন : গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!